![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
তোমার ফ্লাইট বদলে ফেলেছো জানি ;
সময় জানবার অধিকার নেই ,তাই জানতেও চাই নি।
শেষ রাতে হলে বিকেল বেলা মোবাইল বন্ধ করে একটু ঘুমিয়ে নিও ;
এই সময় আর ওই সময়ে অনেক বেশী ফারাক,
জানি ,জার্নি তোমায় ক্লান্ত করে না ;
তবুও বলছি-একটুখানি জিরিয়ে নিও নিজের মতন ।
বেলা করে উঠতে তুমি বেশ পছন্দ করো ;
সকাল ৯টা হলেতো আরো ঝামেলা।
জানোতো ঢাকা শহরে যে ট্র্যাফিক,
আগের রাতেই না হয় বাক্সপেট্রা সমেত হাজির থেকো আন্তর্জাতিক বিমানবন্দরে।
ও ভালো কথা, তোমার কালো জ্যাকেটের বাম পাশের উপরের বোতামটা ঠিল হয়ে গেছে,
দর্জিকে বলো শেলাই করে দিতে ।
আর রেজার-ব্রাশ-পারফিউম সাথেই রেখো,
দীর্ঘ সময় ,কাজে লাগতেও পারে।
সাথে দুই চারটা বই নিতে পারো,
চলতি পথে ওটাই হবে চমৎকার সঙ্গী ।
শুখনো কিছু খাবার নিও সাথে ,ওখানে নেমেইতো তুমি একাই রাঁধুনী ।
হালকা কিছু মেডিসিন নিতে পারো, এই ধরো-ডিসপ্রিন অথবা নাপা,
বিমানবালা ব্যবস্থা করবে জানি, তবু সাথে থাকলে এমন কি আর ক্ষতি।
জানি ,নিজেকে ভীষন কেয়ার করতে পারো ;
তা্রপরো মিছে ঞ্জান দিয়ে যাচ্ছি।
আমিযে বোনাস তোমার ; পেলে আছি ,না পেলে ক্ষতি নেই।
মেয়েকে বলেছি –কথা জমা রেখে দিতে ,কিনে দিয়েছি মস্ত বড় কাঁচের বোয়াম ।
ওখানেই জমা থাক না বলা যতো আবদার।
উষ্ণ কাপড় হাতে নিয়ে নিও , ওখানে কিন্তু বৈশাখী রোদ নেই।
পুড়ে যাবে না তোমারতো কোন কিছুই –
কেবল পুড়বে এই শহরের চিরচেনা এক গলি।।
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯
রোদেলা বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান।
২| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৪
জেন রসি বলেছেন: চমৎকার আপু
এই শহরের চিরচেনা এক গলিকে পুড়িয়ে কি লাভ!!
বরং উৎসব চলুক।
কবিতায় +
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪
রোদেলা বলেছেন: বাংলাদেশ জিতেছে,উৎসব চলছেতো।আমিও আছি।
৩| ২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু এত্তো কেয়ারিং!!!
শেষ লাইনে একটা পেট্রোল বোমা ফাটিয়েছো।
মুগ্ধতা।
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮
রোদেলা বলেছেন: আস্তে কউ ,বোমা মাড়ার দায়ে আমারে গ্রেফতার না করলে হয়।
৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭
সুমন কর বলেছেন: চমৎকার রোমান্টিক গদ্য কবিতা।
ডিসপ্রিন খাওয়া কিন্তু ভালো না।
উষ্ণ কাপড় হাতে নিয়ে নিও , ওখানে কিন্তু বৈশাখী রোদ নেই।
পুড়ে যাবে না তোমারতো কোন কিছুই –
কেবল পুড়বে এই শহরের চিরচেনা এক গলি।।
৪র্থ লাইক।
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৭
রোদেলা বলেছেন: ডিসপ্রিন খাওয়াইয়া ব্যাটারে মাইরা ফালামু,তাই ওইটাই সাজেস্ট করসি।হা হা হা...
৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১১
আমি সৈকত বলছি বলেছেন:
জানি ,নিজেকে ভীষন কেয়ার করতে
পারো ;
তা্রপরো মিছে ঞ্জান দিয়ে যাচ্ছি।
আমিযে বোনাস তোমার ; পেলে আছি ,না
পেলে ক্ষতি নেই।
অসাধারন।
কবির কবিতায় মুগ্ধতা জ্ঞাপন করছি।
হিংসে হয় আপনাদের
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৭
রোদেলা বলেছেন: ওরে সব্বনাশ ,হিংসে হলে পড়বে কে?
৬| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৭
ভিটামিন সি বলেছেন: মাইরালা! তোরা কেউ আমারে মাইরালা!! এমন কবিতা আমার জীবনেও পড়িনি; তার অনুভুতিটুকু অনুভব ও করিনি যখন তাকে ছেড়ে চলে আসি প্রবাসে। তার বুক চিড়ে তাহলে এমন ৫টি কবিতাই বেরিয়েছে গত ৪ বছরে।
সেইরাম ভাল্লাগছে। সাথে সাথে খারাপ ও লাগতেছে আপনাদের জন্য।
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১
রোদেলা বলেছেন: মারুম ক্যালা,এতোই যখন বুঝছেন ।তয় উড়োজাহাজে উইঠা চইল্যা আসেন।
আমার মানুষ তো জীবনেও আমার কাছে আইবোনা।কিন্তু আপনে, আপনের ভালোবাসার কাছে ফিরা আসেন-এইটাই চাই।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম একেই বলে ভালবাসা ------- অসাধারণ গো আপু !! অসাধারণ হয়েছে
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২
রোদেলা বলেছেন: ধন্য হইলাম লায়লা ।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
নীলপরি বলেছেন: খুব খুব ভালো লাগলো ।
২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
রোদেলা বলেছেন: ধন্যবাদ নীলপরি।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
প্রামানিক বলেছেন: উষ্ণ কাপড় হাতে নিয়ে নিও , ওখানে কিন্তু বৈশাখী রোদ নেই।
পুড়ে যাবে না তোমারতো কোন কিছুই –
কেবল পুড়বে এই শহরের চিরচেনা এক গলি।।
সুন্দর কবিতা। ভাল লাগল। ধন্যবাদ
২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
রোদেলা বলেছেন: শুভেচ্ছা প্রামানিক দা।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুগ্ধপাঠ।
শুভেচ্ছা রইল ।
২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
রোদেলা বলেছেন: আপনাকে পেয়েও ভালো লাগলো।
১১| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০১
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো ।
২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
১২| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৫
তুষার কাব্য বলেছেন: চমৎকার রোমান্টিক কবিতা। ৬ নাম্বার লাইক টা দিয়েই দিলাম
শুভকামনা জানবেন।
২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
রোদেলা বলেছেন:
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১
রোদেলা বলেছেন: কি ছাতার ব্লগিং করি হা মা ভাই,আপনের কমেন্টসি দেখি নাই।
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১২
ভ্রমরের ডানা বলেছেন: এই জন্য ই বাঙালী নারীদের আমি দুনিয়ার সব নারীদের থেকে অনেক বেশি প্রেমময়, দরদী মনে করি। মন কেড়ে নেওয়া কবিতা।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২
রোদেলা বলেছেন: এতো দিন বাদেও আপনি আমার পুরোন লেখা পড়ছেন ,কিযে ভালো লাগছে...
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা সুন্দর তাই সব পড়ে ফেলব ঠিক করেছি।আরও পুরোনো গুলা এখন ও বাকি।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭
রোদেলা বলেছেন: পড়ুন,এই লিখা গুলো একদম তাজা।ভালো লাগবে আশা করি।কৃতজ্ঞতা...
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো রোমান্টিক কবিতা লিখছেন আপু ।
শুভেচ্ছা