![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
দরজা বন্ধ ,জানালাটাও খোলা নেই ।
ছোট্ট একটি ভেন্টিলেশন খোলা রেখেছি –
রোদের আলোতে রোদ্দুর যেন পুড়ে ছাই না হয়ে যায়।
ছিনতাইকারি মুঠো ফোন ছিনিয়ে নিয়েছে ;
দিব্যি কেটে যাচ্ছে সময় ,
ফোন করার কোন তাড়া নেই –ধরার নেই কোন পায়তারা।
হুট করে আগের মতো আর চোমকে উঠি না-এই বুঝি কেউ টেক্সট পাঠালো ;
কিন্তু মরার এই সিমখানা না তুলে বুঝি আর পার পাওয়া যাচ্ছে না।
বোসলাম কাস্টমার সার্ভিসের মুখোমুখি-
দুই কপি ছবি, আই ডি কার্ড আর রেজিস্ট্রেশনের কপি নিয়ে আসুন।
কাগজীয় সমস্যায় আমি বহু কাল আগ থেকেই জর্জরিত ;
বাড়ি ফিরে তন্ন তন্ন করে ফেললাম কাঠের আলমারিটা ,
হাতের উপর উঠে এলো আট দশেক ডায়রী, অগনিত লেখা ঝোকা যাকে
ঠিক কবিতা বললে ভুল বলা হবে,আর পেলাম- খামে ভর্তি বেশ কয়েকটা চিঠি।
বার্থ সার্টিফিকেট,পরিচয় পত্র ,ব্যাংকের ডকিউমেন্টস ,সার্টিফিকেট,বাড়ির দলিল –
এই সব প্রয়োজনীয় কাগজের জায়গায় এমন উদ্ভট সব কাগজ দেখে নিরুপায় আমি মাকে প্রশ্ন করি-
তুমি না থাকলে কেউ যদি এ বাড়ি থেকে আমাকে বের করে দেয় তখন আমি কি করবো ?
মা হেসে বলেন-কেন ?কবিতার খাতা এগিয়ে দিবি।
তাইতো, এটাইতো আমার সারা জীবনের সঞ্চিত দলিল পত্র ,
তিন তলার ঝুল বারান্দা আর খোলা ছাদের বিষন্ন বিকেল গুলো আজো
এই দলিলের স্বাক্ষী হয়ে আছে।
এখানকার প্রতি পাতা জুড়ে আছে সারা জীবনের হাসি –কান্না আর না পাওয়ার যন্ত্রনা ;
প্রথম প্রেমে পড়ার চমৎকার বর্ননা, আছে তিলে তিলে মা হয়ে ওঠার অবাক মুগ্ধতা।
দলিল হয়ে আছে –ভালোবাসার মানুষের কাছে প্রত্যাক্ষিত হবার প্রতি মুহূর্ত।
এর থেকে বড় দলিল আর কি হতে পারে ?
চোখ হতে গড়িয়ে পড়া প্রত্যেকটি অশ্রুবিন্দু দিয়ে সত্যায়িত এই কাগজ ;
যেখানে এক বর্ন মিথ্যে নেই, যেটা পেতে হলে নীলখেতে যেতে হয় না।
আজ আর তেমন রোদ পড়ে না আমার উঠোনে , কোনার ঘরের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া
আলোয় নিজেকে আবার স্নান করিয়ে নেই ;
পুনরায় ফিরে পাই চির চেনা সেই নীলাভ রোদ্দুর।
ছবি ঃ সংগৃহীত
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৯
রোদেলা বলেছেন: আমার উদাসীনতা নিয়ে মা সব সময়ি এমন ঠাট্টা করে আর নিজের ফাইল গুলো বের করে দেখায়-কতোটা গোছানো মায়ের এলোমেলো মেয়ে আমি।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৭
মৃদুল শ্রাবন বলেছেন: কলমের কালি শেষ ভাই যে লাইনগুলো কোট করেছে আমি না দেখেই সেগুলো কপি করেছিলাম প্রথমে।
যাই হোক দুই কপি ছবি, আই ডি কার্ড আর রেজিস্ট্রেশনের কপি কি শেষ মেষ পাওয়া গেল?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩২
রোদেলা বলেছেন: আই ডি কার্ড আর রেজিস্ট্রেশন-ওই সব আমার কোন কালেও থাকেনা।আমেরিকা ভিসা ধোরবো বলে বানিয়েছিলাম এক খানা জন্ম সনদ তাই দিয়েই পাঠিয়েছি সিম তুলতে।আসল সিম না দিলে সবজী দোকানে গিয়ে নকল সীম নিয়ে আসতে হবে।কারন ঢাকা শহরে আসল সীম পাওয়াও দুষ্কর।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৪
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ দীপংকর চন্দ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৮
সুমন কর বলেছেন: গল্প-কবিতা নাকি কথোপকথন........অাগের পোস্টের সাথে মিল করে লেখা তাই এমন বললাম।
চমৎকার লাগল। ৩য় ভাল লাগা।
*কিছু টাইপো আছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৬
রোদেলা বলেছেন: কবিতা -গল্প নাকি ছাই পাশ তা নিজেও জানিনা।
পড়েছেন তাই আমি কত্ত খুশী।টাইপো কি?
বানানের ভুলের জুন্য লেখক কিন্তু দায়ী না।হা হা হা .।।।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩
জেন রসি বলেছেন: আজ আর তেমন রোদ পড়ে না আমার উঠোনে , কোনার ঘরের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া
আলোয় নিজেকে আবার স্নান করিয়ে নেই ;
পুনরায় ফিরে পাই চির চেনা সেই নীলাভ রোদ্দুর।
চমৎকার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৭
রোদেলা বলেছেন: ধন্যবাদ জানবেন।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৮
রোদেলা বলেছেন: সেলিম ভাই-এই প্রোফাইল পিক টা কি পার্মানেন্ট /
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: সমসাময়িক কষ্টের সাথে অতীত কষ্টকে মিলিয়ে কবিতায় উপস্থাপন করে দিয়েছেন মনে হল। কবিতা বিলাসী রোদেলার কবিতায়ই ধরা থাক তার জীবনের দুঃখ কষ্টগুলো। বাস্তবে যেন এর ছোঁয়া না লাগে। নিরন্তর শুভ কামনা রইলো রোদেলা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪০
রোদেলা বলেছেন: ভালো থাকুন বিদ্রোহী।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫০
একজন সৈকত বলেছেন:
সুন্দর +++
ভালো লাগা জানিয়ে গেলাম ----
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২
রোদেলা বলেছেন: ধন্যবাদ সৈকত।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০১
রাজজাকুর বলেছেন: ভালোলেগেছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০১
রাজজাকুর বলেছেন: ভালোলেগেছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ শব্দমালা।+++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪
রোদেলা বলেছেন: শব্দের ভান্ডার খুবি সল্প।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩
মনিরা সুলতানা বলেছেন: কি দারুন লেখেন আপনি, মন ছুয়ে গেল।
অনেক অনেক শুভ কামনা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫
রোদেলা বলেছেন: সত্যি,খুব ভালো লাগছে জেনে।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩
সায়েদা সোহেলী বলেছেন: মনিরা সুলতানা বলেছেন : কি দারুন লেখেন আপনি , মন ছুয়ে গেল ।
।সত্যি তাই , , , আপনার লেখা এতদিন কেন চোখে পড়েনি সেটাই ভাবছিলাম পড়তে পড়তে! !!
+++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬
রোদেলা বলেছেন: তাইতো দীর্ঘ আট বছর ধরে লিখছি ব্লগে,আপনি পড়েন নি কেন?
খুব খারাপ,খুব খারাপ।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লাগলো!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭
রোদেলা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: /চোখ হতে গড়িয়ে পড়া প্রত্যেকটি অশ্রুবিন্দু দিয়ে সত্যায়িত এই কাগজ/
কি অদ্ভুত সুন্দর একটা কথা।
বুকের মধ্যে কোথায় যেন প্রচন্ড ঝাঁকুনি দিয়ে গেল।
আসলেই কতো প্রেম যে শুধুঈ কবিতার ফ্রেমে বন্দী তার ইয়ত্তা নেই।
মুগ্ধ হলাম।
ভালো থাকবেন।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯
রোদেলা বলেছেন: যাক তাহলে রাজপুত্রকে পাওয়া গেল।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯
কলমের কালি শেষ বলেছেন: তুমি না থাকলে কেউ যদি এ বাড়ি থেকে আমাকে বের করে দেয় তখন আমি কি করবো ?
মা হেসে বলেন-কেন ?কবিতার খাতা এগিয়ে দিবি।
কি অসাধারণ কথারে ভাই !!
+++++