নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

জয়িতা //

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩


রঙ ছড়ানো ভাবনা গুলো ঘুরছে কেবল পিছে,
ভাবছো বুঝি চিন্তিত আজ সবটা গেলো মিছে ?
পাড় হয়েছি অনেকটা পথ যুদ্ধজয়ের নেশায় ;
বলতে পারি হাস্যলয়ে শুদ্ধ আমার পেশায় ।
পথের কিছু বাকী আছে ,যাবো বহু দূরে ;
বিশ্বাসী সব বন্ধু আমার থাকুক ভুবন জুড়ে ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: রঙ ছড়ানো ভাবনা গুলো ঘুরছে কেবল পিছে,
ভাবছো বুঝি চিন্তিত আজ সবটা গেলো মিছে ?



ভাবছো বুঝি চিন্তিত ভেবে সবটা গেলো মিছে ? হলে কেমন হয় কবি । ভাল হয়েছে আপনার সংক্ষিপ্ত কবিতা ।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:১২

রোদেলা বলেছেন: ছন্দে ছন্দে ছন্দপতন।

২| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছোট কবিতা !! কিন্তু খুবই সুন্দর

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৪

রোদেলা বলেছেন: ধন্যবাদ লায়লা।

৩| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:১২

হাসান মাহবুব বলেছেন: ++

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৬

রোদেলা বলেছেন: :)

৪| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো।
:) +

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৭

রোদেলা বলেছেন: :)

৫| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪২

আরণ্যক রাখাল বলেছেন: ভাল

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ ।

৬| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: নিষ্ঠার সহিত একাগ্রচিত্তে কোন কাজে লেগে থাকলে সাফল্য আসতে বাধ্য। শুভ কামনা রইলো রোদেলা।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

রোদেলা বলেছেন: সেই বিশ্বাস নিয়েই এখনো বেঁচে আছি বিদ্রোহী বাঙ্গালী ।

৭| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৭

বিদগ্ধ বলেছেন: ভিতরে বাহিরে ছন্দ। মুগ্ধতা!

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

রোদেলা বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ।

৮| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৪

দীপংকর চন্দ বলেছেন: রঙ ছড়ানো ভাবনা গুলো ঘুরছে কেবল পিছে

রঙিন ভাবনায় ভালো লাগা অনেক।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬

রোদেলা বলেছেন: ভালো লাগা নিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.