![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
তুমি বলেছিলে-ডোন্ট ড্রীম।
বিশ্বাস করো সেই থেকে স্বপ্ন কি আমার জানা নেই ,
কি করে মেঘের গায়ে পালক পড়াতে হয় তাও ভুলে গেছি ;
আমি সত্যিই ভুলে গেছি মধ্যরাতের ইথার ইথার কম্পন ;
গোধূলীর লাল আলোয় কিভাবে আলিঙ্কনে ভাসতে হয় কিছুতেই আর মনে করতে পারছিনা।
তুমি বলেছিলে-গো স্লো।
সেই থেকে আমি খুব ধীরে চলছি।
আমার পাশ দিয়ে ঠেলাওয়ালা নির্বিঘ্নে তার গাড়ি নিয়ে চলে যায় ,
নির্বিকার চিত্তে কচ্ছপের মতন এক’পা দু’পা করে পথ চলছি ,
তোমার হান্ড্রেড হার্জের অশ্বক্ষমতায় আর পৌঁছুতে পারিনি।
তুমি বলেছিলে-ডোন্ট টক মোর ।
সত্যিই আর কিছু বলিনি তোমাকে,
আমার না বলতে পারাটা একসময় লেখনী হয়ে মুঠোফোনের গলা চেপে ধরেছে।
তবুও আমি চুপ করেই আছি,
কেবল ভেতর থেকে ভুকম্পনের শব্দ শোনা যায় –
ওটা তোমাকে নাড়ায় কিনা জানিনা তবে চারকোনা ডিজিটাল বাক্সটাকে ঠিকি ঝাঁকিয়ে দেয়।
এবার আমি বলছি তুমি শোন –
স্বপ্ন দেখো;
স্বপ্ন ছাড়া বেঁচে থাকা অর্থহীন।
যে স্বপ্ন দেখতে জানে না সে ভালবাসতে জানেনা।
সামলে চলো ;
অতো জোড়ে ছুটতে আমি বলবোনা কোন দিন ;
কেবল পায়ের সামনে কোন ফুটন্ত গোলাপ চোখে পড়লে মাড়িয়ে যেওনা ,
জানো তো, ফুলের মতো পবিত্র সুন্দর পৃথিবীতে খুব কমই আছে।
কথা বলো ;
যা খুশী তাই বলো ,
যদি দু-চারটা গালিও দিতে ইচ্ছে করে দাও।
তবু চুপ করে থেকোনা।
জানোতো –তোমার ওই শব্দহীন চাহনী আমাকে আরো বেশি উন্মাদ করে তোলে ,
যাকে তুমি পাগলী বলো।
আমার উপর নিয়ন্ত্রনের কাঠিটা সড়িয়ে এবার ছোড়া্টা আমার হাতে ট্রান্সফার করো-
নাটাই হয়ে ওড়ার সাধ আর নেই,
আমি তোমার মনের ডাকবাক্সে পোস্ট হয়ে যেতে চাই ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০
রোদেলা বলেছেন: ধন্যবাদ রাখাল।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২
এনামুল রেজা বলেছেন: ভাল লাগলো লাইনগুলি।
শুভকামনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১১
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: তিন স্থরে কবিতায় প্রথম ভাল লাগা।
১ .তুমি বলেছিলে-ডোন্ট ড্রীম।
বিশ্বাস করো সেই থেকে স্বপ্ন কি আমার জানা নেই ,
২. তুমি বলেছিলে-গো স্লো।
সেই থেকে আমি খুব ধীরে চলছি।
৩. তুমি বলেছিলে-ডোন্ট টক মোর ।
সত্যিই আর কিছু বলিনি তোমাকে,
এবার আমি বলছি তুমি শোন – থেকে শেষ পর্যন্ত অসাধারণ হয়েছে যদিও এই অসাধারণ হয়ে উঠাটা প্রথম অংশের কারনেই।
ক.
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৩
রোদেলা বলেছেন: হুম,এবার একটু অন্যভাবে লেখার চেষ্টা করেছি।আপ্নি ধারাটা ধরতে পেরেছে,ভালো লাগছে।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০০
সুমন কর বলেছেন: ভাল লাগল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৩
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ডোন্ট টক মোর ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৪
রোদেলা বলেছেন: তাইতো খালি লিখি,কথা বাদ।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০১
আহমেদ জী এস বলেছেন: রোদেলা ,
বাহ্, বেশতো ... মনের ডাকবাক্সে পোস্ট হয়ে যাওয়া !
কথা বলুন ;
সামলে চলুন ;
স্বপ্ন দেখুন ........
তবেই যদি পোষ্টমাস্টারটি ডাকবাক্স খোলেন ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৫
রোদেলা বলেছেন: পোস্টমাষ্টারের সুমতি হোক।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: এবার আমি বলছি তুমি শোন –
এর পর থেকে পুরোটাই অসাধারণ।
শব্দের গাঁথুনি অসম্ভব ভালো লাগল।
ভালো থাকবেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৬
রোদেলা বলেছেন: শুভেচ্ছা রাজপুত্র।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০
অতঃপর জাহিদ বলেছেন: ঘুমাতে ঘুমাতে প্রায় সকাল হইয়ে যায়, দিনের স্বপ্ন গুলো একটু বেশি রকমেরই অদ্ভুত, যতদিন বেঁচে আছি স্বপ্ন দেখে যাবো, পারলা আসার দরকার আমার স্বপ্ন!!!
স্বপ্ন দেখা বাদ দিয়েন ভাই!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৭
রোদেলা বলেছেন: স্বপ্ন বাদতো বেঁচে থাকাও বাদ।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
আবু শাকিল বলেছেন: লাইন গুলা মন ছুয়ে গেল।
মুগ্ধ +
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৮
রোদেলা বলেছেন: েখানে তোমাকে পেয়ে আমি আনন্দিত।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
আল কাফি বলেছেন: বেশ ভালো লাগলো। শুভকামনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২২
রোদেলা বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা।
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১
প্রেতরাজ বলেছেন: ভাল লাগল আপনার লেখনীর ধরন।শুভ কামনা রইল
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৩
রোদেলা বলেছেন: স্বাগতম প্রেতরাজ।।
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১
যদু মাষ্টার বলেছেন: নাটাই হয়ে তো উড়তে পারবেন না আপনি...
ঘুড়ি হয়ে উড়তে হবে।
সো নাটাই আপনার হাতে নেন আর তাকে ঘুড়ি বানান...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৫
রোদেলা বলেছেন: ঘুড়ি বানাইলে অন্যের ছাদে গিয়া লটকায় থাকবো।নাটাই হলে হাতেই থাকবো।এইটাই ভালো।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৮
এম এম করিম বলেছেন: আপনার লেখা মুগ্ধতা ছড়ানো।
ভালো লাগল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৫
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৮
সোহেলী সুলতানা বলেছেন: ভীষণ ভালো লাগলো
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৬
রোদেলা বলেছেন: ধন্যবাদ সোহেলী।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুখ পাঠ্য কবিতা -- চমৎকার লিখেছো আপুনি
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৮
রোদেলা বলেছেন: কঠিনতর জীবনকে হালকা করার চেষ্টা মাত্র।শুভেচ্ছা লায়লা।
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৯
রোদেলা বলেছেন: ধন্য হইলাম হাসান মাহবুব।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ লাগল