![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
এখানে আমি একেবারেই আগুন্তুক ;
সহজ করে বললে অতিথি বলা যেতে পারে ।
এইযে শারি করে রাখা সুগন্ধির স্তূপ ;
এতে কিন্তু কোন অধিকার নেই আমার ।
আমি এখানে নিতান্তই একজন আগন্তুক,
অনেকটা অযাচিতও বলা যেতে পারে ।
থরে থরে সাজানো বুক সেলফের কোন কোনাতেই রোদ্দুরের গল্প হয়তো উঁকি মারছে না,
তবু আমি জানি –রোদ তোমার মস্তিষ্কের ভেতরেই বাস করে অবিরত ।
এখানে নারীর কোন জায়গা নেই , এখানে নীলা শুধুই কবি।
সবুজ চায়ের ধোঁয়া ছড়ানো কাপের মাঝে মিশে আছে তোমার আতিথেয়তা,
নিজের বাগানের পাঁকা ফল খাইয়ে মুগ্ধ করো কবিকে ।
তুমি কবিকে দিতে চাও তার যথাযোগ্য সন্মান,আর কবি হতে চায় কেবলি নারী।
যা কিছু বলবার ছিল –সবটা বলেছি ,বার বার বলেছি।
যা কিছু দেবার ছিল দিতে চেয়েছি, পূনর্বার ফিরে এসেছি।
তোমার চাওয়া আর আমার চাওয়ার মধ্যে যোজন যোজন দূরত্ব ;
একটা জায়গায় কেবল সুর মিলে যায় –যা তুমি ভাবো তা আমি ভাবি।
আর এই অল্প একটু মিলনমালা আমাকে পুনরায় আগ্রহী করে তোলে ;
না না ,ভয় নেই ।আর কোন আক্রমনের পথ বেছে নেবেনা নীলা।
এবার কেবল অপেক্ষা , প্রতীক্ষাও বলতে পারো ;
কারন জীবনের কোন সম্পর্কের কোন সঠিক পরিসমাপ্তি টানতে পারিনি।
তাই বুন্ধুত্বটা থাক,আর নীলা না হয় কবিত্ব নিয়ে তোমার অর্ঘ্য পায়ে ঢালুক ;
ক্ষতি কি ? এক জীবনে সব চাওয়াইযে পূরণ হবে এমনতো কোন মানে নেই।।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৫
রোদেলা বলেছেন: আমিও বুঝতেসিনা ,কি লিখলাম।
২| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
বেলায়েত মাছুম বলেছেন: এক জীবনে সব চাওয়াইযে পূরণ হবে এমনতো কোন মানে নেই
ভাল থাকুন।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৬
রোদেলা বলেছেন: ঠিক তাই ,ধন্যবাদ।
৩| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:১২
মনিরা সুলতানা বলেছেন: সব চাওয়া পূরন হলে জীবন পানসে আপু
ফ্যান্টাসি থাকে না......
সুখ স্বপ্ন বোনার উল কমে যায়...
লেখায় +++
২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৮
রোদেলা বলেছেন: সুখ স্বপ্ন বোনার উল কমে যায়.দারুন বলেছেন।
৪| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দিনে দিনে ভক্ত হয়ে যাচ্ছি আপনার।
দোয়া করবেন যেন কমভক্ত না হই
২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৯
রোদেলা বলেছেন: ওরে সব্বনাশ ,কি কইলেন মইনুল ভাই।বেশি বেশি ভক্ত হন-তাইতো চাই।
৫| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: দিতে চেয়ে দিত না পারাটা আরেক যন্ত্রণার ।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৮
রোদেলা বলেছেন: সেই যন্ত্রনা থেকেই কবিতার উৎপত্তি ,ধন্যবাদ সেলিম ভাই।
৬| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: চাওয়া জীবন পূর্ণতা অপেক্ষা দুরত্য অধিকার। বাস্তবতার সব উপাদানই নিয়ে এসেছেন একই চায়ের পেয়ালায়। আর এক বাস্তবতাকে সাক্ষী করে শুধু তার সুঘ্রাণ নিচ্ছি স্বাদ নেবার ওই যে সেই সক্ষমতা এখনো করায়াত্ব হয় নি।
পারা না পারা আর পাওয়া না পাওয়া ময় লেখা মন ছুঁয়ে গেল।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০০
রোদেলা বলেছেন: পাওয়া না পাওয়ার দোলায় দুলছে সময়,হয়তো এভাবেই চলতে থাকবে ।এতেই জীবনের স্বাদ।ভালো থেকো রাজপুত্র।
৭| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৭
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: ভাল লাগলো।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০০
রোদেলা বলেছেন: খুশি হলাম।
৮| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৭:০৭
সাইলেন্ট পেইন বলেছেন: সব চাওয়া পূর্ণ হলে এই সুন্দর লেখাটা কি আমরা পড়তে পারতাম?
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০১
রোদেলা বলেছেন: তাইতো ,এভাবেতো ভাবিনি।ধন্যবাদ আপনাকে।
৯| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৯
সুফিয়া বলেছেন: যে কোন অপূর্ণতা থেকে বেরিয়ে আসে নানারকম প্রকাশ। তাই তো পেলাম এই কবিতাখানি।
ভাল লাগল।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০২
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ সুফিয়া।
১০| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৩
বিজন রয় বলেছেন: অনেক অনেক ভাল লাগল। গভীর আর অন্তর্ভেদী।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০২
রোদেলা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
১১| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩০
চন্দনপাল০২৩ বলেছেন: মোটামুটি ভালো লাগলো
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
১২| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯
হাসান মাহবুব বলেছেন: ++
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩
রোদেলা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: বুঝিনি| যদিও কিছু কিছু বাক্য ভাল লেগেছে