নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

কবিতার মাঝেই বাস্তবতার সুন্দরতম পরাজয়।।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫০

ভোরের সূর্য দেখনি কোনদিন ;
তুমি কি করে জানবে তানপুরার কান্নার সুর কতোটা করুন হয় ।
শেষ রাতের ফাগুন বৃষ্টিতে কতোটা উত্তাপ ছড়ানো থাকে।
তুমি কোনদিন কবিতার হাত ধরে সমুদ্রে নামোনি ,
মধ্যরাতের নিস্তব্ধ আকাশ কতোটা নিঃসংগ জেগে থাকে পলকহীন চোখে ;
দেখা হয়নি তোমার।
তোমার ঠান্ডা ঘরের হীম শিতল শব্দ ভেদ করে পৌঁছাতে পারেনি ডাহুকের হাহাকার ,
তুমি কি করে জানবে ঝুম বৃষ্টিতে টিনের চালে অবিরাম প্লাবনের মূর্ছনা ?
প্রেয়সীর হাত ধরে কখনো কি নেমেছো হাটুজল শ্রাবনে?
তার কোমরের ভাঁজ ছুঁয়ে দেখেছো কতোটা উন্মাদনা খেলা করে ?
তার কপালেও কি এমন টিপ ছিল –লাল আর সবুজে আঁকা ?
তার ঠোঁট জুরে কি নেমে এসেছিল সীমাহীন আকুলতা ?
তুমি কি কখনো বড় রাস্তার ধারে ছাউনী ঢাকা দোকানে চা খেয়েছো ?
ঘন পাতির আদা চা ,তোমার প্রাতঃরাশের গরম কফির মতোন অভিজাত নয়।
কাসন্দি দিয়ে পেয়ারা খেয়েছো কি কখনো ;
তুমি কি করে বুঝবে তার ঝাঁঝেও রমনীর কপোল বেয়ে টুপ করে বৃষ্টি ঝরে।
তুমি দেখেছো নায়াগ্রার জলপ্রপাত ,দেখেছো ম্যাগডোনালসের বিফ বার্গার ;
এই ছোট্ট ঘরে লবন দিয়ে পান্তা খেতে কেমন লাগে জানা হয়নি কোনদিন।
গোধুলীতো সব প্রান্তেই অস্তমিত হয় ;
তবু কোন কোন সন্ধ্যা ভীষন অন্যরকম,
কোন কোন বিকেল বিষন্ন কুহেলী ,
কোন কোন রাত একলা এলোমেলো ।
তুমি সেই প্রান্ত স্পর্শ করোনি,
তুমি কবিতাতে স্নান করোনি,
তুমি জানতেই পারোনি –
কবিতার মাঝেই বাস্তবতার সুন্দরতম পরাজয়।।


মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০০

আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর...

২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:২১

মনিরা সুলতানা বলেছেন: এদের একজীবন চলে যায় অযথা বিলাসিতায় ।।

কবিতায় ভাললাগা আপু :)

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০০

রোদেলা বলেছেন: অনেকে বুঝতেই পারেনা ছোট ছোট ঘটনায় কতোটা আনন্দ মিশে থাকে।শুভেচ্ছা।

৩| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ৭:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: গোধুলীতো সব প্রান্তেই অস্তমিত হয় ;
তবু কোন কোন সন্ধ্যা ভীষন অন্যরকম,
কোন কোন বিকেল বিষন্ন কুহেলী ,
কোন কোন রাত একলা এলোমেলো ।//

মুগ্ধতা।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০১

রোদেলা বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

৪| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০২

হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪

রোদেলা বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব।

৫| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

বিদগ্ধ বলেছেন:
~~তুমি দেখেছো নায়াগ্রার জলপ্রপাত ,দেখেছো ম্যাগডোনালসের বিফ বার্গার ;
এই ছোট্ট ঘরে লবন দিয়ে পান্তা খেতে কেমন লাগে জানা হয়নি কোনদিন।~~

কবিতায় মুগ্ধ হলাম।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫

রোদেলা বলেছেন: খুব ভালো লাগলো বিদগ্ধ।

৬| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তিনবার পড়লাম, প্রতিবারই মুগ্ধ হলাম

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৬

রোদেলা বলেছেন: তিন বার পড়েছেন,একঘেঁয়ে লাগে্নি ?মুগ্ধ হলাম লায়লা।

৭| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: তুমি সেই প্রান্ত স্পর্শ করোনি,
তুমি কবিতাতে স্নান করোনি,
তুমি জানতেই পারোনি –
কবিতার মাঝেই বাস্তবতার সুন্দরতম পরাজয়।।

বেশ লিখেছেন । এই কবিতাটি সত্যি ভাল লাগলো । দিন দিন আপনার কবিতা ভাল হচ্ছে

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭

রোদেলা বলেছেন: আমার লেখা যে আগে খারাপ ছিল সেটা মনে করিয়ে দেবার জন্যে ধন্যবাদ সেলিম ভাই।

৮| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৫

দীপংকর চন্দ বলেছেন: কোন কোন সন্ধ্যা ভীষন অন্যরকম,
কোন কোন বিকেল বিষন্ন কুহেলী ,
কোন কোন রাত একলা এলোমেলো ।


বিষণ্নতার প্রকাশে মুগ্ধতা!

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৮

রোদেলা বলেছেন: শুভেচ্ছা সতত।

৯| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৯

জেন রসি বলেছেন: তবু কোন কোন সন্ধ্যা ভীষন অন্যরকম,
কোন কোন বিকেল বিষন্ন কুহেলী ,
কোন কোন রাত একলা এলোমেলো ।
তুমি সেই প্রান্ত স্পর্শ করোনি,
তুমি কবিতাতে স্নান করোনি,
তুমি জানতেই পারোনি –
কবিতার মাঝেই বাস্তবতার সুন্দরতম পরাজয়।।

ভালো লাগলো।

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১২

রোদেলা বলেছেন: ধন্যবাদ জন রেসি।

১০| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেগেছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

রোদেলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

১১| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৩

রোদেলা বলেছেন: শুভেচ্ছা সতত ।

১২| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

২৩ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৯

রোদেলা বলেছেন: মোটামুটি ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.