![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
বালুর শহরে ফুল ফোঁটে কৃত্তিমতার ডালা সাজিয়ে ;
ফাগুন আসে ভাইবার অথবা ফেইস বুকের কোল জুড়ে ।
মাঘের শেষ রাত্রিটাকে বিশাল সমুদ্রের মতোন মনে হয় ;
ভীষন ঠান্ডা,যেন নামেনি কখনো ।
পায়ের নীচে মুচড়ে ওঠা পাতারা ক্ষান ক্ষান করে ভেঙ্গে যায় ,
বিকেলের শেষ আলোয় ভূমিকম্প বুঝি ভেঙ্গে দিলো এ শহরকে ।
ছোট রাস্তার ওলি গলি হেঁটে বেরিয়েছি ,
নাহ ; কোথাও কোন নীলপদ্ব নেই ,
কোথাও এক টুকরো গাঁদা ফুলও নেই।
বসন্তকে বরন করি আজ কি দিয়ে?
স্পর্শময়ী আত্বা সারাক্ষন অপেক্ষা করে থাকে কোন এক ভূমিকম্পের আশায় ,
হয়তো আর একবার সূর্য পশ্চিম আকাশে হেলে পড়বে,গোধূলী ছড়াবে তার আভা।
সেই রঙের শাড়ীতেই জড়িয়ে নেবো ৩৭ বৎসরের রমনী শরীর;
খোপায় বাঁধবো নীলচে আলোর কান্না ।
তুমি আর একটি বার ,কেবল আর একটি বার স্পর্শ করবে আমার হাত ,
তখনি নামবে ফাগুন এই আগুন লাগা শহরের গায়।।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪
রোদেলা বলেছেন: শুভেচ্ছা নিন।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯
ধুঁপছায়া বলেছেন: অনেক সুন্দর লিখেছেন
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫
রোদেলা বলেছেন: শুভেচ্ছা বসন্তের।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার কবিতা।
বসন্তের শুভেচ্ছা।
নীলপদ্ব = নীলপদ্ম
আত্বা = আত্মা
দুইটা শব্দ মনে হয় ভুল টাইপ হয়েছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭
রোদেলা বলেছেন: কোন ভাবেই অভ্রতে বানান ঠিক করতে পারছিনা।ধন্যবাদ।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯
জাফরুল মবীন বলেছেন: সুন্দর কবিতা পাঠে মুগ্ধ হলাম
বসন্তের আগমনী শুভেচ্ছা গ্রহণ করুন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮
রোদেলা বলেছেন: শুভেচ্ছা সতত।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: নগরায়নের যুগে শহরে ফাগুণের উপস্থিতি আসলেই টের পাওয়া যায় না। তার উপর আবার চলছে রাজনৈতিক অস্থিরতার আগুন। তাহলে কী ফাগুণ আসবে না? অবশ্যই আসবে আপনার কবিতার শেষ দু'পঙক্তির মতো হলে,
তুমি আর একটি বার ,কেবল আর একটি বার স্পর্শ করবে আমার হাত ,
তখনি নামবে ফাগুন এই আগুন লাগা শহরের গায়।।
নগরায়নের কুফল, ভালোবাসা আর রাজনৈতিক অস্থিরতা- সবই কবিতায় উঠে এসেছে রূপকের আড়ালে। ভালো লাগলো রোদেলা। শুভ কামনা রইলো
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১০
রোদেলা বলেছেন: স্বল্প লাইনের মধ্যে বিশাল পরিসর কে ধরার বৃথা চেষ্টা আমার।পারিনি সে ভাবে।শুভেচ্ছা গ্রহন করুন।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: /তুমি আর একটি বার ,কেবল আর একটি বার স্পর্শ করবে আমার হাত/
জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মাঝে বিষন্নতার মুকুট মাথায় যে ছোট্ট একটা মুহূর্ত উঁকি দেয় স্মৃতির ফ্রেমে। আপনার এই লাইনটা যেন চিৎকার করে তার জানান দিল।
/সেই রঙের শাড়ীতেই জড়িয়ে নেবো ৩৭ বৎসরের রমনী শরীর/
বয়সের কাছে আবেগের ফিকে হয়ে যাওয়া চেহারা আমার একান্ত অপছন্দের, যদিও ব্যক্তিগত।
মাইন্ড করলে মডুরা দায়ী আমি না :p
/ছোট রাস্তার ওলি গলি হেঁটে বেরিয়েছি ,
নাহ ; কোথাও কোন নীলপদ্ব নেই/
আপনার নীলপদ্ম খোঁজা স্বার্থক হয়েছে কিনা জানি না;
কিন্তু কোন একজনের নীলপদ্ম হাতে নিয়ে এখনো অপেহ্মায় আছে।
ভালো থাকবেন। আর বসন্তের শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
রোদেলা বলেছেন: শুভেচ্ছা সতত।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৫
মায়াবী রূপকথা বলেছেন: খুব সুন্দর আপু। শুভ ফাল্গুন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
রোদেলা বলেছেন: শুভ ফাল্গুন ।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে "ক্ষান ক্ষান করে ভেঙ্গে যায়" এটা কেমন শব্দ বুঝলাম না!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
রোদেলা বলেছেন: খান খান লিখবো কিনা বুঝতে পারছিনা।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: ফাগুন কাব্যে ভালোলাগা
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ