![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
কাকে বলি –আমার ভীষন ক্লান্ত লাগে ;
উঁচু উঁচু সিঁড়ি ভাংতে এই বয়সে ক্লান্ত লাগে ।
কাকে বলি-শাড়ির আঁচল জড়িয়ে গেছে চোড়া কাঁটায় ;
ছাড়িয়ে দাও ,পায়ে বড্ড ব্যথা লাগছে।
কাকে বলি-ওই যে দেখো দূর আকাশে সূর্য ডোবে ;
অস্তমিত রোদের হাসি কি অকারন নির্জনতায় মিলিয়ে যায় ,
রাঙা আলোর গোধুলী রঙ বুকের মাঝে কাঁপন তোলে।
কাকে বলি-আমার ভীষন ঘুম পাচ্ছে;
মাথার কাছে জ্বলতে থাকা নিয়ন বাতি নিভিয়ে দাও ,
না হয় একটু পাশে বোসো, চুলের মধ্যে এলোমেলো বুনন কাটো ।
কাকে বলি-রেশমী চুড়ি খুলতে গিয়ে বা’হাতের বুড়ো আঙ্গুল কেঁটে গেছে ;
এখানেতো সেভলন নেই ,পাশেই বুঝি দোকান আছে ;
ওখান থেকেই কিনতে পারো ,
এজমাসলো মনে করে নিয়ে এসো ।
আমার ভীষন ক্লান্ত লাগে ;
দূর আকাশের নীল তারাটা আমার মতোই একলা জাগে ।
দিন ফুরিয়ে রাত্রি এসে চুপিসারে বলতে থাকে- ঘুমিয়ে থাকো ;
তোমার সকল আবদারেরা ফাগুন হাওয়ার ঘুর্নিপাকে
অহর্নিশি নিজের কাছেই ফিরে আসে।।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:০১
রোদেলা বলেছেন: কথা সত্য,কিন্তু হাসি মুখে কে কবে কটা পদ্য লিখেছে বলুন।সুখের কথা ভাবতে গেলে আর লেখাই বের হয় না।কি আর করা।
২| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৬
দীপংকর চন্দ বলেছেন: অস্তমিত রোদের হাসি কি অকারন নির্জনতায় মিলিয়ে যায় ,
অনুভূতির অনবদ্য প্রকাশ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:১০
রোদেলা বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ।
৩| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: আর পারি না, অার পারি না
অামার ভীষণ ক্লান্ত লাগে
অার জমে না, আর জমে না
রঙিন স্বপ্ন মনের মাঝে ......গানটি মনে পড়ে গেল।
কবিতা ভাল লাগল।
কিছু টাইপো আছে।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:১৪
রোদেলা বলেছেন: িংক টা দিলে আমিওতো একটু শুনতে পেতাম।আমার অনেক বানান ভুল হয়।কিচ্ছু করার নাই।ধন্যবাদ সুমন কর।
৪| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ২:৫৪
শিপন মোল্লা বলেছেন: ভাল লাগলো। রফিক আজাদের ছায়া আছে কবিতায়।
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
রোদেলা বলেছেন: তাই নাকি?আমি তবে অনেক গর্বিত।ধন্যবাদ।
৫| ১৩ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৫৬
নাসরিন চৌধুরী বলেছেন: হুম বুকের ভেতরটা নাড়া দিয়ে গেল
লেখাটি কিন্তু ভাল লিখেছেন আপু।
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
৬| ১৩ ই মার্চ, ২০১৫ ভোর ৫:৫২
বিদ্রোহী বাঙালি বলেছেন: অযাচিত আবদারের মাঝে না পাওয়ার বেদনাই যেন দোলা দিয়ে গেলো। ভালো লিখেছেন রোদেলা। বুকের গভীর ক্ষত থেকে উঠে আসা পঙক্তিমালা যেন। শুভ কামনা রইলো।
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০০
রোদেলা বলেছেন: আপনি সব সময়ি সুক্ষ্ব ব্যাপারটি ধরে ফেলেন,কেমনে কি বিক্রমপুরের পুলা।
৭| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর| ভাল লেগেছে কবিতা
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০১
রোদেলা বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল।
৮| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক বার পড়লাম
মন ছুয়ে গেল..
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩
রোদেলা বলেছেন: এই লেখাটার জন্যে চরম ভাবে কষ্ট পেতে হয়েছে আমাকে,সে গল্প আর একদিন করবো।তোমার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
৯| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪
হাসান মাহবুব বলেছেন: কবিতা পড়ে আমারও অনেকটা আপনার মতই অনুভূতি হলো। ভালো লাগলো অনেক।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪০
রোদেলা বলেছেন: তাই মাহবুব ভাই,আপ্নার অনুভূতি মানেইতো চমৎকার এক গল্প।অপেক্ষায় থাক্লাম।সময় পেলেই পড়ে ফেলবো।লিখে রাখুন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৪
একটু স্বপ্ন বলেছেন: আহা এত কান্না কেন আপু? বেদনাটুকু তো স্পর্শ করে ফেলল..

তবে জীবনতো হাসিমুখেও এসেছে আপনার কাছে, তাইনা, সেগুলো ভাবুনতো..
সুন্দর কবিতা