![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
যখন আমি বইয়ের ঝোলা কাঁধে পাঠশালার পথে
তুমি তখন মায়ের হাত ধরে বাড়ী বাড়ী ছুটা কাজে ব্যস্ত।
১০ বছরেই আমি কি চমৎকার লিখতে পারি ,পড়তে পারি ;
ঐ বয়সেই তুমি বুঝে গেছ -গতর না খাটালে তোমার মুক্তি নেই।
যৌবন আসবার আগেই তুমি স্বাক্ষ্মী হয়েছ ভয়ংকর কিছু ঘটনার;
ডিসের বদৌলতে আমি উপভোগ করেছি-নর ও নারীর মাখামাখি ,
স্পর্শ করেনি কিছুই।
তুমিও ভালোবেসেছিলে ,সে তোমার সবটুকু শুধা চুষে নিয়ে ছুঁড়ে ফেলেছে
আখের ছোবড়ার মতোন ,
আমার ভলোবাসা বিছানায় না যেতে পেরে এখন অন্য নারীতে মত্ত ।
শিক্ষা আমাকে কি দিয়েছে বলো ,ড্রয়ার ভরা সার্টিফিকেট !
তুমিও সকাল হোতেই বাসন মাজো,আমিওতো তাই;
ব্যবধান কেবল একটাই -তুমি খাটো অন্যের বাড়ী হাজার টাকায়,
আমি ঘামি নিজ বাড়ীতে বিনা পয়সায়।
তোমার গায়ে হলুদ ছোঁয়াবার আগেই শ্বশুর মশাই গুনে নিয়েছিলেন
পন্চাশ হাজার টাকা,
আমার পানচিনিতেই ও বাড়ীতে পৌঁছে গছে এল সি ডি আর প্রিমিও ।
এখানেই কি আমি আর তুমিতে এক হয়ে যাই !!!
তোমার স্বামী গায়ে হাত দিলে চিৎকার করে কাঁদো ,
আমার স্বামী মেরে ফেললেও চুপ করেই থাকি ।
আমার আছে ভদ্র সমাজ ,আলমারী ভরা ডিগ্রী ;
আর আছে ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চার ভবিষ্যৎ।
তুমিতো ইচ্ছে করলেই পারো এ বাড়ী ছেড়ে ও বাড়ীতে যেতে ,
আমার কোন অনুদান নেই ,বিনে মাইনের গৃহ শিক্ষিকা আর
ব্যবস্হাপকের চাকরীটা ভালোই করছি ।
তবু প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড়ালেই শুধু তোমাকেই দেখে চলেছি ।
(রি-পোসট)
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২
রোদেলা বলেছেন: ধন্যবাদ,আপনার নিকটা সুন্দর।
২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:১০
মনিরা সুলতানা বলেছেন:
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২
রোদেলা বলেছেন: মন খারাপ কেন মনিরা ?
৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৩
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪১
বাংলার জমিদার রিফাত বলেছেন: অস্থির!
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৩
রোদেলা বলেছেন: আমিও অস্থির।
৫| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:২৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: অধিকারের প্রশ্ন যখন আসে তখন উঁচু তলার আর নিচু তলার নারীর মধ্যে আসলেই কোন পার্থক্য নাই। সব যেন এক কাতারে দাঁড়ানো। কবিতা মেসেজটা ভালো দিয়েছেন রোদেলা। ভালো লাগলো।
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৪
রোদেলা বলেছেন: সব তলার নারীদের একটাই পরিচয় –নারী ।
তারপরো নারী হয়ে বেঁচে থাকাটা খুব বেশী আনন্দের।
৬| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: অধিকারের প্রশ্নে আসলে বাংলার সব নারীর স্থান একই
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৫
রোদেলা বলেছেন: সব তলার নারীদের একটাই পরিচয় –নারী ।
তারপরো নারী হয়ে বেঁচে থাকাটা খুব বেশী আনন্দের।
৭| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিদারুণ কষ্টের থেকেই যে কবিতার জন্ম তা স্পষ্ট। কবিতাটি পড়তে পড়তে আবেগ ভালোবাসাকে বড় মিস করছিলাম। খুঁজে পেলাম না। কবিতা জুড়ে ছুড়ে দেওয়া হয়েছে কটাক্ষ। অধিকার সম্যন্ধীয় চিরায়ত এক প্রশ্ন। জাতি স্বাধীন হয়েছে কিন্তু নারী না।
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৫
রোদেলা বলেছেন: জাতি স্বাধীন হয়েছে কিন্তু নারী না ।
এটাই সত্য।
৮| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩
বিদগ্ধ বলেছেন: রিপোস্ট না হলে এত সুন্দর লেখাটি পড়তে পারতাম না। ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৬
রোদেলা বলেছেন: এই লেখাটা আগের,নতুন ব্লগারদের সাথে পরিচিত হতে দিয়েছি।ধন্যবাদ।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭
তাহসিনুল ইসলাম বলেছেন: কবিতা পড়তে ধরে মাঝপথে এসে মনে হলো আগেও পড়েছি।
পড়া শেষে কমেন্ট করতে এসে দেখলাম আগেও কমেন্ট করেছি।
কবিতাটা আসলেই চমৎকার
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৯
শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর লিখছেন। ভালোলাগা রইলো।