![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
রাগের পাহাড় –
অমন করে গোমড়া মুখে কেন বলো তাকিয়ে থাকো ?
হাজার ডাকাডাকির মাঝেও কেন তুমি নীরব থাকো?
বুকের ভেতর ভয়ের কাঁপন একলা জাগে ,
যেই হাসিতে বানের জলে ঝরনা ঝরে –
তাকে কেমন কঠিন হাতে দমন করো।
রাগের পাহাড়-কেমন করে এমন ভাবে দূরে থাকো?
ঝিরঝিরি এই নরম শরীর তোমার বাহু জড়িয়ে থাকে,
স্বপ্ন কিংবা জাগরনে কেবল তোমার তপস্যাতে ।
ও রাগের পাহাড়-অভিমানের দুয়ার ভাঙ্গো ;
আর একটি বার ওই উচ্ছসিত হাসির মাঝে
নরম নদীর সেতু গাঁথো।
রাগের পাহাড় ,রাগের পাহাড় –এবার না হয় ক্ষমা করো ;
ভুল হয়েছে,কান মলেছি-নাওনা আবার আলিঙ্গনে।
সূর্য হেলে পূব আকাশে ,পাখীরা যায় নীড়ে ফিরে ;
গোধূলী রঙ মিশবে গিয়ে আমার –তোমার কপোল জুড়ে ,
রাগের পাহাড় চলো ভাসি লালচে আলোর আহবানে ।।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
রোদেলা বলেছেন: চেষ্টায় আছি ...
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা আপনার কবতিায় তবে এটি গান হিসেবেও সুর দেয়া যেতে পারে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮
রোদেলা বলেছেন: গান করতে গেলেতো অনেক মিল করে লিখতে হবে,কঠিন কাজ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগল
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
রোদেলা বলেছেন: ধন্যবাদ ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয় ভালো লাগা।
ঠিক কি বলবো বুঝতে পারছি না।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
রোদেলা বলেছেন: কিছু বলা লাগবে না,সব লেখাই খুব যে চিন্তা করে লিখি তা না।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
আর একটি বার ওই উচ্ছসিত হাসির মাঝে
নরম নদীর সেতু গাঁথো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০
রোদেলা বলেছেন: যাক একটা লাইন কোট করেছেন যা অনেক কিছুর আবেদনে ঠাসা।শুভেচ্ছা।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
মনিরা সুলতানা বলেছেন: দারুন
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১
বিদ্রোহী বাঙালি বলেছেন: অভিমান, রাগ, অনুরাগ - এগুলো সবই ভালোবাসার অলংকার। আর এই অলংকারের কারণেই ভালোবাসা এতো সুন্দর, এতো আনন্দের আর এতো মধুময়। কবিতা ভালো হয়েছে রোদেলা। নিরন্তর শুভ কামনা রইলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
রোদেলা বলেছেন: এতো অল্প একটা লেখায় এমন বিশ্লেষন পবো-সত্যি খুব ভালো লাগছে।ধন্যবাদ।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১
শায়মা বলেছেন: বাহ!!!
আপু তোমার রাগের পাহাড়কে একটা জিনিস পড়তে দাও!!!!
সব রাগ পালাবে তাইলে দাঁড়াও লিঙ্কটা আনছি।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪
শায়মা বলেছেন: Click This Link
এইটা রাগ তাড়ানোর মন্ত্র
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
রোদেলা বলেছেন: মজা পাইলাম।কিন্তু কোন কাজে আসবেনাযে।
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬
জেন রসি বলেছেন: শুভ কামনা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
রোদেলা বলেছেন: নিলাম।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর, সুরেলা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
রোদেলা বলেছেন: শুভেচ্ছা।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: রাগের পাহাড় ভাল লিখেছেন । রাগের পাহাড় বিগলিত হোক ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
রোদেলা বলেছেন: বোঝে না সে বোঝে না .।।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩
মায়াবী রূপকথা বলেছেন: আপনাকে অনুসরণ করছি অনেক বছর থেকে, কোন লেখাটা পড়ে নিয়েছিলাম খুজে বের করতে হবে। মেয়েরা স্মার্ট কবিতা লেখেনা এটা এখানে আসলে ভুল তা বোঝা যায়।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭
রোদেলা বলেছেন: মেয়েরা স্মার্ট কবিতা লিখে না-আমি জানতাম না।
তবে মেয়েরা সব কথা প্রকাশ করতে চায়না।যদি ব্লগেই নিজের অনুভূতি না প্রকাশ করতে পারি তাইলে যামু কই মায়াবী।
কাল বইমেলায় আসলে খুশী হবো।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
মায়াবী রূপকথা বলেছেন: অবশ্যই লেখে, কিন্তু তুলনামুলকভাবে কম। প্লেনের টিকিট দেন, উড়ে চলে আসবো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২০
রোদেলা বলেছেন: মায়াবী তুমি কই?আমার সব পাঠক দেশের বাইরে,তাইলে বই কিনবো কে?
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: বুঝবে বুঝবে । না বুঝলে পস্তাবে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
রোদেলা বলেছেন: আপনের কথায় ফুল চন্দন পড়ুক।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
নিলু বলেছেন: লিখে যান