নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

একক কবিতা পাঠ ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০

কবিতা আবৃত্তি করার অভ্যেস আমার কম,অন্যের লেখাই বেশি পড়া হয়।এবার ম্যাজিক লন্ঠনে নিজের লেখা নিজের কন্ঠে আবৃত্তি করার সুযোগ পাচ্ছি-এ পরম সন্মানের ব্যাপার।বন্ধুরা -মিস করবেন না আশা করি ।১ লা ফালগুনেই হয়ে যাবে বসন্ত শুরুর আড্ডা।সবাইকে নিমন্ত্রন-কাঁটাবন কনকর্ড টাওয়ার ,সন্ধ্যা ৬ টায়।



----------------------------------------------------------------------------

আগামী ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায়

কাঁটাবন কনকর্ড এম্পরিয়াম বি ৫৬ তে

ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা # ৫০৫

আড্ডার কবি # রোদেলা নীলা



আত্বপ্রচারে মগ্ন আমি।

ঐ দিন মোড়ক উন্মোচন করা হবে আমার বই দুটোর।নীলপদ্ব আর রোদ্দুরের গল্পের বিকেল চারটায়।

সবাইকে লিটল ম্যাগ চত্বরে থাকতে অনুরোধ করছি।







মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

শায়মা বলেছেন: বাহ আপুনি!!!


তোমার আবৃতি শুনতে চাই।:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

রোদেলা বলেছেন: চলে এসো।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

রোদেলা বলেছেন: শুভেচ্ছা নিলাম ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতা আবৃত্তি এবং প্রকাশিতব্য বই দুটোর জন্য আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইলো রোদেলা। আপনার আবৃত্তি শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে রাখুক আর বই দুটো পাঠক সমাদৃত হোক এটাই কামনা করছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

রোদেলা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী বাঙালি ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন জানবেন।
আবৃতি শুনতে মন চায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

রোদেলা বলেছেন: চলে আসুন।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: #:-S

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

রোদেলা বলেছেন: কাল কবিতা পাঠ হচ্ছে না,পরের শুক্রবার।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেশে থাকলে আসার চেষ্টা অবশ্যই করতাম। :(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

রোদেলা বলেছেন: কোন সে দেশে বাস তোমার ?
কোথায় বাড়ি ঘর ?

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি প্রবল ভাবে বাংলাদেশী। :)


এখন ইন্ডিয়াতে আছি। :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

রোদেলা বলেছেন: হুম বুঝলাম,থাকেন ,ভীনদেশে বেড়াতে যাবো আর একবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.