![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
মাঘের শেষ দমকা হাওয়া গায়ে জুড়ে তোমার আগমন ;
এই ধরনীতে –আমার পৃথিবীতে।
পাহাড় সমান উষ্ণতা নিয়ে ঘুরে বেড়াও যাদুর শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ;
ঘুর্নিপাকের ঘুর্নী তুমি –আজীবন অধরাই থেকে যাও।
ওম ছড়ানো ঠোঁটে খেলা করে অনাবিল হাসির মুগ্ধতা,
ডুব দিয়ে ঘুরে আসি প্রত্যন্ত জলাশয়।
সেখানে কোন কিনারা নেই , তল নেই ,ঠাই নেই।
ক্রমশ ডুবতেই থাকি যেন।
শফেদ কোমর ছোঁয়া হাতেরা আলিংগনে খেলা করে চারপাশ ;
ফাল্গুনের উড়ন্ত রাত্রি আগুন হয়ে ঝরে পড়ে দু’জনার শরীরে।
সেখানে আমার কোন আনাগোনা নেই, বসতি নেই, ঘর নেই;
তবু আত্বার মাঝে আত্বা ঠিকি জায়গা করে নেয় অনায়াসে।
চৈত্রের খাঁ খাঁ রোদ্দুর অপেক্ষা করে আর এক পেয়ালা সবুজ চায়ের জন্যে ,
জানি সম্ভব হবে না কোন দিন।
তবু অপেক্ষারা ক্লান্ত হতে হতে প্রতীক্ষায় নিজের খোলশ আবৃত করে ,
কালবোশেখীর ঘন্টা বাজে দম দমা দম দম, বাজে মাদুল, বাজে ঢাক ;
সেই সাথে ভীষন তীব্রতায় বাজতে থাকে বুকের কাঁপন।
তোমার উড়োজাহাজে গোধুলী সন্ধ্যা বেঁধে দেই-তুমি ফিরে যাও,
সাইক্লোনের তীব্র থাবায় লন্ড ভন্ড হই একা দাঁড়িয়ে থাকা আমি।
তুমি না হয় সুনামী হয়েই ফিরে এসো কোন এক শ্রাবণ সন্ধ্যায় ,
অঝর ধারা বৃষ্টি মাথায় নিয়ে ।
আমি সেই দিন না হয় ভিজবো ,
দরজাটা খোলাই থাক,ওকে বন্ধ করো না কেউ ভুলেও।।
(ছবি খানা নীলদার পোস্ট থেকে মাইরা দিসি)
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১
রোদেলা বলেছেন: বহুদিন পর পেলাম আপনাকে,ধন্যবাদ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫২
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা অনেক ।
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩২
রোদেলা বলেছেন: শুভেচ্ছা সতত।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ রোদেলা আপু
চমৎকার কবিতার জন্য। বাংলা
নববর্ষ ১৪২২ এর অগ্রীম শুভেচ্ছা
জানবেন। ভালো থাকবেন।
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৩
রোদেলা বলেছেন: ধন্যবাদ নূর ভাই।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২
মায়াবী রূপকথা বলেছেন: ভালোলাগা রইলো আপু। ++
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৩
রোদেলা বলেছেন: অনেক দিন পর তোমাকে দেখলাম।শুভেচ্ছা নিও।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৭
এস কাজী বলেছেন: ছবি খানা দেখেই কোবতে খানা পড়ে ফেলেছিলুম।
সুন্দর হয়েছে। ভাল হয়েছে।
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৪
রোদেলা বলেছেন: ছবিটা মাথায় রেখেই কবিতাখানা রচনা করেছি।ধন্যবাদ।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩১
ব্লগার মাসুদ বলেছেন: চমৎকার কবিতা রোদেলা আপু
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৭
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ মাসুদ।সামনে ব্লগার কি পদবী?
৭| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে আপা। ব্যাপক মাত্রায়। ++++
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৮
রোদেলা বলেছেন: শতদ্রু নদী -শব্দটা সুন্দর ,কিন্তু অর্থ জানিনা।ধন্যবাদ।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৯
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
অগ্রীম বাংলা নববর্ষের শুভেচ্ছা।
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৮
রোদেলা বলেছেন: আপনার কাছে যে মোটামোটি লেগেছে তাতেই আমি মহা খুশী।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৬
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৯
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: nice poem.
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৪
রোদেলা বলেছেন: ধন্যবাদ তনিমা।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: যদিও পুরো কবিতা জুড়েই ভালো লাগা।
/তোমার উড়োজাহাজে গোধুলী সন্ধ্যা বেঁধে দেই-তুমি ফিরে যাও,/
আমি এই বাক্যেই মুগ্ধ।
ছবিটা আমারো পছন্দ হয়েছে। আমিও কোন এক পোস্টে রোদেলাপুর কবিতা থেইকা মাইরা দিমু।
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৫
রোদেলা বলেছেন: উক্কে রাজপুত্র ছবি চুরি করার পূর্ন অনুমতি দেওয়া হইলো।
১২| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৭
শামছুল ইসলাম বলেছেন: সুনামীর মতই প্রচন্ড আবেগ কবিতার পরতে পরতে।
সুন্দর কবিতা।
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৬
রোদেলা বলেছেন: বিরাট আবেগ নিয়া লিখা ফালাইসি,কবিতা হইসে কিনা বুঝতে পারতেসিনা।
১৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে। নববর্ষের শুভেচ্ছা।
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৮
রোদেলা বলেছেন: হাসান ভাই,মাত্র আপনার লেখায় কমেন্ট করতে গেসি।হঠাত শুনি একটা শব্দ-কি অবস্থা রোদেলা?
তাকায় দেখি আমার সামনে ম্যাডাম ,মানে আমার বস।কেমনে কি...
১৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৬
ডি মুন বলেছেন:
কবিতা ভালো লেগেছে
+++
নববর্ষের শুভেচ্ছা রইলো কবির প্রতি।
ভালো কাটুক আগামী।
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৫
রোদেলা বলেছেন: খুব ভালো লাগলো ডি মুন।শুভ নব বর্ষ ।
১৫| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০১
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: ছবির মত লাগলো
১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
রোদেলা বলেছেন: আমার ব্লগে পদার্পনের জন্যে শুভেচ্ছা।
১৬| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৪
সাইলেন্ট পেইন বলেছেন: খুব ভালো লেগেছে রোদেলা আপু।
১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
রোদেলা বলেছেন: ধন্যবাদ নীরব কষ্ট।
১৭| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬
ব্লগার পথিক বলেছেন: প্রচুর ভাল্লাগছে... :-)
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪
রোদেলা বলেছেন: খুব ভালো লাগলো ব্লগার পথিক।
১৮| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৭
বেলায়েত মাছুম বলেছেন: এমন কবিতা পড়তে সব সময় ভাল লাগে।
লন্ড ভন্ড হওয়ার মাঝেও আনন্দ আছে
ভেতরের সাইক্লোন বেঁচে থাক।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭
রোদেলা বলেছেন: ভেতরে সাইক্লোন নিয়েই বেঁচে আছিরে ভাই।
ভালো লাগছে অনেক নতুন মুখ পেয়ে,ধন্যবাদ।
১৯| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৮
ইখতামিন বলেছেন:
ভালোলাগা রইলো..
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮
রোদেলা বলেছেন: ধন্যবাদ ইখতামিন।
২০| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: রোদেলা ,
রোদেলা দুপুর সরিয়ে সুনামী যদি আসে
রাগ অভিমান সব অকুলেই যাবে ভেসে ।
দরজা হয়তো থাকবেই খোলা
থাকুক, ক্ষতি নেই
সেদিন নাহয় যাবে সব ভোলা
অনায়াসেই .......
নববর্ষে এ কামনাই রইলো ।
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১
রোদেলা বলেছেন: অনেক সুন্দর,অনেক স্নিগ্ধ।ধন্যবাদ।
২১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা ভালো লেগেছে। তবে... শ্রাবণ সন্ধ্যায় সুনামি উপমাটা বেমানান লেগেছে
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানবনে। ভালো থাকুন সারাটা বছর জুড়ে।
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২
রোদেলা বলেছেন: শ্রাবনেই নামবে ঢল,ভরে যাবে দড়িয়ার কুল।
২২| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৬
***মহারাজ*** বলেছেন: শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২
রোদেলা বলেছেন: নতুন বছর আরো সুন্দর হোক।
২৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: সেই রকম সুন্দর মেয়ে ।আসুক দমকা হাওয়া হয়ে ।
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪
রোদেলা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।তারে ডাকতেসি,শোনেনা।
২৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আহা কী সুন্দর শিরোনাম!
কবিতা যথারীতি ভালো লেগেছে....
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৫
রোদেলা বলেছেন: শিরোনাম নিয়ে কিছুটা ভাবতে হয়েছে,আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম মইনুল ভাই।
২৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: অসম্ভব সুন্দর রোমান্টিক কবিতা। প্রিয়তে না নিয়ে পারলাম না। প্রতিটি লাইন আমার ভালোলাগার শীর্ষ মাত্রা ছুঁয়ে গেল।
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭
রোদেলা বলেছেন: বলেন কি ভ্রমরের ডানা,এই লেখাই প্রিয়তে।আমি কৃতজ্ঞ।
২৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৯
এম এম করিম বলেছেন: ভালো লাগলো।
শুভ নববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৮
রোদেলা বলেছেন: তুন দিন গু্লো আরো সুন্দর হোক।
২৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৪
আরণ্যক রাখাল বলেছেন: তুমি না হয় সুনামী হয়েই ফিরে এসো কোন এক শ্রাবণ সন্ধ্যায় ,
অঝর ধারা বৃষ্টি মাথায় নিয়ে ।
আমি সেই দিন না হয় ভিজবো ,
দরজাটা খোলাই থাক,ওকে বন্ধ করো না কেউ ভুলেও।।
সুন্দর কয়েকটি লাইন। বাকি লাইনগুলো মনে নাড়া দেয়নি কিন্তু শেষের এই কয়েকটি শব্দ অনুভূতিকে দোলা দিয়ে গেল। আমার কেন জানি মনে হচ্ছে এই লাইনগুলোই কবিতাটি, বাকিগুলোর দরকার ছিল না! এটা অবশ্য আমার মত, আমি তো আর কবি নই, তার আছে সব স্বাধীনতা
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০
রোদেলা বলেছেন: কবিরা ইচ্ছে হলে আম গাছে জামো ফলাতে পারে।পাঠকের কাছে সুখ পাঠ্য হলেই হলো।অনেক ধন্যবাদ আরণ্যক রাখাল।
২৮| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩
মনিরা সুলতানা বলেছেন: কবিতায় মুগ্ধতা আপু..
শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৮
রোদেলা বলেছেন: নতুন বছর আরো অনেক সুন্দর হোক মনিরা।
২৯| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৬
ভ্রমরের ডানা বলেছেন: আপনার সকল কবিতা আমার ভীষণ প্রিয়। তবুও এই কবিতার লাইন গুলো ভীষণ মনে ধরেছে। তাছাড়া এই কবিতার মধ্যে যে আলাদা একটা প্রানের আকুতি আছে সেটাই আমার অসম্ভব ভাল লেগেছে। আর তাই প্রিয়তে নিতে ভুল করলুম না
আপনি কিন্তু লেখা চালিয়ে যাবেন। আমরা আরও কবিতা চাই। আরও আরও আরও
১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭
রোদেলা বলেছেন: ভক্ত যদি হয় এমন ,কার সাথ্য কবির লেখা থামায়।
৩০| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন: শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এই পাঁচটি নদীকে একত্রে পঞ্চনদ বলে। পঞ্চনদের দেশ বলেই পাঞ্জাব। যদিও পাঞ্জাব রাজ্য বাংলার মতই বিভক্ত হয়ে ভারত আর পাকিস্তানে ভাগ হয়ে গেছে। ভারতীয় পাঞ্জাবে পড়েছে শতদ্রু নদীর বেশিরভাগ। এটা সত্যি একটা নদীর নাম। আমার নাম শতদ্রু নয় যদিও। এটা কেবলই একটা নিক মাত্র।
১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০০
রোদেলা বলেছেন: নিকের পেছনের ইতিহাস জেনেও ভালো লাগলো।ধন্যবাদ।
৩১| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা। ++
শুভ নববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২
রোদেলা বলেছেন: অনেক দিন পর দেখা মিললো।ধন্যবাদ।
৩২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
শায়মা বলেছেন: আপু তুমিও তো আরেক ইমোশন্যাল কবি!!!!!!!
তোমার কবিতার লিঙ্ক শেয়ার করো আপুনি।
মানে আবৃত্তির।
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১০
রোদেলা বলেছেন: আবৃত্তি আছেই মাত্র একটা ।
https://www.youtube.com/watch?v=Yxi_KP2nMas
৩৩| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৩
যুগল শব্দ বলেছেন:
তীব্র আবেদনের কবিতায় মুগ্ধতা ++
কবিতা আবৃতির লিঙ্ক চাই !! ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১২
রোদেলা বলেছেন: শর্মাইয়া শেষ হইয়া যাইতেসি।
https://www.youtube.com/watch?v=Yxi_KP2nMas
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৭
আশমএরশাদ বলেছেন: মারাত্বক আবেদন "সাইক্লোনের তীব্র থাবায় লন্ড ভন্ড হই একা দাঁড়িয়ে থাকা আমি।"