নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

পরান মাঝি-তুই বৈঠা থামা।।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৩



মাঝি ,তুই বৈঠা থামা ;
আমি ঘাটের জলে ডুইবা মরতে চাই ।
মাঝ দড়িয়ার ঢেউয়ের নাচে বসন সমেত ভাইসা যাইতে চাই ,
পরান মাঝিরে, তুই বৈঠা থামা ।
বুক কাঁপি যায় জ্বারে ,এ জ্বার আসে ডাঙ্গায় বাঁধা অচিন কোন ঘরে ।
অমাবশ্যায় বসন কাঁপে ,কাপলো দড়িয়ার জল ;
আমার গতর-তোরি গতর নামলো নদের ঢল ।
তোর সোদা গন্ধে ভইরা গেসাল অংগ জরা জ্বরে ;
এখন কিবা এমন কইরা বুক কাঁপে মোর ডরে ।
মাঝি তুই বৈঠা থামা, গাঙ্গের জলে কার জানি ছায়া পিছন করে ,
সুঠাম বাহু আলগা করতেও ভয় লাগে তোর বুঝি ,
ওই খানে আর আমি নাইরে ,আছে আরেক পরী ;
তার শইল্যের গন্ধ আইস্যা আমার নাকে লাগে ,
কইলজ্যা পুইড়া যায়রে মাঝি ,কয়লা হয় এই মাটি ।
দেহের জ্বারে মনের জ্বারে একাকার হই আমি ।
পরান মাঝি-তুই বৈঠা নিয়া চইলা যা উজানে ;
তোর জন্যে বইস্যা আছে হুর পরী ওই ঘাটে ।
গলগলাইয়া চান্দের আলোয় আমার গতর ভাসে –
ভাটির টানে মরন যদি আবার ফিরা আসে ,
মাঝি ,তুই বৈঠা থামা ।গাঙ যে আমায় ডাকে।।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর বিষাদী কবিতা ।

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৪

রোদেলা বলেছেন: বিষাদেই কবিতার মুক্তি।

২| ০৭ ই মার্চ, ২০১৫ ভোর ৬:২১

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতার মাঝির ঘাটের অভাব নাই। সব ঘাটেই এরা নাও ভিড়ায়। বাড়ির ঘাটে এসে এদের দেবার আর কিছুই থাকে না। নৌকা আর বৈঠাই যেন সাড়। প্রাণহীন।

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫

রোদেলা বলেছেন: ঘাটের মাঝি বৈঠা টানে শত ঘাটে ঘাটে ;
তার বীহনে পরান সখীর চোখের জলে কাটে ।

৩| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৬

সুমন কর বলেছেন: সুন্দর !

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৬

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫০

রোদেলা বলেছেন: মন খারাপ কেন রাজপুত্র ?

৫| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখক বলেছেন: বিষাদেই কবিতার মুক্তি।


কবিতাকে মুক্ত করে দিলাম।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৬

রোদেলা বলেছেন: :)

৬| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

ফা হিম বলেছেন: গাঙ যে আমায় ডাকে।।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৮

রোদেলা বলেছেন: ভাটির টানে কেমনে ফিরা যাই ..

৭| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা না, আবহমান বাংলার গানের লিরিকের মত লাগলো।

ভালোলাগা রইলো।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:২০

রোদেলা বলেছেন: ফোক গান কোরতে পারলে ভাল লাগতো ।

৮| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর ।

বাউল সুরে টান দিলে ভাল লাগবে মনে হচ্ছে ।

৯| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৬

চন্দনপাল০২৩ বলেছেন: ভালো লাগল

১০| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৯

এম এম করিম বলেছেন: চমৎকার!
খুব ভালো লাগলো।

১১| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.