নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

সুদূরের সূর্যাস্ত //

০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৩৭

ভূগোলে আমি বড়ই খারাপ ছিলাম মাধ্যমিকে ;

উত্তর গোলার্ধ আর দক্ষিন গোলার্ধের সীমারেখার পরিধি মা্পতে পারিনি কিছুতেই ,

দ্রাঘীমাংশের হিসেব গণনা করতে গিয়ে ভীষন রকম হিমশিম খেয়েছি ।

টেমস নদীর পাড় ঘেসে কোন শহরটি গড়ে উঠেছে ওটা মুখস্থ করতেই দশ দিন;

আর ডিম্বাকৃতির গ্লোব দিয়ে বাবা যখন বলতো-উত্তর আমেরিকা কোথায় দেখাতো মা ,

লজ্জায় আমার মাথা হেট হয়ে যেতো-ইস, ছোট ভাইটার সামনে কি যে হেনস্থা।

প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক ; মনে রাখতে গিয়ে সেকি করুন দশা ;

কলম্বাস কোন পথে হেঁটে হেঁটে আস্ত একটা আমেরিকা আবিষ্কার করে ফেলেছে –

তা কেবল রূপকথা্র গল্পই মনে হয়।

আমার ভালো লাগতো অংক কষতে ,তা যতোই কটড় মটড় হোক না কেন।

বামপক্ষ সমান ডানপক্ষ প্রমানিত করতে তখন বেশ লাগতো,

জটিল যতো বীজগনিত করে ফেলতাম এক নিমিষেই।



এখন আমি গুগল ম্যাপ নিয়ে বসে থাকি –

উত্তর মেরু থেকে দক্ষিন মেরুর হিসেব কষি ;

এখানে যদি হয় রাত তবে ওইপ্রান্তে কয়টা বাজতে পারে তাই গুনতে থাকি বার বার ।

এখন আমি ম্যাট্রিক্স পারিনা, পারি ম্যাপ আকতে ,

অনেক রকম তার আকার ,কখনো গোল আবার কখনো বা চ্যাপ্টা।

কোন জায়গার আকৃতি যে কেমন হবে তাই বিশ্লেষন করি ,

বোঝার চেষ্টা করি তোমার শহরটি কতো বড় ;

কোন সাগড়ের পাড় ছুঁয়ে গেছে আধুনিক প্রযুক্তির ওই সব রাস্তা ,

শীত আসলে কি ওখানে বরফ পড়ে,নাকি বৃষ্টি হলে ঢেকে যায় প্রানান্ত ।

শুনেছি ওখানেও নাকি ছয়টি ঋতূ খেলা করে ,

ঘন সাদা মেঘ ঘুরে বেড়ায় পাখনা মেলে ।

রডডেন্ড্রন স্পর্শ করে যায় ভোরের স্নিগ্ধ আলো।

যার পরিধি কেবল অফিস থেকে বাসা সে কি করে এমন বিস্তীর্ন জলাশয়ের নাগাল পেতে পারে ;

জানি , এ জানতে চাওয়া কেবল প্রহোসন নিজের সাথেই ।

ঞ্জানের ভান্ডার জমিয়ে রেখেছি-ঋতূপর্ন আর অপর্না সেনে ,

বিশালাকার হিমালয় এই জীবনে দেখা হয়নি কোন দিন।

অন্দরমোহলে শুয়ে নায়াগ্রার জল প্রপাতে ভাসতে চাওয়া বোকামী ছাড়া আর কি ;

তবু আমি ভেসে যেতে থাকি ...

নাগাল পাবোনা জেনেও হাত বাড়িয়ে রেখে দেই দূরের কোন সূর্যাস্তের আশায়।।









--

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি সত্যিই অবাক হয়েছি। কতটা অভিজ্ঞতা কিংবা প্রতিভা থাকলে অতি সাধারণ বিষয়গুলো নিয়ে এতো অসাধারণ কিছু লেখা যায়। আর একবার মুগ্ধতা জানাচ্ছি।
কিছু টাইপো আছে।
সাগড় - সাগর
ঞ্জান - জ্ঞান
ভালো থাকুন। আর লিখে চলুন অনবদ্য সব লেখা। যা পাঠে যেন মুগ্ধ হই বারবার। +

২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি সত্যিই অবাক হয়েছি। কতটা অভিজ্ঞতা কিংবা প্রতিভা থাকলে অতি সাধারণ বিষয়গুলো নিয়ে এতো অসাধারণ কিছু লেখা যায়। আর একবার মুগ্ধতা জানাচ্ছি।
কিছু টাইপো আছে।
সাগড় - সাগর
ঞ্জান - জ্ঞান
ভালো থাকুন। আর লিখে চলুন অনবদ্য সব লেখা। যা পাঠে যেন মুগ্ধ হই বারবার। +

৩| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:২৯

রোদেলা বলেছেন: লেখা নিয়ে আমার ভীষন বাজে অভ্যেস আছে,লেখা শেষ করে পড়েও দেখিনা কি লিখলাম।
এভাবে যে কতো শব্দের বানান ভুল হয়,মাত্রা ভুল হয়ে যায়।
প্রুফ দেখা খুব বিরক্তিকর।তাই আলসেমী পেয়ে বসে।
এই হাবি জাবি লেখা রাজপুত্রের ভালো লেগেছে জেনে আমারি অবাক লাগছে।


--

৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু এরকম একটা হাবিজাবি লেখার ইচ্ছা রাখি। আর ভালো লাগা কিন্তু আপেক্ষিক। তীব্রভাবে। ভালো থাকবেন।

০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:১৮

রোদেলা বলেছেন: বুঝলুম ভাই।

৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:১২

এম এম করিম বলেছেন: আপনার গদ্য বেশ ভালো লাগে।

ভালো থাকুন, লিখতে থাকুন।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:২৫

রোদেলা বলেছেন: বুঝছি ভাই,এই পদ্য ভালো লাগে নাই। :((

৬| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪৫

এম এম করিম বলেছেন: হা হা, আপনার গদ্য পড়ে এই হাল!!!
গদ্য-পদ্য মিলে মিশে এক - ঠিক জীবনের মতো।

কবিতায় বরাবরই কাঁচা। এইবার কিন্তু ঠিকই বুঝছি।

০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:১৯

রোদেলা বলেছেন: হায় হায় সব বুইঝালসেন,এখন কি হবে। B-)

৭| ০২ রা মার্চ, ২০১৫ ভোর ৪:০৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভূগোলে ছিলেন কাঁচা আর অংকে ছিলেন পাকা। অথচ ভালোবাসার অংক তথা জীবনের অংক ভুল করে এখন ভূগোলের চক্করে পড়েছেন। বিরহের ভিন্ন ধরণের উপস্থাপনা ভালো লাগলো রোদেলা। শুভ কামনা রইলো।

০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:২১

রোদেলা বলেছেন: অনেক দিন পর বিদ্রোহী বাঙালি আসিয়া পূর্বাপর বিশ্লেষন করিলেন।আমি জানি,আপনি ঠিকি কবিতার মোড় ধরতে পারবেন।শুভেচ্ছা।

৮| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

৯| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: গদ্য কিংবা পদ্য যাই হোক, আমার ভালো লেগেছে

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:০০

রোদেলা বলেছেন: ধন্যবাদ ।গদ্য না পদ্য আমিও কনফিউজড।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৩১

শায়মা বলেছেন: খুব সুন্দর আপু।

অনেক ভালো লাগা।

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩১

রোদেলা বলেছেন: ধন্যবাদ শায়মা।

১১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৮

মায়াবী রূপকথা বলেছেন: খুব সুন্দর আপু। ভালোলাগা রইলো।

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

রোদেলা বলেছেন: ধন্যবাদ মায়াবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.