![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
কবিতা লেখা আরম্ভ করারো আরো বহু বছর পর জানতে পারলাম বেশ কিছু বৃত্তের নাম-অক্ষর বৃত্ত ,স্বর বৃত্ত,মাত্রা বৃত্ত।
কিন্তু আমার জীবনেতো একটাই বৃত্ত,আর তা হলো আমার পাঠক।আমি বিন্দু হয়ে সেই সব গুন মুগ্ধ পাঠকেঁর মাঝে বেঁচে থাকতে চাই যারা কঠিন শব্দের ধার ধারে না,যারা তাদের মনের অনুভুতি প্রকাশের জন্যে একটি খোলা জানালার জন্যে অপেক্ষা করে সেখানে আমি এক চিলতে রোদ হয়ে আলো ছড়াতে চাই।
ডজন খানেক বই আমার প্রয়োজন নেই,প্রয়োজন কেবল পাঠকের সুস্পষ্ট মন্তব্য যা আমাকে আরো আগ্রহী করে তুলতে পারে জীবন বোধ নিয়ে লিখতে।আমি জীবনের কথা বলতে চাই,আমি মানুষের কথা বলতে চাই।পাঠক যেন লেখাটা পড়েই বলতে পারে-উফ,এটাতো আমার কথাই।
হুম সমগ্র পৃথিবীটাকে পরিধি বানিয়ে আমি কেন্দ্র হয়ে বিলিয়ে দিতে চাই অপাড় রোদ্দুর।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
শুধু কবি সমাবেশ নয়,যারা শ্রাবণ বর্নে নিজেদের রাঙাতে চান নিজেদের ,কিছু সময়ের জন্যে হলেও রাজধানীর হট্টগোল থেকে দূরে থাকতে চান তাদের সবার জন্য এ নিমন্ত্রণ ।
ஜ۩ সময়: বিকাল ৩.৩০টা শুক্রবার, ৩১ জুলাই ‘১৫
ஜ۩ উপস্থিতি: সবার জন্য উন্মুক্ত
ஜ۩ স্থান: ২য় তলা, বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৪ কাজী নজরুল ইসলাম রোড, বাংলা মটর, ঢাকা-১০০০
ஜ۩ কবি ও প্রাবন্ধিক রোদেলা নীলার একক কবিতা সন্ধ্যা, ঈদ শুভেচ্ছা বিনিময়
ও উপস্থিত কবিদের স্বরচিত, নিবেদিত, উৎসর্গীকৃত কবিতা পাঠ।
۩ஜ প্রধান অতিথি:
জতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা
۩ஜ উদ্বোধক:
কবি আল মুজাহিদী
۩ஜ প্রধান আলোচক :
কবি অসীম সাহা
۩ஜ বিশেষ অতিথি :
কবি ও ছড়াকার আসলাম সানী
প্রফেসর আহমেদ রেজা
কবি সরকার মাহবুব
কাজী সালাহউদ্দিন
ড. জাহিদা মেহেরুননেসা
۩ஜআলোচক
আলী মুহম্মদ লিয়াকত, এবিএম সোহেল রশিদ, মাহবুব খান, শাওণ আসগর,
۩ஜঅতিথি:
শামিম পারভেজ, লুৎফুন নাহার রহমান, সাফিয়া খন্দকার রেখা,
ও উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি সাহিত্যিক সাংবাদিক ও বিশিষ্টজন।
۩ஜসভাপতি :
কবি ক্যামেলিয়া আহমেদ
۩ஜ শুভেচ্ছান্তে-
মাহাবুব খান
মহাসচিব
অনুশীলন সাহিত্য পরিষদ
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
রোদেলা বলেছেন: আসতে হবে।
২| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০২
প্রামানিক বলেছেন: এই খবরটা যদি দু’দিন আগে দিতেন তাহলে অন্য প্রগামে মাথা দিতাম না। তারপরেও চেষ্টা করবো উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ রোদেলা আপা। শুভেচ্ছা রইল।
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
রোদেলা বলেছেন: এইটা আপনে কি কন?যেমনেই হোক আসন লাগবো,নু এক্সকিউজ।
৩| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
শতদ্রু একটি নদী... বলেছেন: হয়তো দেখা হবে। শুভকামনা রইলো আপা
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৩
রোদেলা বলেছেন: অপেক্ষায় থাকলাম।
৪| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
জেন রসি বলেছেন: শুভকামনা রইলো।
৫| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৪৪
একান্ত আমি (আর জে) বলেছেন: কবির আর একটা নাম জে নিলা তা জানতে পারলাম। সহজ ভাষা আমার খুবই ভাললাগে। অর্থ গুলো সহজে বোঝা যায়। কিন্তু তারপরও মুল ভাব বুঝতে একটু ভাবতে হয়। কারন সহজ কথার মাঝেও কঠিন অনেক কিছু লুকিয়ে থাকে।
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৫
রোদেলা বলেছেন: কারন সহজ কথার মাঝেও কঠিন অনেক কিছু লুকিয়ে থাকে।।
হুম,আর একটা নাম নীলা।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৩০
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: আমন্ত্রন পাইলাম