![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
তুমি ছুঁয়ে দিলেনা বলে -
ঘু্মন্ত গোলাপ মেলে ধরলোনা লাল পাপড়ি ;
জানতে পারলেনা-তোমার অগচরে কতো সহস্র শুভ্রতা
ম্লান হতে থাকে রক্তিম আকাশে।
তুমি ছুঁলে দিলেনা বলে –
চলন্ত রেলগাড়ি থঠাত থমকে গেল সমান্তরাল পথেই।
মুঠোয় ভরা নীলাম্বরী স্বপ্নরা লুন্ঠিত হলো কোন এক জলদস্যূর
কালো হাতের তীব্র থাবায়।
তুমি ছুঁয়ে দিলে না বলেই
চৈত্রের ঘোর লাগা রোদ্দুর পুড়ে পুড়ে ছাই হয় ;
ঝাঁঝালো আলোর নেশায় মত্ত শূন্য বালুকনা চিক চিক করে দূর কোন প্রানান্তে ,
নিশ্চুপ কন্ঠ খুঁজে ফেরে প্রশান্ত জলাশয় ।
----------------------------------------------------------------------------
রেজাউদ্দিন স্টালিন ভাই আমাকে কঠিন ভাবে উপদেশ দিয়েছেন –নিম্নে ৫০০ কবিতা পড়তে ,তবেই একটি কবিতা জন্মাবে।আর ফেইসবুক একদম বন্ধ।কিন্তু দুঃখের বিষয় হলো এই-রবীন্দ্রনাথ ঠাকুর আর জীবানন্দ দাশ ছাড়া অন্য কারো কবিতা আমাকে সেই ভাবে কাছে টানে না।আর বিদেশি কবিদের লেখা কেউ যদি অনুবাদ করে দেয় তাহলেই বোঝা সম্ভব।আর একটা ব্যাপার-আমি যেভাবে জীবনকে দেখি ঠিক সেই ভাবেই উপস্থাপন করতে চাই,অন্য কারো লেখা পড়ে শেখার প্রয়োজন আছে।কিন্তু ওটা প্রভাবিত করবে কিনা সেই ভয়টাও আমার মধ্যে কাজ করে।তবে পড়ার কোন বিকল্প নেই,যেই কাজটা আমি একদম করতে পারছিনা।অনেক পড়তে হবে ,অনেক।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৪
রোদেলা বলেছেন: কেবল মনের কথা লিখে যাই অনর্গল,কবিতা হয়ে ওঠে কিনা জানা নেই।শুভেচ্ছা।
২| ১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
সুমন কর বলেছেন: তবে পড়ার কোন বিকল্প নেই,যেই কাজটা আমি একদম করতে পারছিনা। অনেক পড়তে হবে ,অনেক।
কবিতা ভালো লাগল।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৫
রোদেলা বলেছেন: আসলেই সুমন কর,অনেক পড়তে হবে।ব্লগের সবার লেখাই পড়তে সময় পাই না।কিযে করি।ধন্যবাদ।
৩| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু, কেমন আছেন।
কবিতায় ভালো লাগা।
//তুমি ছুঁয়ে দিলে না বলেই
চৈত্রের ঘোর লাগা রোদ্দুর পুড়ে পুড়ে ছাই হয়//
কিছু মানুষের ছুঁয়ে না যাওয়া জন্ম দেয় বড় শূন্যতার।
+++
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬
রোদেলা বলেছেন: মানুষের ছুঁয়ে না যাওয়া জন্ম দেয় বড় শূন্যতার ..
এই শূন্যতা থেকেই হয়তো শব্দমালার উৎপত্তি ।ভালো থেকো।
৪| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭
রোদেলা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৫
তৌফিক চাকমা বলেছেন: ভালো লাগলো পড়ে ।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭
রোদেলা বলেছেন: শুভেচ্ছা সতত।
৬| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু,
আমি আপনাকে একটা উপদেশি দিই, কিছু মনে করবেন না। ফেইসবুকে বেশকিছু কবিতার সাইট আছে, বিশেষ করে দূর্জয়ের 'প্রিয় কবিতার খোঁজ।' কবিতার ট্রেন্ড বুঝবার জন্য প্রতিভাধর উঠতি/প্রতিষ্ঠিত কবিদের সর্বশেষ কবিতাগুলো খুব বেশি পড়া দরকার। তাহলে বুঝতে পারবেন, আপনার বর্তমান কবিতার শব্দচয়ন, নির্মাণে আরো কত উন্নতির অবকাশ রয়েছে। ঘুমন্ত গোলাপ, লাল পাঁপড়ি, রক্তিম আকাশ, নীলাম্বরী স্বপ্ন- তখন এ শব্দগুলো আপনি চিরতরে আপনার মগজ থেকে ডিলিট করে দিবেন, লিখলেও লিখবেন অন্য ভাবে
কিছু মনে করলেন নাকি আবার?
ও, রেজাউদ্দিন স্টালিন ফেইসবুক একেবারে বন্ধ করতে বলেছেন বোধ হয় লাইক/নোটিফিকেশনের আসক্তি থেকে আপনাকে মুক্ত রাখার উদ্দেশ্যে ওসব ছেলেমানুষি না করলে ফেইসবুক বা ব্লগ সাহিত্যচর্চার জন্য আদর্শ স্থান।
শুভ কামনা প্রিয় আপু।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১
রোদেলা বলেছেন: প্রথমেই বলে নিচ্ছি দূর্জয় আমার এখন কার মধ্যে সবচেয়ে প্রিয় কবি।তিনি আমার লেখা তার পেইজে শেয়ার দেন আর আমি তার লেখা আমার টাইমলাইনে দিই।বোঝেন অবস্থা।কবিতে কবিতে কতো ভাব।কিন্তু আপনার এই কথাগুলোর আমি কিছুই বুঝি নাই ।
তাহলে বুঝতে পারবেন, আপনার বর্তমান কবিতার শব্দচয়ন, নির্মাণে আরো কত উন্নতির অবকাশ রয়েছে। ঘুমন্ত গোলাপ, লাল পাঁপড়ি, রক্তিম আকাশ, নীলাম্বরী স্বপ্ন- তখন এ শব্দগুলো আপনি চিরতরে আপনার মগজ থেকে ডিলিট করে দিবেন, লিখলেও লিখবেন অন্য ভাবে ।
আর লাইক নোটিফিকেশন ছাড়া ফেইস বুক কেমনে চালায় –তাও বুঝলাম না।রাগ করে না,অবাক হয়েই প্রশ্ন করলাম।
৭| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৪
সাইলেন্ট পেইন বলেছেন: ভালো লেগেছে আপু। আপনি আরো লিখতে থাকুন।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ ,পাশেই থাকুন।
৮| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৩
সুফিয়া বলেছেন: আপনার কবিতা এমনিতেই সুন্দর। ভাল লেগেছে। কিন্তু ঐ যে কবিতা পড়ার কথা বলেলন না, সেটার বোধহয় কোন বিকল্প নেই। সেই পড়া আপনার লেখায় প্রভাব না ফেললেও পরোক্ষভাবে উপকৃত হবেন আপনি।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২
রোদেলা বলেছেন: ধন্যবাদ সুফিয়া।আমি বুঝতে পারছি পড়ার কোন বিকল্প নেই,কিন্তু পড়তেযে পারছিনা সেই যন্ত্রনা কই রাখি।
৯| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৩
রোদেলা বলেছেন: শুভেচ্ছা নিবেন।
১০| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২
আরণ্যক রাখাল বলেছেন: আমার ভালো লেগেছে। আর এটাও ঠিক লেখা পড়া উচিৎ তবে মনে হয়না প্রভাবিত হয়ে কিছু লেখা ভালো।
তবে শব্দের ক্ষেত্রে আমার কোন বাচবিচার নেই। আমরা বাধ্য হয়ে অনেক সময় অনেক শব্দ ব্যবহার করি যেটা অনেক আগেই শক্তিশালী কোন সাহিত্যিক ব্যবহার করে গেছেন। তাই আমি সোনাবীজ ভাওয়ের সাথে একমত নই। তবে প্রত্যেক কবির উচিৎ কিছু শব্দ তুলে আনা নিজের ভেতর থেকে, যখন কেউ সেটা পারবে তখন সে একটা নতুন ধারা নিজেই তুলে নিতে পারবে।
আর সবসময় উচিৎ অনেক পড়া, আমিও যে পড়ি তা না, তবে চেষ্টা করি।
তবে পড়ে যেনো খুব বেশি প্রভাবিত না হই সেটা মনে রাখতে হবে।
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪
রোদেলা বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল।
১১| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২১
সায়েম মুন বলেছেন: প্রিয় কবি সোনাবীজের মন্তব্যের সাথে একমত পোষণ করছি। ভাল থাকুন লিখতে থাকুন।
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪২
রোদেলা বলেছেন:
১২| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৩
মনিরা সুলতানা বলেছেন: কত কিছুই হতে পারত তুমি ছুয়ে দিলে
কবিতা ভাল লাগল
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩
রোদেলা বলেছেন: কিন্তু কিছুই হলো না মনিরা।ধন্যবাদ।
১৩| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৮
তাহসিনুল ইসলাম বলেছেন: ঠিকই বলেছেন তিনি পড়ার কোন বিকল্প নেই।
না পড়লে লেখার মান উন্নয়ন ঘটবে না।
কবিতাটা ভালো লাগলো।
তবে বেশ কিছু বানান ভুল এসেছে। টাইপিং সমস্যা।
এডিট করলে পাঠকদের পড়তে ভালো লাগবে আরও ।
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৪
রোদেলা বলেছেন: বানানে আমি সর্বদাই হেড মাষ্টার,প্রুফ রীডার রাখবো ভাবছি।ভালো থাকুন।
১৪| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: কবিতায় তীব্র একটা আকুলতা আছে। ভালো লাগা রইলো।
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৫
রোদেলা বলেছেন: আকুলতাই শব্দের সৃষ্টি ,অনেক শুভেচ্ছা জানবেন।
১৫| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৩
জেন রসি বলেছেন: তুমি ছুঁয়ে দিলে না বলেই
চৈত্রের ঘোর লাগা রোদ্দুর পুড়ে পুড়ে ছাই হয় ;
ঝাঁঝালো আলোর নেশায় মত্ত শূন্য বালুকনা চিক চিক করে দূর কোন প্রানান্তে ,
নিশ্চুপ কন্ঠ খুঁজে ফেরে প্রশান্ত জলাশয় ।
চমৎকার।
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬
রোদেলা বলেছেন: ধন্যবাদ জন রসি।
১৬| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬
রোদেলা বলেছেন: শুভেচ্ছা সেলিম ভাই।
১৭| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৮
আমি সৈকত বলছি বলেছেন: খুব সুন্দর একটি কবিতা।
কবিতায় ভালো লাগা রেখে যাচ্ছি কবি
ভালো থাকুন
শুভ কামনা নিরন্তর
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭
রোদেলা বলেছেন: শুনছি সৈকত।ভালো লাগা তুলে নিলাম।
১৮| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৮
আমি সৈকত বলছি বলেছেন: খুব সুন্দর একটি কবিতা।
কবিতায় ভালো লাগা রেখে যাচ্ছি কবি
ভালো থাকুন
শুভ কামনা নিরন্তর
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭
রোদেলা বলেছেন: শুনছি সৈকত।ভালো লাগা তুলে নিলাম।
১৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পরে মনে হাহাকারে চেয়ে গেল। অনেক সুন্দর হয়েছে।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২২
রোদেলা বলেছেন: ব্লগে লেখাই হয় না ভ্রমরের ডানা ,তাই দেরীতে হলেও শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৮
কাবিল বলেছেন: হাঁ অন্য কারো লেখা পড়ে শেখার প্রয়োজন আছে।
এটা আমি মানি।
কিন্তু এটাও মানতে হবে অন্য কারো লেখা পড়েই যে কবি হওয়া যায় তা ঠিক না। কবি হওয়ার মধ্যে ইচ্ছা আর সৃষ্টি কর্তার জ্ঞান দান দুটোরই প্রয়োজন।
চৈতালী রোদ পুড়ে হয় ছাই
অনেক সুন্দর হয়েছে।