নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

জানি ,আমাকে তোমার প্রয়োজন ছিলনা।

২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:০১

আমাকে তোমার প্রয়োজন ছিলনা –

বুঝতে পেরেছিলাম , তুমি মুখ দিয়ে উচ্চারন কোরবার অনেক আগেই।

আমি ছিলাম তোমার শোবার ঘরের সুদৃশ্য পারফিউম ,

কখনো ছিলাম ড্রইং রুমের সুস্বজ্জিত আসবাব ।

আমাকে তোমার প্রয়োজন ছিলনা –

বুঝেছিলাম তুমি বোঝানোর অনেক আগেই।

আমি শুধুই ছিলাম স্কুল গোইং বাচ্চার মা ,

নাইট পার্টির সমঝদার কুক ;

মাঝে মধ্যে শরীর ঠান্ডা করার বিশুদ্ধ নোনাজল।

যে জল ইচ্ছে করলেই অন্য কারো হাতের নাগালে যেতে পারে না ,

এমন সুরক্ষিত জলাসয় ছাড়তেও চাইছিলেনা –তুমি ।

কিন্তু এও সত্য আমাকে তোমার প্রয়োজন ছিল না একদমই।

তোমার কঠোর শাসন থেকে বেরুবার পথ আমার জানা ছিলনা,

শুধু পরিচিত হতাম নিজের প্রয়োজনের সাথে ।

আমি বুঝি খুব স্বার্থপর ছিলাম ;

কিছুতেই হতে চাচ্ছিলাম না কারো ঘরের শোভা,

কারোবা হোম টিউটর কিংবা জমকালো উৎসবে প্লাস্টিক মার্কা হাসি ।

যে লেখা তোমার ঘোর শত্রু ছিল একদিন ;

সেই লেখাই আমার মনের ক্ষুধা মেটায় ,কখনোবা পেটের।

এখন আমার তোমাকে কোন প্রয়োজন পড়ে না ;

এখন পার্সের পকেট গলিয়ে ইচ্ছেমতো খরচ করি আমি ,

এখন ইচ্ছে হলেই এরোপ্লেনে উঠে বসি, সাগরপাড়ের ঢেউ গুনি।

এখন আর আমি শুধুই কারো মা নই,

কারো স্ত্রীর খেতাব বয়ে বেড়াতে হয় না।

এখন আমি কেবল আমাকেই দেখতে পাই চারদিকে।

তবে কেন এতো নস্তালজিক হয়ে ওঠা প্রতিদিন ?

কেন এমন করে পেছন পানে ফিরে চাওয়া ?

নাকি এই মানুষ মানুষ জীবনটাকেই বড্ড বেশি ভাড়ি ঠেকছে আমার ;

আবার কি কেবল নারী হয়ে ওঠার ইচ্ছেটা বুকের ভেতর আঁকিবুকি করছে ?

বারবার নিজের সাথে নিজেই যুদ্ধ করি-

কি নেই আমার ?

তোমার অনুরোধ, হাজার টাকার ডলার ,সন্তানের ভবিষ্যৎ কোন কিছুর তোয়াক্কা করিনি আমি ,

তবে কেন এই পুনর্বার নারী হবার ইচ্ছে আমার ?

জানি ,আজো কারো প্রয়োজন নেই আমাকে ,

আমারো কাউকেই নয়।

নয়টা পাঁচটার জীবনটাকেই বেছে নিয়েছি আমি ।

তারপরো কেন এই বিষন্ন হয়ে থাকা ?

কেন কবির মনে শেকল পড়াই আমি ?

কেন ভুলে যাই কবিতাকে খাঁচায় বাঁধতে নেই।

----------------------------------------------------------------------

এই একটা কবিতা লিখতেই ভাত পুইড়া শেষ,এখনোতো গল্প লেখাই বাকী।তখন কি খাইয়া বাঁচুম।।

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার অনুভূতির লেখা রোদেলা আপু ।

কিছু মনে করবেন না , কয়েকটা লাইনে কিছু বানানে সমস্যা হয়েছে , একটু পড়ে দেখুন ।

শুভেচ্ছা কবি

২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৮

রোদেলা বলেছেন: অভ্রতে একটানে লিখি,পরে আর ঠিক করতে ইচ্ছে করে না।
কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৩

টুম্পা মনি বলেছেন: সম্ভবত আমাদের সমাজের বেশির ভাগ নারীদের জীবনের প্রতিচ্ছবি। :( :(

খুব সুন্দর কবিতা।

২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৫

রোদেলা বলেছেন: ঠিক তাই টুম্পা মনি।

৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৬

কলমের কালি শেষ বলেছেন: বেশ অভিমানী অনুভূতি । চমৎকারভাবে ফুটে উঠেছে নারীদের অনুভূতি ।

+++

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৩

রোদেলা বলেছেন: চেষ্টা করেছ,কতোটুকু পেরেছি –জানিনা।ধন্যবাদ।

৪| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে মন খারাপ আপু।

বাস্তবতা সবসময়ই কষ্টদায়ক। পুরো কবিতা জুড়েই মুগ্ধতা। তবে
/এমন সুরক্ষিত জলাসয় ছাড়তেও চাইছিলেনা –তুমি ।/

অসাধারণ।
++

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৫

রোদেলা বলেছেন: পুরুষ তার স্ত্রীকে নিজের ব্যবহারিক পন্য মনে করে তাই বোঝাতে চাইছিলুম,তাই বলে আমাকে নারীবাদী ভেবে বসনা যেন।

৫| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৫

জেন রসি বলেছেন: মন খারাপ করা কবিতা।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৬

রোদেলা বলেছেন: মন খারাপ বলেইতো লিখলাম।

৬| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৯

তুষার কাব্য বলেছেন: এই একটা কবিতা লিখতেই ভাত পুইড়া শেষ :D

হাহাহা আপু , এমন চমৎকার অভিমানী কবিতা লিখতে যেয়ে যদি ২/৪ বার ভাত রান্না করাও লাগেও তাতেও সই :#)

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮

রোদেলা বলেছেন: কে কার অভিমান দেখে ,ভাত পুড়লে খালি আমার কপালটাই পুড়ে মাঝখান থেকে।

৭| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: কি বলব আপনার লেখা ...
সব সময় ঝর ঝরে হয় পড়তে ভাল লাগে ...

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩০

রোদেলা বলেছেন: অনেক ভালো লাগলো মনিরা সুলতানা।

৮| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:২২

ডি মুন বলেছেন: তুষার কাব্য বলেছেন: এই একটা কবিতা লিখতেই ভাত পুইড়া শেষ :D

হাহাহা আপু , এমন চমৎকার অভিমানী কবিতা লিখতে যেয়ে যদি ২/৪ বার ভাত রান্না করাও লাগেও তাতেও সই


-- হা হা হা তুষার ভাই একদম ঠিক বলেছেন।


পঞ্চম ভালোলাগা ++++
চমৎকার একটি কবিতা।

এখন আমি কেবল আমাকেই দেখতে পাই চারদিকে।
তবে কেন এতো নস্তালজিক হয়ে ওঠা প্রতিদিন ?


কবিতার শেষদিকের প্রশ্নগুলোর উত্তর বোধকরি পুরোপুরি পাওয়া যায়না কখনো। মানুষ আদতেই অতৃপ্ত কোনো প্রাণির নাম। অথবা অন্যকথায়, অতৃপ্তি মানুষকে বাঁচিয়ে রেখেছে।

শুভেচ্ছা সতত।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৩

রোদেলা বলেছেন: আপনার শেষ লাইনটা ধরেই বলছি-অতৃপ্তি না হলে অভিমান হতো না,আমার ভাত আজ পুড়তো না।খুব ভালো থাকুন।শুভ কামনা।

৯| ২৩ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: নারী পুরুষ সবার ক্ষেত্রেই একাকীত্বটা বড় যন্ত্রণাময়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো একাকী থাকা যায়, তারপর ঠিকই মন নিজের অজান্তে সঙ্গ খোঁজে ফিরে। এটাই মনুষ্য জীবনের অলিখিত নিয়ম রোদেলা। চাইলেও কেউ অস্বীকার করতে পারবে না। আবার এটাও ঠিক নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দিয়ে, নিজের অস্তিত্ব ভুলে বেঁচে থাকাটাও মাঝে মাঝে নিজেকে অপরাধী করে তোলে।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

রোদেলা বলেছেন: নিজেকে ভেঙ্গে চূড়ে অন্যের মতোন করে দোকলা থাকার শখ হয়নি কোনদিন।তাইতো এই একলা জীবনের ভার বয়ে বেড়ানো,মন্দ না।শুভেচ্ছা জানবেন।

১০| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:০০

জাফরুল মবীন বলেছেন: অর্থপূর্ণ ও বাস্তব চিত্রিত কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৪

রোদেলা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১১| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫০

ঝুলন্ত টিকটিকি বলেছেন: অনেক দিন পরে জাং ধরা মগজটা আনন্দের রসদ পেল, আপনার এই আলতো হাতে লেখা, রসে ভরা কবিতায়। সত্যি অভাবনীয় লেখা আপনার। শুভেচ্ছা রইল।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫

রোদেলা বলেছেন: যাক,আমার এই এলোমেলো লেখা কারও মনেও তাহলে আনন্দের সঞ্চার করলো।ভালো থাকুন নিরন্তর।

১২| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮

সুফিয়া বলেছেন: পুরো কবিতা জুড়ে একটা যন্ত্রণার চিত্র, কষ্টের চিত্র ফুটে উঠেছে। আবার সেই যন্ত্রণাকে ছাপিয়ে ভাল থাকার চেষ্টা।

ভাল লেগেছে কবিতা।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬

রোদেলা বলেছেন: খুব ভালো বললেন সুফিয়া,শুভেচ্ছা সতত।

১৩| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৭

ইখতামিন বলেছেন:
ভালো লাগা রইলো।

‘কোরবার’- ‘করবার’, ‘ভাড়ি’- ‘ভারি’ হতে পারে

ভাত খেয়ে গল্প লিখলে ভাত পোড়ার সম্ভাবনা নেই

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৭

রোদেলা বলেছেন: আমিতো বানানে হেড মাষ্টার ।ভাত খেলে খালি ঘুম পায়,তাই এতো রাতে খাই যে আর লেখার সময় থাকেনা।ধন্যবাদ।

১৪| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৮

আহমেদ জী এস বলেছেন: রোদেলা ,



লেখার পর্দা টেনে দেয়ার পরেরটুকুতে এসে ভাত পুড়ে যাওয়ার মতো নিদারুন একটি বাস্তবের কথা ঠাট্টাচ্ছলে বলে ফেলেছেন । কিন্তু এই ঠাট্টার আড়ালে অজান্তেই আপনার লেখার প্রতিটি লাইনের দীর্ঘশ্বাসের কথাই আপনি বলেছেন, তা কি ভেবে দেখেছেন ?

লেখা হয়তো লেখাই । কিন্তু বক্তব্যটিই সব ছাপিয়ে প্রাধান্য পেয়েে যায় । আপনার লেখায় জীবন সংগ্রামে রত এক নারীর কথাই উঠে এসেছে যে প্রতিকূলতার বিরূদ্ধে দাঁড়িয়ে লড়ে যাচ্ছে নিরন্তর । যে নিষ্পেষনে নারীকে কোনোরকমে দ্বিতীয় পুরুষ করতে পারলেই বিশ্বমানব উত্তম পুরুষ হয়ে ওঠে সে নিষ্পেষনের শেকল ভেঙে নারী হয়তো "Woman" থেকে "Man" হয়ে উঠবেনা কিন্তু ভাত পুড়িয়ে মনের কথাটি লিখে যাবার মতো সাহসী হয়ে উঠবে ।

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯

রোদেলা বলেছেন: আমি প্রায়ি লেখার নীচে একটা ফুট নোট রেখে দেই,এটা করি আমার অভ্যাসবশত।কিন্তু আপনি যেভাবে ভেবেছেন আমি নিজেও অনেক খানি ভাবিনি।আসলে নিজেকে নিয়ে খুব দূর ভাবনারা যায়ও নি কখনো।হয়তো এ ভাবেই ভাত পুড়ে পুড়ে একদিন বড় একটা উপন্যাস লিখতে পারবো,লিখতে পারবো না বলা আরো কিছু কথা।সাথে থাকুন,ভাল থাকুন।

১৫| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: শব্দচয়ন সাদাসিধে, যেন কিছুটা অভাব যত্নের। আপনি এর চেয়ে ঢেঢ় ভালো লেখেন।

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০০

রোদেলা বলেছেন: হুম,হাসান ভাই ।ভাত চুলোয় দিয়ে এর চেয়ে ভালো কিছু আসছিল না।আর বানানে কিছু ঝামেলা থাকেই আমার,এই দায় আগেই স্বীকার করে নিচ্ছি।

১৬| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: মন্তব্য করার সাহস পাচ্ছি না , তবে জীবন সংগ্রামে জয়ী হোন আপনি আর আদ্রি।

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০২

রোদেলা বলেছেন: শুভেচ্ছা নিন,আর দোয়া করুন অদ্রীয়ানার জন্যে।

১৭| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

বিদগ্ধ বলেছেন: বিশেষভাবে দগ্ধ (বিগদ্ধ) হলাম। :(

কবিকে অনেক শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.