![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
প্রযুক্তির কি অদ্ভূত খেলা।
নাকি এই খেলাটা নোংড়া মানুষের ?
এই সব ভিডিও আমার এখান থেক ছড়ালেই কি আমার বদনাম রোটে যাবে?
স্প্যাম করার কায়দাটা ভালো।
সুন্দর একটা ভিডিও ইনবক্স করে দিয়ে তার মধ্যে ক্লিক করলেই হলো।
এই ভাইজানের অসামান্য কারুসাজি কিনা বুঝতে পারছিনা।
https://www.facebook.com/rakesh.basu.355
আমার একাউন্ট থেকে বাজে বাজে ভিডিও ছড়ানো হচ্ছে।
আমাকে ব্লক করেছে ফেইস বুক,আবার ডিএক্টীভ করতেও পারছিনা।
এই বিপদ হইতে আমাকে রক্ষা করুন।
https://www.facebook.com/ratri.nijhum
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
রোদেলা বলেছেন: আমিতো ব্লগ হয়েই আছি।
এভাবে ডএক্টিভেট করলে কি আবার পুরনো আই ডি এক্টিভ হবে?
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০
যোগী বলেছেন:
ব্যাপারটা বুঝতে পারছিনা। নাটকের সমালোচনা করলে ফেসবুক বন্ধ হবে কেন?
যদিও ফেসবুকের ব্যাপারগুলো আমি বুঝিনা।
কোন ফেসবুক এক্সপার্ট নিঃশ্চয় আপনাকে হেল্প করতে পারবে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০
রোদেলা বলেছেন: চেষ্টা করছি।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
রোদেলা বলেছেন: অবশেষে মুক্ত হইলাম।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫
ইছামতির তী্রে বলেছেন: গত সপ্তাহে এরকম একটি ভিডিও আমার জীবন পানি করে দিয়েছিল। যাইহোক, আপনি দ্রুত কারেন্ট Password চেঞ্জ করে কয়েকদিন ফেবু ব্যবহার বন্ধ রাখুন। এর আগে ওগুলো আপনার পেজ থেকে ডিলিট করুন এবং সকল বন্ধুদের উদ্দেশ্যে একটি নোট লিখুন যাতে কেউ ভুল না বোঝেন।
অনেকেই না বুঝে এইসব ভিডিও তে ক্লিক করে। যার ফলে অতি দ্রুত অনেকের সাথে এটি শেয়ার হয়ে যায়।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ইছামতির তীরের সাথে একমত।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১
সুমন কর বলেছেন: তাই অাগেই এসব ক্লিক করা ঠিক না !!
তা কিভাবে মুক্তি পেলেন?
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি যাহোক অবশেষে মুক্ত হতে পেড়েছেন। কিন্তু আমার ঘাস ফুল আইডি এখনো হয় নাই।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬
রোদেলা বলেছেন: কিছু সময় ছিলো,তবে বন্ধুরা ভুল বোঝেনি।বেছে বেছে বন্ধু করার এক সুবিধা,যারা একটু গুই গাই করেছে ব্লক করে দিয়েছি।কারন এইসব ছবি অনেকে দেখে মজাও নিচ্ছিলো।আগের পাস ওয়ার্ড বদলে দিয়েছি।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
নব ভাস্কর বলেছেন: আপনার ফেইসবুক বন্ধুদের বলেন আপনাকে ব্লক করতে। ১৫-২০ জন ব্লক করলেই আপনার একাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে।