নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

শেষ ভোজন।

১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২৮


নিয়ন আলোয় মুগ্ধ আঁধারের হাত ধরে প্রবাহমাণ নদীর মতন ভেসে যাওয়া সময় ;
ফিরিয়ে দিয়েছি চাঁদের আলোর অবাক বিচ্ছুরণ ,
ছোট ছোট পোনাদের ডুব সাঁতার আর বুনো হাঁসের অবারিত ছুটোছুটি ।
সব কিছুই ফিরিয়ে দিয়েছি আমি ,একদম হিসেব নিকেশ করেই-
আমার কাছে আজ তোমার আর কোন দেনা নেই।
রূমঝুম নুপূরের নিক্কন,ঝির ঝির বাতাসের আনাগোনা ,
হাতের রেশমী চুড়ি,তোমার দেওয়া নীল শাড়িটা ;
তার সাথে পছন্দসই কানের ঝুমকোটা পর্যন্ত ফিরিয়ে দিয়েছি।
ধবধবে সফেদ পায়ের নরম আঙিনা ছুঁয়ে গিয়েছিল যে কটা চপ্পল তাও তো বাদ রাখিনি,
তার সাথে ফিরিয়ে দিয়েছি হাফ ডজন ব্যাগ,হাতের অঙ্গুরী আরো যে কতো কি ;
খুব রাত হয়ে গেলে কালো ঝোলা থেকে বেরিয়ে আসতো অনেক মন্ডা মিঠাই;
তুমি অনুরোধের সুরে বলতে –খেয়ে নিও রাতে, যদি ক্ষিদে পায় খুব।
আমিতো তাও ফিরিয়ে দিয়েছি।
মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙ্গে পড়ে যে হাসির মূর্ছনা –নিয়ে গেছো নিজের কব্জির মুঠোতে ,
টেবিল ভর্তি সাজানো মাংস –কাবাব,হালুয়া –রুটি সব সব ফিরিয়ে দিয়েছি কড়ায় গন্ডায়।
মেপে- মেপে ,খেয়াল করে দেখো এক মন ওজনো কম হবে না কোথা্‌ও ,
কেবল ফিরিয়ে দিতে পারলাম না তোমার দেওয়া অসম্ভব সুন্দর সেই মুহূর্তগুলো।।

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:১১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ক্ষেত্র বিশেষ আপনার লেখা বুঝতে বেশ কষ্ট হয়।

কয়েকবার পড়ে বুঝলাম। তাই প্রথম ভাল লাগা।

১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:০০

রোদেলা বলেছেন: তাই নাকি,আমিতো ভীষন রকম সহজ ভাষায় লেখার চেষ্টা করি,কোন কঠিন কথার ব্যবহার আমার জানা নেই ।অশেষ ভালো লাগা প্রথম মন্তব্যের জন্য।

২| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১১

স্বপ্ন বৃক্ষ বলেছেন: খুব ভালো ছিলো :)

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:০২

রোদেলা বলেছেন: ধন্যবাদ স্বপ্ন বৃক্ষ।আপনার নিক আমার পছন্দ হয়েছে।

৩| ১৮ ই মে, ২০১৫ রাত ৮:১৭

তৌফিক চাকমা বলেছেন: "সব কিছুই ফিরিয়ে দিয়েছি আমি ,একদম হিসেব নিকেশ করেই-
আমার কাছে আজ তোমার আর কোন দেনা নেই। "
অভিমানী আবেগের বিচ্ছুরণ দেখেছি , আবার যত্ন করে আঁকড়ে ধরে বেঁচে থাকাটাও দেখেছি -
"ফিরিয়ে দিতে পারলাম না তোমার দেওয়া অসম্ভব সুন্দর সেই মুহূর্তগুলো।।"
ভালো থাকবেন রোদেলা । :)

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:০৩

রোদেলা বলেছেন: সব কিছু ফিরিয়ে দিতে গিয়ে নিজের চাওয়ার আবর্তের মধ্যেই নিজেকে বন্দী করে ফেলেছি।কি আর করা।শুভেচ্ছা জানবেন।

৪| ১৮ ই মে, ২০১৫ রাত ১০:১০

সুলতানা রহমান বলেছেন: হিসেবে নিকেশের পালা শেষ।
কিন্তু তারপর ও রয়ে যায় কিছু বাকি।
সুন্দর!

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:১৯

রোদেলা বলেছেন: সেটাই সুলতানা।।শুভেচ্ছা জানবেন।

৫| ১৮ ই মে, ২০১৫ রাত ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন: কেবল ফিরিয়ে দিতে পারলাম না তোমার দেওয়া অসম্ভব সুন্দর সেই মুহূর্তগুলো

এই লাইনেই কবিতার আসল সৌন্দর্য। ভালবাসার কবিতা গুলা এতো সুইট হয় কেন???

আপনার কবিতা পড়ার সময় ভাললাগা সবসময়ই কাজ করে। ভাল লেগেছে। শুভকামনা রইল।

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:২১

রোদেলা বলেছেন: ভালোবাসার কবিতায় ১০০ কেজি গুড় মিশ্রিত থাকে।আর আমার কবিতায় এক্সট্রা সুগার দেই।হা হা হা ...ভালো লাগলো খুব।

৬| ১৮ ই মে, ২০১৫ রাত ১১:৫১

মিঠু জাকীর বলেছেন: ভালো লাগলো

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:২২

রোদেলা বলেছেন: ধন্যবাদ মিঠু।

৭| ১৯ শে মে, ২০১৫ সকাল ৯:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লাগা।

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:২২

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৮| ১৯ শে মে, ২০১৫ সকাল ১১:৫৪

জুন বলেছেন: কেবল ফিরিয়ে দিতে পারলাম না তোমার দেওয়া অসম্ভব সুন্দর সেই মুহূর্তগুলো।
সত্যি সব কিছুই ফিরিয়ে দেয়া যায় কিন্ত সময়কে ফিরিয়ে দেয়া যায় না ।
খুব ভালোলাগলো আপনার কবিতা বরাবরের মতই সুন্দর

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:২৪

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ জুন।

৯| ১৯ শে মে, ২০১৫ সকাল ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:২৫

রোদেলা বলেছেন: ধন্য হইলাম মাহবুব ভাই।

১০| ১৯ শে মে, ২০১৫ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: অনেক শব্দের বড় লাইনে তৈরি কবিতায় - অনুভূতির চমৎকার প্রকাশ। অনেক সুন্দর হয়েছে।

৬ষ্ঠ প্লাস।

২০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

রোদেলা বলেছেন: অসংখ্য ভালো লাগা।

১১| ২০ শে মে, ২০১৫ দুপুর ২:৪১

জেন রসি বলেছেন: মেপে- মেপে ,খেয়াল করে দেখো এক মন ওজনো কম হবে না কোথা্‌ও ,
কেবল ফিরিয়ে দিতে পারলাম না তোমার দেওয়া অসম্ভব সুন্দর সেই মুহূর্তগুলো।।

চমৎকার।

+

২০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

রোদেলা বলেছেন: ধন্যবাদ ,শুভেচ্ছা জানবেন।

১২| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:১৪

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন সেলিম ভাই।

১৩| ২৭ শে মে, ২০১৫ সকাল ১১:৩২

রেহান শুভ বলেছেন: অসাধারণ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.