নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

মানুষগুলি আসলেই এমন রকম //

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫২

আমরা কি কোন মানুষ নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
ওদের কোন চোখ নেই,বোধ নেই ।
উন্মাত্তাল বানর জীবন সঙ্গী হয়েছে নি্ত্য,
সারাদিন উচ্চমাত্রার ধ্ববনীতে বিরক্ত হবার অবসর নেই যেন।

মানুষগুলি একেবারেই অন্যরকম ;
নাসিকারন্ধ্রে থাকে না অক্সিজেনের আনাগোনা ,
উপচে পড়া ডাস্টবিনের বিকট দুর্গন্ধ মাথায় নিয়ে
অবলীলায় হেঁটে চলে পাশ কাটিয়ে ।
দৈনিক ছাপানো মৃত্যূ সংবাদ লাগে ভাতের মতোই অতি সাধারন।

মানুষগুলি আসলেই অন্যরকম ;
ব্যস্ত রাজপথে বিশাল ব্যানার রাঙিয়ে চিৎকার করি জয়োল্লাসে ;
অভুক্ত জনপদ পিছে পড়ে থাকে ;
সত্তুর হাজার অথবা তার চাইতেও অধিক বেশিতে কাটে শোকের মাতম।
পোস্টারের সবটা জুরে কেবল নিজের মুখচ্ছবি ;
শোক গাঁথা অধ্যায় কবে উৎসবের মাতাল হাওয়া ছড়ালো-
এ প্রশ্নে সবাই নিশ্চুপ ।

মানুষগুলি সত্যিই বুঝি অন্যরকম ;
ওদের ভীষন ক্ষমতা;
ইচ্ছে করলেই চা-পাতির এক কোপে ফেলে দিতে পারে কল্লা।
ইচ্ছে করলেই রিমান্ডে নিয়ে দখল করতে পারে শেষ নি;শ্বাস,
চৌদ্দ টুকরো করে হাড্ডি সরালেও টু শব্দটি করবেনা কাঙাল গুলো।

মানুষগুলি এমনি -
ওদের চোখ আছে --তাতে নেই আলোর দিপ্তী ।
ওদের নাসিকা আছে --কার্বনের তিক্ত রসে ভরা ।
ওদের কন্ঠ আছে --অযাচিত আস্ফালনে হা্মলে পড়ার ।
ওদের হাত আছে --নিস্তেজ করে দিতে পারে বিরোধী শক্তিকে। ।

আমরা এই সব মানুষ নিয়েই থাকি ।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৯

সুমন কর বলেছেন: আপনার কবিতায়, নির্মলেন্দু গুণের মানুষ কবিতার ছায়া পড়েছে।

মোটামুটি লাগল।

১ম প্লাস।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৬

রোদেলা বলেছেন: মানুষগুলি বুঝি অন্যরকম-এমন একটা লেখা থেকেই আবার সাজানো ।গুনের কবিতাটা মনে পড়ছেনা।ধন্যবাদ।

২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪

মায়াবী রূপকথা বলেছেন: ভাললেগেছে রোদেলা আপু। :)

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ মায়াবী,লেখাটা গোছাতে পারিনি।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২২

ভ্রমরের ডানা বলেছেন: আসলেই মানুষ গুলো অন্যরকম।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮

রোদেলা বলেছেন: তাইতো মনে হয়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.