![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
আমার একটা চাকরী দরকার ;
নয় -টা পাঁচ -টা নয় ,
হাফ টাইমো না ,
একদম চব্বিশ ঘন্টার ফুল টাইম চাকরী।
যদিও আমার তেমন কোন জব এক্সপেরিয়েন্স নেই ;
তবু দেখবেন সকাল সকাল নাস্তাটা ঠিকি পেয়ে যাবেন ডায়নিং টেবিলে।
টাইয়ের নটটা যদি না বাঁধতে পারেন তাহলে আলতো করে আওয়াজ দিয়েন,
যথাসময়ে পৌঁছে যাবো,
ইউটিউব থেকে ওটা আমি ভালোই রপ্ত করেছি।
তবে হ্যাঁ,আমায় যদি জব কনফার্মেশন করেন
তবে আর কুক রাখতে হবে না তা বলতে পারছি নিশ্চিত।
সবাই বলে আমি নাকি রাঁধতে পারি দারুন।
গনিতের ওপর এম এস সি করাই আছে ;
আপনাকে আর ছুটির দিনে বাজারে না গেলেও চলবে,
গুনে গুনে সঠিক দামে পেঁয়াজ-রসুন ঠিকি কিনতে পারবো।
আমার কিন্তু ফুল টাইমই চাকরী দরকার;
একদম ২৪ ঘন্টাই ।
হাফ ডে বা ফ্রী ল্যান্সার নয় ;
কখনো যদি মাথা ধরে যায় হাজার কাজের চাপে,
একটা কেবল মিস কল দিয়েন ;
দেখবেন মাথার ম্যাসেজটাও আমি কি দারুন করতে পা্রি-
চোখের পাপড়ি জুরে ঘুম নেমে আসবে নিমিষে ।
মাসিক স্যালারী নিয়ে ভাবছেন ?
না কোন কাগজের টুকরোর প্রয়োজন নেই আমার ।
মাস গেলে কেবল একটি বাংলা সিনেমা হলেও চলবে ,
আর যদি একটু সময় বাঁচাতে পারেন ব্যস্ত জীবন থেকে;
তবে নিয়ে যাবেন সমুদ্র গাহনে যেখানে গোধূলীরা নির্জনে হেসে ওঠে ।
বোনাস কিন্তু দিতে হবে বছর ঘুরে দু”বার ,
না না, কোন পূজোয় বা রোযায় নয়।
পয়লা ফাল্গুন আর বৈশাখের প্রথম দিন দুটো রঙ্গীন শাড়ী।
ভাবছেন,আপনি ঘুমিয়ে গেলে বাকী আট ঘন্টা আমার কি কাজ ?
আছে,রাত্রি জেগে কেবল মশা পাহারা দেবো,
জানেনিতো এই শহরে আবর্জনার যা স্তূপ।
মশারীতে নিশ্চই ঘুম আসেনা এক দমই,
আর কয়েল ? ওটা স্বাস্থ্যের জন্যে বড়ই অপকারী ;
তাহলে চাকরীটা আমি পেয়ে যাচ্ছি নিশ্চই।
একদম ঝামেলা মুক্ত একটি ডেজিগনেশন বিহীন ফুলটাইম চাকরী ।
-------------------------------------------------------------------
একখানা চা্কুরী চাহিয়া আবেদন লিখিতে যাইয়া ইহা আমি কি লিখিলাম।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৬
রোদেলা বলেছেন: ইশ বিরাট মিস খাইলাম.।।
২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: এরকম চাকুরী প্রার্থি হলে তো ভালই ছিল ।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৭
রোদেলা বলেছেন: এইরাম পাইতে কার না ভালো লাগে .।
৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৬
হতাস৮৮ বলেছেন:
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৮
রোদেলা বলেছেন: সব দাঁত বের হইয়া গেছে।
৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: স্যাটায়ার হিসাবে দারুণ লিখেছেন রোদেলা। এতো সব যোগ্যতা থাকার পরও কোনো কোনো নারী কখনো কখনো একজন যোগ্য স্বামী পায় না, যার বুকে তার স্ত্রীর জন্য নির্মল ভালোবাসা থাকে। এটা খুবই পরিতাপের বিষয়। সমাজ থেকে নারীদের প্রতি এই বৈষম্যের অবসান হোক সেটাই কাম্য। খুব ভালো লাগলো রোদেলা।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৯
রোদেলা বলেছেন: খাপে খাপ মিলে গেলেতো এই স্যাটায়ারের জন্ম হতোনা,বিধাতা কাউকে বাঁচিয়ে রাখেন কেবল হা পিত্তেশ করবারব জন্যে,আমি না হয় সেই দলেই নাম লেখালাম।ভালো থাকুন নিরন্তর।
৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ রসালো চাকুরির আবেদনপত্র
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১০
রোদেলা বলেছেন: হুম,মাঝে মধ্যে রসের চাকরিও লাগে।
৬| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৩
কলাবাগান১ বলেছেন: চমকে উঠে ক্যালান্ডার টা দেখলাম... মনে করেছিলাম ১৯১৫ সন এখন ..... ২০১৫ না
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১১
রোদেলা বলেছেন: সব ঠিক আছে,দোষ হইসে আমার মাথায়।
৭| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১
আরণ্যক রাখাল বলেছেন: oPs
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১১
রোদেলা বলেছেন: ঊফস
৮| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৭
মনিরা সুলতানা বলেছেন:
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১১
রোদেলা বলেছেন: ধন্য।
৯| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১০
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে অনেক। ++
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২
রোদেলা বলেছেন: খুশি হলাম।
১০| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৪
সাদাসিধা মানুষ বলেছেন: ঝাড়ু ঝাড়ু ঝাড়ু ঝাড়ু ! ঝাড়ু ছারা আর কিছুই জুটবে না মোর কপালে এ আমি জানি বেশ!...
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩০
রোদেলা বলেছেন: কি হইলো ?????????
১১| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩১
রোদেলা বলেছেন: ধন্যবাদ ।
১২| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: আহারে .....
চাকরি পাইলে মিস্টি খাওয়াইয়েন
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩১
রোদেলা বলেছেন: মিলাদ দিমু মিলাদ।।
১৩| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
২০ শে মার্চ, ২০১৫ রাত ১২:২০
রোদেলা বলেছেন: রাজপুত্তুর এতো খুশী কেন?
১৪| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:১০
আবু শাকিল বলেছেন: ফেসবুকে পড়েছি।এখানে কমেন্টস করে গেলাম
মজার করে লিখেছেন।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১২:২১
রোদেলা বলেছেন: দুই বার পড়ার জরিমানা দিয়ে ফেলেন প্লিজ।
১৫| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩২
ইষ্টিকুটুম বলেছেন: ভালোই লিখেছো, সিক্সটিন।
২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৯
রোদেলা বলেছেন: হুম,সিক্সটিন।ধন্যবাদ।
১৬| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৩
ভূতের কেচ্ছা বলেছেন:
=p চাকুরী গ্রাহীতাকে কী পরিমান বেতন দিতে হবে?
২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫০
রোদেলা বলেছেন: বেতন দেওয়া লাগবে না,খালি বোনাস দরকার।আর তিন বেলা খাওন দিলেই চলবো।
১৭| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪
হাসান মাহবুব বলেছেন: পুরুষতান্ত্রিক সমাজকে তীব্র আঘাত করা স্যাটায়ার কবিতা। চমৎকার এর অন্তর্নিহিত বক্তব্য।
১৮| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৫
আহমেদ জী এস বলেছেন: রোদেলা ,
অতি নির্মম সুন্দর একটি আবেদনপত্র । হাসান মাহবুবের সাথে একমত হয়ে বলি - পুরুষতান্ত্রিক সমাজের মুখে একটা চপেটাঘাত । এ্কই সাথে একজন নারীর দিনকালের করুন আলেখ্য । এরকম একটা ফুলটাইম চাকরীর আবেদনপত্র কিন্তু এ সমাজে অন্যভাবে লেখা হয় । “কাবিননামা” যার নাম । আবেদনপত্র নারীকে নিজের হাতে লিখতে হয়না । কেবল সই করতে হয় “কবুল” বলে । আর এত্তো এতো কাজের মজুরী হিসেবে লেখা থাকে – “ খোরপোষ – ভদ্রজনোচিত “ ।
আপনার এই আবেদনপত্রখানি দেখে আর একটি আবেদনপত্রের কথা মনে পড়ে গেলো । আমার নিজেরই একটি সংকলিত পোষ্ট । প্রাসঙ্গিক নয় , তবুও আপনার মতো আজব দেখে নীচে তার লিংক দিলুম --
জবর একখান “জব এ্যাপ্লিকেশান”... আপনিও শিখুন কাজে লাগবে...
১৭ ই জুলাই, ২০১১
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29414680
শুভেচ্ছান্তে ।
১৯| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
তাপস কুমার দে বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসরে...............
আমার .. পোষ্ট ভ্যাকেন্ট অবস্থায় এই আবেদন পত্র পাইলাম না কেনু
আমি যে এমন চাকুরী প্রার্থীরই সন্ধানে ছিলুম!