নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

এরর এরর এরর .।.।.।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৩

সব মুছে ফেলেছি -
স্থাবর –অস্থাবর ;
সকল সম্পত্তি ,
তিল তিল করে জমিয়ে রাখা সমস্ত অনুভূতি ,
সব মুছে ফেলেছি -
ইনবক্স ,টেক্স ,ই-মেইল
ফোন নম্বর , কন্ট্যাক্ট ইনফো ,ফেইসবুক আই ডি ।
সব মুছে ফেলেছি -
স-ব
গাল ছুঁয়ে থাকা হাতের স্পর্শ ;
ঠোঁটের ভাজে ঠোঁট ,
বুকের মাঝে সোদা গন্ধ ,
লেপটে যাওয়া লিপস্টিকের দাগ ,
উম্মুক্ত বুকে তোমার ঝড় হয়ে ওঠা ;
কোমর জড়িয়ে নিবিড় আলিঙ্গন,
নাভীর চারপাশে অবাধ বিচরণ ।
সবুজ চায়ের সাথে মুগ্ধ মুখরতা ,
গোধূলীর ক্লান্ত ছায়ায় উচ্ছল গুনগুন ,
সূউচ্চ শিখরে আকাশের পানে ছুটে যাওয়া ,
হার্ডডিস্কে জমিয়ে রাখা সমস্ত ড্রাইভ মুছে দিয়েছি ।
এটাচ করার মতোন আর একটা ফাইলো অবশিষ্ঠ নেই ,
চোখের সামনে একটাই শব্দ-এরর এরর এরর ।।

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৩

জেন রসি বলেছেন: মানব জীবনে কিছু এরর সবসময়ই থেকে যায়।

মন খারাপের কবিতা ভালো লেগেছে।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৪

রোদেলা বলেছেন: মন খারাপের ধন্যবাদ।

২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

শতদ্রু একটি নদী... বলেছেন:
দারুন লেগেছে আপা।

লাইফটা মাঝে মাঝে এররের মতই মনে হয়, অবশ্য এই এত্ত এত্ত এররেও জীবনে এত্ত এত্তই সুখ।

++

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪

রোদেলা বলেছেন: জীবন টাইতো এক বিরাট আনন্দ।ধন্যবাদ প্রবাহমান নদী।

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৫

মনিরা সুলতানা বলেছেন: এরর গুলি ধুত্তরি বলে ঝেড়ে ফেলে বিমুগ্ধ আমি পা বাড়াই আলোর দিগন্তে...

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৫

রোদেলা বলেছেন: আলোর পথে তোমাকে অভিনন্দন মনিরা।

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪২

সুফিয়া বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৬

রোদেলা বলেছেন: শুভেচ্ছা সুফিয়া,খুশি হলাম।

৫| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এরর এরর !!!

ভালো লাগছে লেখা আপু :)

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০

রোদেলা বলেছেন: ধন্যবাদ ভাই নাজমুল হাসান।

৬| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

শায়মা বলেছেন: ভেরি গুড!!!!


এরর যত তাড়াতাড়ি পারা যায় মুছে দেওয়াই ভালো। তবুও মানুষের জীবন তো আর যন্ত্র না তাই কষ্ট হয় মাঝে মাঝে, ভীষন কষ্ট। সব কিছু ভুলে আবারও এররকেই সাথে রাখতে ইচ্ছে হয় । মনে হয় থাকুক না, এরর ছাড়া কি আর মানুষ হয়??


কিন্তু তবুও যন্ত্র হওয়াই ভালো। যন্ত্রেরা অনুভুতিহীন, নির্বোধ কিন্তু সুখী।


কারণ এররগুলো আরও নির্বোধ ও ক্ষতিকর!!!! :(

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮

রোদেলা বলেছেন: কতক গুলো নির্বোধ ,যুক্তি হীন এরর জীবনের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে।
চাইলেও উপেক্ষা করা সম্ভব নয়।যন্ত্র হতে পা্রলেতো বেশ হতো সায়মা।

৭| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: চমৎকার।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০০

রোদেলা বলেছেন: আপনি বলছেন??সুমন করতো?

৮| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

হাসান মাহবুব বলেছেন: নতুন কোন সফটওয়্যার দিয়ে আবার ডাটাগুলো ফিরিয়ে আসুক। শুভকামনা।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

রোদেলা বলেছেন: হা মা ভাই, সেই সফটোয়ারের সন্ধান যদি পান অবশ্যই ডাকযোগে পাঠাইবেন।খুবি দরকার।

৯| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

রোদেলা বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল।

১০| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সব ভুলে যাওয়ার মাঝে মুছে ফেলার মাঝেও আনন্দ আছে। জীবন শুধু স্মৃতিদের বয়ে বেড়ানোর জন্য নয়। স্মৃতিশূন্য হয়ে নতুনকে গ্রহণেও তৃপ্তি আছে।

অল দ্যা বেস্ট আপুমণি।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯

রোদেলা বলেছেন: সব মুছতে পারলেতো বেশ হতো।সময়গুলো কেবল ধেয়ে বেড়ায়।
শুভেচ্ছা রইলো রাজপুত্র।

১১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৮

সুমন কর বলেছেন: জ্বী, আমি বলছি। কারণ অামার কাছে যেটা ভাল লাগে যে বলতে দ্বিধা নেই আবার উল্টো-টাও বলি। মানে খারাপ হলে, খারাপ (অামার কাছে)।

প্রতিটি মানুষের-ই নিজস্ব পছন্দ-অপছন্দ থাকে। যেটা সম্পূর্ণ ব্যক্তিগত।

ভালো থাকুন।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১২

রোদেলা বলেছেন: হুম,তাইতো।কিন্তু ঝগড়ার মুডে আছেন কেন ভাই।আমিতো মজা করছি।
আপনার মুখে চমৎকার -একটা বিশেষ জায়গা দখল করে,ভালো থাকবেন।

১২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৮

শায়মা বলেছেন: যন্ত্র হয়ে যাও আপু। একদম পুরোপুরি হতে না পারলেও এ্যাংক্টিং করেও যন্ত্র হয়ে থাকতে পারো!!

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

রোদেলা বলেছেন: এ বড় কঠিন এক কাজ শায়মা ।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫

সুমন কর বলেছেন: আপনার মুখে চমৎকার -একটা বিশেষ জায়গা দখল করে,ভালো থাকবেন।

শুনে ভালো লাগল।

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৮

যুগল শব্দ বলেছেন:
যন্ত্র হতে পারলে আসলেই বেশ হতো,
ভালোলাগা রইল বিষাদের কবিতায়। +

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২

রোদেলা বলেছেন: ধন্যবাদ যুগল শব্দ।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মাঝে স্মৃতিশূন্য হওয়া অনেক ভাল। :)

চমৎকার কবিতা। ভাল লেগেছে।

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৪

রোদেলা বলেছেন: স্মৃতিশূন্য হতে মন্দ লাগেনা ,নিজেকে ধরে রাখা যায়।ভালো থাকুন নিরন্তর।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: এত্তো রাগ কার সাথে ???? কবিতায় ভাল লাগা।

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৫

রোদেলা বলেছেন: রাগ নেই বন্ধু,কেবল অভিমান জমে জমে পাহাড় হয়।শুভেচ্ছা।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩

ময়না বঙ্গাল বলেছেন: ফুলের
উদাস সুবাস
বেড়ায় ঘুরে,
পাখীর গানে
আকাশ গেল পুরে ।

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৫

রোদেলা বলেছেন: খুব সুন্দর,ধন্যবাদ।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমিতো অবাক, এটা কি করে লিখলে আপু, এত সুন্দর !!! এত্ত এত্ত সুন্দর -- মন দিয়ে পড়ে ভাবছিলম কবি ট্যালেন্ট বহুত -----
অসাধারণ লেখায় অসংখ্য ভাল লাগা রেখে গেলাম

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

রোদেলা বলেছেন: তুমি এর মাঝে কি এতো টেলেন্ট পাইলা লায়লা।তোমার ভালো লেগেছে ,এটাই আমার পরম পাওয়া।

১৯| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩

নিয়েল হিমু বলেছেন: যে স্মৃতি থেতে পালায় সে নাকি কাপুরুষ । আমিও তাই । হ্যাঁ ঠিক তাই । হার্ডডিক্স-ইনবক্স আরো অনেক কিছু মুছে দিয়েছি কিন্তু তবুও কোথায় যেন থেকে গেছে । সেখান থেকে মুছে ফেলতে যেন চাচ্ছিও না আমি...
যন্ত্র হলেই ভাল হতাম নিজের একটা পরিচয় থাকত ।
মনখারাপ করা লেখা । মন ভালর আসায় এসে খারাপ হলে ভাল লাগা যায় ? :)

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

রোদেলা বলেছেন: ধন্যবাদ হিমু,চমতকার বলেছেন।মুছে যেতে গিয়েও ঠিক মটো পারছিনা।কোথায় যেন আটকে আটকে যাচ্ছে ক্রমশ।এটাই বুঝি বাস্তবতা।মন ভালো করতে গিয়ে মন খারাপের সঙ্গী হলাম।

২০| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২

উধাও ভাবুক বলেছেন: মোহাচ্ছন্ন ভালবাসার সুর
তীব্র এক ওংকার তুলে
ধীরে ধীরে চলে যায় বিস্মৃতির দিকে,
এ সময় - এ বিকেল যেন মানুষের নয়
মানুষ নামক কীট-পতঙ্গের, গুন্জরনময় !


শুভকামনা।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

রোদেলা বলেছেন: মানুষ না হয়ে কীট হলেও বুঝি মন্দ হতোনা,কিছু মুঝতেও হতো না,মনেও পড়তো না।ধন্যবাদ।

২১| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৬

মায়াবী রূপকথা বলেছেন: দারুন, দারুন। :)

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ মায়াবী।

২২| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: রোদেলা ,




" এরর " নামের সাম ভাইরাস কান্ট বি ডিলিটেড ।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২০

রোদেলা বলেছেন: ইয়েস ,ইট কান্ট বি ডিলিটেড।

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩০

কলমের কালি শেষ বলেছেন: এররর.।.।.।.। এতো এরর হইলে কেমতে কি !! রিকভারি হওয়ার আশা রাখি ! ;)

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১

রোদেলা বলেছেন: রিস্টার্ট দিলাম ,কিন্তু কিছুই হয় না।খালি এরর এরর এরর।।

২৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১১

ভ্রমরের ডানা বলেছেন: এটাচ করার মতোন আর একটা ফাইলো অবশিষ্ঠ নেই ,
চোখের সামনে একটাই শব্দ-এরর এরর এরর

এমনটি হলে একটা কাজ করুন, প্রোগ্রাম রিস্টার্ট দিন। এছাড়া আর উপায় কি?



২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

রোদেলা বলেছেন: পিসি রিস্টার্ট দিয়েছি,প্রোগ্রাম রিস্টার্ট করা নিষেধ আছে,কি আর করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.