নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণ জলে ভিজিয়ে দিলো পদ্ম পাতার জল …

২০ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৩

বিশ্বাস বলে যেখানে কিছু নেই সেখানে সুযোগ দেবার কি মানে?এমন কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যবনিকা টানলেন পরিচালক তন্ময় তানসেন।
বলছিলাম মনমুগ্ধকর পদ্ম পাতার জল ছবির সমাপ্তির কথা।সব ছবির বেলায় আমি শুরু থেকে বর্ননা করি,এবার করছি শেষ থেকে।কারন এক ফোটা জল পদ্ম পাতায় কতোটা নড়বড়ে তা বাস্তব জীবনে বহুবার আমরা দেখেছি,কিন্তু সেলুলয়েডের পর্দায় এমন চমৎকার উপস্থাপন সচরাচর দেখা যায় না।
ফুলেশ্বরী(বিদ্যা সিনহা মীম) ,যার জন্মই হয়েছে এক ভয়ঙ্কর দানবের ঘরে তার ভাগ্যে বিধাতা রাজপুত্র ঠিকি দিয়েছিলেন কিন্তু সেই তলা বিহীন রাজপুত্রের ছিল না কোন সাহস ,নিজের উপর ছিলনা আত্মবিশ্বাস।ফুলেশ্বরীর ভালোবাসার সন্মান সে দিতে পারেনি।কাহিনীর শেষ পর্যায়ে ফুলেশ্বরী নিজেই ব্যক্ত করেছে-আমার মুক্তি আমি নিজেকেই করেছি।কিন্তু সেই সত্য জানতে অনেক দে্রী হয়ে গেছে জমিদার পুত্রর।প্রেমের কাহিনী নিয়ে করা পূর্নদৈর্ঘ্য ছবিতে নায়ককে দেখা যায় প্রেমে অন্ধ হয়ে মাতাল বনে গিয়ে পথে পথে হাঁটতে ,কিন্তু এই ছবির টার্নিক ছিল খুব আচমকা এবং অপ্রত্যাশিত।অবিরত চুরুট টানতে থাকা সরফরাজ আচমকা উপস্থিত হয়ে পুরো গল্পের মোড় বোদলে দিলেন।যে ফুলেশ্বরীর জন্য জমিদার পুত্র রিজোয়ান(ইমন) দিন রাত এক করে দিয়েছে সেই কিনা বিনা বাক্য ব্যয়ে বিক্রী করে দিল তার প্রিয়তমাকে।স্বল্প সময়ের জন্যে হলেও সরফরাজ চরিত্র বিশাল একটা টার্নিং পয়েন্ট হয়ে রয়ে গেছে পুরো ছবিতে।আর কবি চরিত্র অসাধারন ফুটিয়ে তুলেছে ইমন।
মীরাক্কেল চ্যাম্পিয়ন রনির প্রতিভা আমাদের কারো অজানা নয়,তারপরো যতোবার তাকে স্ক্রীনে দেখলাম মনে হয়েছে ওর ভেতর যা আছে তা পুরোটা পরিচালকরা ঠিকঠাক বের করে আনতে পারছেন না,যদিও এই ছবিতে ভাঁড়ামী করতে তাকে দেখা যায় নি।একি রুমে তিন বন্ধু কেমন মজার সময় কাটাতে পারে তার কিছু চিত্র উঠে এসেছে।বন্ধু চরিত্রে দুইজনই ছিল খুবই সাবলীল ।
এই ছবির সবচেয়ে আকর্ষনীয় বিষয় গানের লোকেশন এবং সংলাপ।সংলাপগুলো খুব মার্জিত এবং সময় বুঝেই প্রয়োগ করা হয়েছে। ঔপনিবেশিক আমলের কাহিনী নিয়ে হলেও গানের চিত্রায়নে চমৎকার আধুনিকতার ছাপ।আর কবির মুখে দু’চার লাইনের ছন্দের খেলা দর্শককে বেশ আনন্দ দিয়েছে তা পিন পতন নীরবতাই বলে দিচ্ছিল।ইউরোপ আমেরিকা না ঘুরে নিজের দেশেই যে এমন চোখ জুড়ানো দৃশ্যায়ন করা যায় তা প্রমাণ করলেন পরিচালক।গানের সব দৃশ্য মনে রাখার মতোন হলেও গানের কথা খুব একটা মন ছুঁয়ে যায় নি যেটা আমি প্রমো দেখে আশা করেছিলাম।বলাকা হলের সাউন্ড সিস্টেমের জন্যে কিনা জানিনা ,বেশির ভাগ শব্দই কানে এসে দমকা হাওয়ার মতোন ধাক্কা দিচ্ছিল।বিশেষ করে তুষার যখন গজলের সুর ধরলো তখন হঠাৎ নিপূনের আগমন উদ্ভট লেগেছে।এই চরিত্রের আদৌ কি কোন প্রয়োজন ছিল?পুরো গানের দৃশ্য মাঠে মারা গেছে।
ব্যান্ডের ভোকালিস্ট কিভাবে এমন দার্শনিক ছবি বানালেন তাই নিয়ে আমি ভাবছি।আসলে চলচ্চিত্র বানানোর জন্যে কেবল পড়াশোনা প্রয়োজন হয় না,প্রয়োজন হয় মেধার।পরিচালক তন্ময় তার পুরোটাই কাজে লাগিয়েছেন।গতানুগতিক রোমান্টিক ছবির বাইরেও যে রোমান্স তুলে ধরা যায় তা তিনি সফল ভাবেই দেখাতে পেরেছেন দর্শককে।পরিশেষে ড্রেস ডিজাইনার এবং মেকাপ আর্টিস্টকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ,কারন মীম এমনিতেই ফর্সা ।ওকে রংমহলের বাইজীর চরিত্রায়ন করতে হয়েছে বলে বাংলা ছবির তথাকথিত মেকাপ দিয়ে মুখ খানা ভরে দেননি বলে।“আমার আছে জল “ থেকে যাত্রা শুরু মীমের চলচ্চিত্র জগতে ,”পদ্ম পাতার জল”-এ এসে যেন তার অভিনয়ে পূর্নতা পেল।এই ছবির ক্যামেরা ম্যান থেকে আরম্ভ করে টি বয় পর্যন্ত সবাইকে সাধুবাদ জানাই এমন গোছানো একটা পারিবারিক পরিচ্ছন্ন ছবি ঈদে উপহার দেবার জন্যে।



মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বর্ণনা খুব ভালো লাগলো। ছবিটি দেখতে খুব উৎসাহিত বোধ করছি।

মীমের আমার আছে জল আর তাঁরকাটা দেখেছি। ভালো লেগেছিল। এটাও আশা করি ভালো লাগবে।

২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৫

রোদেলা বলেছেন: ছবি দেখে ভালো লাগবে আশা করছি।খুব পরিচ্ছন্ন ছবি।

২| ২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার রিভিউ ।+++

মুভিটা দেখার ইচ্ছা রইল। :)

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৯

রোদেলা বলেছেন: :)

৩| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১:৩১

আরিফ রায়হান বলেছেন: দেখতে হবে :3

২১ শে জুলাই, ২০১৫ রাত ১:৫১

রোদেলা বলেছেন: াশাহত হবেন না আশা করছি।

৪| ২১ শে জুলাই, ২০১৫ রাত ৩:১২

হাসান রাজু বলেছেন: ভাইকিংসের লিরিক ছিলো অসাধারণ গানও ছিলো তেমনি। গত প্রায় ১০ বছরে এদের ঠিকিটারও খুজ মিলেনি। তন্ময়কে চিনি কিন্তু তানসেন ওয়ালা তন্ময়কে চিনিনা। যখন চিনলাম তখন বুঝলাম তিনি মুভি বানানোতে ব্যাস্ত ছিলেন। গানের মত ছবিও অসাধারণ হবে আশা করি।
*১০ বছরে "রাত্রির ঘুম ভেঙেছে " নিশ্চয়ই।

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৩

রোদেলা বলেছেন: ১০ বছরে "রাত্রির ঘুম কেমন ভাংলো তা দেখার জন্যে একবার ঘুরে আসুন হলে,ভালোই লাগবে নিশ্চই।

৫| ২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৭

পুরকবি বলেছেন: খুব সুন্দর ছবি, মীমের অভিনয় অসাধারন হয়েছে ও ধীরে ধীরে পরিনত হয়েছে |
Emon is not at par, but deserve appreciation. The set selection, costume was awesome, especially I recall a scene on bamboo raft in a lagoon probably in Bandarban, or Rangamati(কেন জানি মনে হছ্ছে এটা কোনো ভালো উদাহরন হল না..:-) ).
The story line has some glitches, but, then again it's ok. I have seen the movie with my family in IRIS hall of Jamuna Future Park, the sound, and ambiance was very good.ছবিটা দেখার পর অনেক দিন পর একটা ভালোলাগা নিয়ে বের হলাম, অন্তত আমার অনুভূতি...

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৪

রোদেলা বলেছেন: সহমত।

৬| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: বর্ণনা খুব ভালো লাগলো। দেখবো কিনা বলতে পারছি না। দেশে ভিতর এমন সুন্দর কাজ করা যায় জেনে খুশি হলাম।

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৫

রোদেলা বলেছেন: যদি যান আমারে নিয়েন ,যমুনায় দেখমু ;)

৭| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৪

জেন রসি বলেছেন: রিভিউ ভালো লেগেছে। :)

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৬

রোদেলা বলেছেন: ছবিটা আরো ভালো লাগবে ,দেখে নিন।নইলে বিরাট মিস।

৮| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু তোমার বর্ণনা সবসময় পাঠককে ধরে রাখে। :)

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৮

রোদেলা বলেছেন: জাল দিয়া পাঠক ধরুম বইল্যাই অফিসে যাইতে দেরী হয়।বস কয়-আপনে কবে পাংচুয়াল হবেন,লেখা লেখি কি আপনেরে পয়সা দেয়?
লেখা লেখি আমারে কি দেয় তা তারে কেম্নে বোঝাই.।। :``>>

৯| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৯

হাসান মাহবুব বলেছেন: এইটা দেখার ইচ্ছা আছে। এই সিনেমার একটা গান আমার কাজিন ।রানা ভাইয়া লিখেছে।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৮

রোদেলা বলেছেন: কোন গান জানতে পারলে ভালো হোতো।জিবনে এতো গান লিখলাম,কেউ গাইলোনা। :(

১০| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮

রূপা কর বলেছেন: দেখতে হবে । সুন্দর রিভিউ

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৯

রোদেলা বলেছেন: :)

১১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩১

আরণ্যক রাখাল বলেছেন: সিনেমাটা দেখতে হচ্ছে তাহলে :-/
এতো গান লিখলাম,কেউ গাইলোনা!
আপনার গানের লিরিক পাইলে আমি ফাটায় দিতে পারি। আমার কণ্ঠ সেইরকম। কিন্তু শালার :> কেউ প্রশংসা করলো না। কিন্তু আমি তো জানি আমার কণ্ঠ কতো মধুর, শুধু পাবলিক বুঝল না।
সেকুলাস, কি বিচিত্র এই দেশ !:#P

২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:০২

রোদেলা বলেছেন: =p~৩১ তারিখ বিশ্বসাহিত্য কেন্দ্রে আমার একক সন্ধ্যা।আসো তোমার কন্ঠ শুনি।

১২| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪

মায়াবী রূপকথা বলেছেন: নাইস রিভিউ আপু

২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:০৯

রোদেলা বলেছেন: থ্যাঙ্কু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.