নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

আমার ভোট আমিই দেব...

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৪



অদ্রী বায়না ধরেছে ,তার একটা ছাতা লাগবে।মাকে দেখে প্রতিদিন মাথায় ছাতা ধরে অফিস যেতে।সুতরাং ছাতার নিচে দাঁড়ানোটা তার নৈতিক অধিকারের মধ্যেই পড়ে।আমি মেয়ের অধিকারের মর্যাদা রাখতেই মীনা বাজারে ঘুরছি,কিন্তু তার সাইজের কোন ছাতা পাচ্ছি না।যা পাচ্ছি বাচ্চাদের ইরেজার আর শার্পনার।মেয়ে আমার সেই জিনিস না যে আলু দিয়ে পটল বুঝালেই হবে।আমি বিশাল মলের চারদিকে চোখ বুলাচ্ছি আর ওমনি দৃষ্টি আটকে গেল প্রধান ফটকে।নাট্যযুদ্ধের ইসরাত আপা হাতে কি একটা কাগজ নিয়ে জনে জনে বিলিয়ে দিচ্ছেন।আমি অবাক হয়ে এগিয়ে যেতেই উনি একদম বুকে জড়িয়ে ধরলেন-তুমি উত্তরের না?
প্রথমটা একটু হক চকিয়ে গেলাম ,কিন্তু তার হাতের লিফলেট আমার দুশ্চিন্তা দূর করলো।মেয়র নির্বাচন,প্রার্থী নাদের চৌধুরী।বলাই বাহুল্য এই দুই ভাই –বোন আমার জেলার।সে যাই হোক,ইসরাত প্রচন্ড অধিকার নিয়েই দাবী করলো-ভোট তোমাকে নাদের ভাইকেই দিতে হবে কিন্তু,আর ভাইয়ার বাসায় গিয়ে চা খেয়ে আসবা।আমি হেসে বললাম-শুধু চা খেতে ভাইয়ার বাসায় যাবো?
ও খুব হাসলো-যাও,তোমার জন্যে বিরানী বরাদ্দ।আমি লিফলেট আর বিরানীর গন্ধ পেয়ে খুব উতফুল্ল।এরমধ্যেই ভাবীর সাথেও পরিচয় পর্বটা সেড়ে নিলাম।আহা জামাইদের জন্য সুন্দর সুন্দর মেয়ে গুলোর ঘেমে নেয়ে কি অবস্থা।ভাবী জানতে চাইলেন-তোমার ফেইস বুক বন্ধু কয় জন?আমি মনে করার চেষ্টা করলাম-হবে হয়তো প্রায় এক হাজার।
-তোমার কাছে এক হাজার ভোটি চাই।
আমি হাসলাম,ভাবীকে বললাম না যে তার স্বামী আমার এড রিকুয়েস্ট এখনো গ্রহনি করেন নি,আমার বন্ধুরা কিভাবে তার যোগ্যতা সম্পর্কে জানবেন।মেয়র হতে হলেতো কেবল নাটক বানাতে জানলেই চলবে না,গনমানুষের জন্যে কাজ করতে হবে।আর এই তথ্য অনলাইন এক্টিভিস্টরাই আগে জানবে।
বাড়িতে পা রেখেই আর এক চমক,আরো তিনজন প্রার্থীর লিফলেট আম্মা ধরিয়ে দিল।একটাতে আমার সার্টিফিকেট নাম ,ঠিকানা গোটা গোটা অক্ষরে লেখা আছে।এবার আনিস ভাইয়ের প্রচারনা খুব বেশি নজরে পড়ছে।প্রথম-আলো এখন আমার কাছে ঘড়ি আলো মনে হয়।এতো ঘড়ি আমি এক সাথে এক জীবনে দেখিনি,রিক্সার মধ্যে ঘড়ি বানিয়ে চলছে প্রচারনা,কি অবিনব শৈল্পিক ব্যাপার স্যাপার।তার সাথে আছে চমৎকার প্যারোডি সঙ্গীত।সব মিলিয়ে কেমন মেলা মেলা একটা ভাব।দুই ঘন্টা ট্রাফিক জ্যামে ভিজে আমি এ্মনিতেই অনেক ক্লান্ত,হাতের মুঠোয় সব কটা কাগজ নিলাম ।আর বার বার প্রশ্ন করলাম-কাকে ভোট দেব আমি ,না দিলেওতো আমার ভোট ঠিকি চুরী হবে এই ব্যাপারে কোন সন্দেহ নাই।বি এন পি তো এবার মাঠেই নামতে পারছেনা,নামলেই মাইড় আর দৌড়ানি।আমি অদ্ভূত এক গনতান্ত্রিক দেশের নিষ্ক্রিয় এক জনতা।
আচমকা ঝড় উঠলো আকাশ কেঁপে,আমি আমার ঝুল বারান্দায় দাঁড়ালাম।চেয়ে দেখি-ইলেক্ট্রিক লাইন ,ডিশের লাইন আর নেটের লাইন মিলে মিশে পরম বন্ধুর মতোন জড়িয়ে আছে।কারো বোঝার সাধ্য নেই –কোনটা কিসের জন্যে।অনিয়মের বেড়াজালের মধ্যে আটকে আছে পুরো শহর,কোন সে নগর পিতা এই জট ছাড়াতে পারবে কোন সে যাদুতে ??
চিকন চাঁদকে আড়াল করে বৃষ্টি নামে।তার সাথে বিদ্যুৎ আড়ি নিয়ে চলে যায় । বৃষ্টি এসে আছড়ে পড়ে আমার গালে,গ্রীবায়,সমস্ত শরীরে।আমি ভিজতে থাকি।অপরিকল্পিত নগরীর ময়লা পানির গন্ধ উপচে পড়ছে গ্যারেজের ট্যাঙ্কিতে ।আমি আমার মুষ্ঠিবদ্ধ হাত বারিয়ে দেই খোলা আকাশে।একটা একটা লিফলেট ভিজে যেতে থাকে,আমি তাদের ভিজতে দেই।আস্ত মানুষকেতো ধুঁয়ে দিতে পারবোনা,কিন্তু তাদের প্রতিচ্ছবি গুলো যদি এই শুদ্ধ জলে নিজেদের ভিজিয়ে নতুন করে মানুষ করতে পারে ,তবে তাকেই দেব আমার মহা মূল্যবান রায়, আমার ভোট।আমি সেই বিশুদ্ধ মানুষটার জন্য প্রতিদিন অপেক্ষা করি।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০৫

আমি সৈকত বলছি বলেছেন:







আমি অদ্ভূত এক
গনতান্ত্রিক দেশের নিষ্ক্রিয় এক জনতা...........এখান থেকে শুরু করে শেষের লাইন গুলো লেখাটির সৌন্দর্য বহুগুনে বাড়িয়ে দিয়েছে।

সর্বপরি লিখাটিতে ++++++

অনেক ভালো লেগেছে লিখাটি,
আবারো বলছি শেষের লাইন গুলোতে আমারর অসীম মুগ্ধতা জানিবেন।

ভালো থাকুন সুস্থ থাকুন। :)

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৪

রোদেলা বলেছেন: দেশের এমন অদ্ভূত অবস্থা দর্শনে বুঝি সাহিত্য হয়ে গেছে বাস্তব কথা মালা।আপনাকে স্পর্শ করতে পেরেছে,তাইতো অনেক।যাদেরকে লেখা তারা জান্তেও পারবেনা কোন দিন।ভালো থাকুন,সাথেই থাকুন চিরদিন।

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৫২

ক্থার্ক্থা বলেছেন: ভালো থাকুন সুস্থ থাকুন। :-B

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৫

রোদেলা বলেছেন: নিক টা কি কথার্কথা? আপনিও ভালো থাকুন নিরন্তর।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৪

ঢাকাবাসী বলেছেন: শেষের লাইনে আপনার অপেক্ষার কথাটি পড়ে দুঃখই পেলুম, কারণ ওটা জীবনেও পুরণ হবেনা।

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৫

রোদেলা বলেছেন: তাইলে আর কি ,চিক্কুর পাইড়া কান্দি।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৭

ভ্রমরের ডানা বলেছেন: আস্ত মানুষকেতো ধুঁয়ে দিতে পারবোনা,কিন্তু তাদের প্রতিচ্ছবি গুলো যদি এই শুদ্ধ জলে নিজেদের ভিজিয়ে নতুন করে মানুষ করতে পারে ,তবে তাকেই দেব আমার মহা মূল্যবান রায়, আমার ভোট।
ঠিক কাজ করেছেন। কেও এদের পুড়িয়ে দেয় আর কেউ দেয় থু থু । এরা এসবের ই যোগ্য।

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৬

রোদেলা বলেছেন: এদের অনুসারীরা দেখি আরো এক ডিগ্রী সরেশ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই বাস্তবতা আজ সাহিত্য হয়ে গেছে আপু। লেখাটা ভেতরের আমিকে নাড়া দিয়ে গেল।


নির্মম নিষ্ঠুর বাস্তবতার এই লেখনী ভাল লেগেছে।
আমি সেই বিশুদ্ধ মানুষটার জন্য প্রতিদিন অপেক্ষা করি।
আমরা সবাই বোধ করি প্রতিটি মুহূর্ত এই অপেক্ষাটা করি। ক্ষেত্র হয়তো ভিন্ন, মানুষ অনুভূতি হয়তোবা ভিন্ন। তবু অপেক্ষা করি।

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৭

রোদেলা বলেছেন: হ রে ভাই,কি আর করাম।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৮

আমি সৈকত বলছি বলেছেন: সাথে ও পাশে থাকার জন্যই তো অনুসরন করেছি,

এর থেকে বেশি পাশে থাকতে হলে সামনে আসতে হবে ;) :)

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৮

রোদেলা বলেছেন: চলে আসেন,মাঝে মাঝে সামনা সামনি হবারো প্রয়োজন হয়।একা একা সব কাজ করা যায় না।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৯

রেহান শুভ বলেছেন: এটা গণতান্ত্রিক দেশ!?? অধিকার বলতে এদেশে এখন কারো কিছু আছে??

ভোট পাওয়ার যোগ্যতা কারোই নেই।

তাই সব লিফলেট কে ভিজে ধুয়ে ঈ দিতে হবে আমাদের।

ধন্যবাদ :-)

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৯

রোদেলা বলেছেন: আপনার কথাগুলো খুব ভালো লাগলো।তাওতো কাউকে না কাউকে আমাদের জয়ী করতেই হবে।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: Sundor

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯

রোদেলা বলেছেন: :)

৯| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৪

শায়মা বলেছেন: :)

তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১

রোদেলা বলেছেন: মাগো,কি সুন্দর কথাগো শায়মা ।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৪

মনিরা সুলতানা বলেছেন: আস্ত মানুষকেতো ধুঁয়ে দিতে পারবোনা,কিন্তু তাদের প্রতিচ্ছবি গুলো যদি এই শুদ্ধ জলে নিজেদের ভিজিয়ে নতুন করে মানুষ করতে পারে ,তবে তাকেই দেব আমার মহা মূল্যবান রায়, আমার ভোট।

সহমত

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৫

রোদেলা বলেছেন: :)

১১| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

রেহান শুভ বলেছেন: হুম। তা ঠিক বলেছেন। কাউকে না কাউকে
তো আমাদের অধিকার হননের দায়িত্ব দিতেই হবে। :-)

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৬

রোদেলা বলেছেন: অধিকার কি দেওয়া লাগেরে ভাই,নিজেই নিজের মার্কেটিং করে অধিকার ফলায়।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪২

রেহান শুভ বলেছেন: কিন্তু আপোষ টা তো আমরাই করেছি। আপনি আমি না করলেও আমাদের মতোই কেউ একজন করছে।

মাথা পেতে দিয়ে রেখেছি বলেই কাঠাল ভেঙে খেতে পারছে। তাই নয় কি!??

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

রোদেলা বলেছেন: ঘটনা সত্য ,কিন্তু কিছু একটা পরিবর্তনতো দরকার।

১৩| ০২ রা মে, ২০১৫ রাত ১২:২৮

শতদ্রু একটি নদী... বলেছেন: U wrote, I read, But do they ever read these words?

When will they ever learn?

They will never...

০৬ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৬

রোদেলা বলেছেন: না শিখুক ,ক্ষতি নেই।আপনারা পড়ছেন,প্রেরনা দিচ্ছেন।এই তো ভালো।ধন্যবাদ।

১৪| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: অদ্রীর ছাতার কি হল ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.