![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
ঘুরাঘুরি করা আমার পুরনো অভ্যেস।চান্স পাইলেই এইখানে তো ওইখানে,দেশের মধ্যেই চিপা চাপি যা আছে তা দেখতে বাহির হইয়া যাই।এই ঘুরতে ঘুরতেই একদিন Mohiuddin Helal ভাইয়ের সাথে দেখা।তার গ্রীন হলিডে অফিসে আমার যাতায়াত তা প্রায় এক বছর,এই ট্যুরিস্ট অফিসে বসলেই মনে হয় , ভাই এক খানা ভিসা ধরায় দিয়া বলবেন-যান,একটু সিঙ্গাপুর ঘুরে আসেন।আসলে ভ্রমণ নামক কঠিন বিষয়টাকে তিনি এতোটাই সহজলভ্য করে দিয়েছেন,সত্যি অবাক হতে হয়।দেশে কি দেশের বাইরে তার বিরাট প্লান করা আছে।কে কিভাবে থাকবে,কিভাবে যাবে আবার কোন হোটেলে থাকবে সব কিছুই গোছানো।আরো বেশি চমতকৃত হয়েছি এই দেখে যে এমন একজন ব্যবসায়ী মানুষ পর্যটনের উপর আকর্ষনীয় ম্যাগাজিন প্রতি মাসেই প্রকাশ করছেন তাই দেখে।আগে জানতাম যারা সাংবাদিকতা করে কাগজ পত্র বুঝি তাদের চালানোর কথা।এখন দেখছি আমার মতোন ম্যাথমেটিশিয়ান এই রাস্তা ধরে ফেললো।ভাইরাস ভাই কঠিন ভাইরাস।
এই কঠিন ভাইরাসে যখন আমি এতোটা আক্রান্ত,সে ক্ষেত্রে বন্ধুদেরতো একটু জ্বালাইতেই হয়।
যারা কিছু দিন আগেও চমৎকার চোখ কাড়া জায়গা থেকে ঘুরে এসেছেন সেই সম্পর্কে লিখেন।লিখতে পারেন ভ্রমণ অভিজ্ঞতা,ভ্রমন টিপস ,খানা পিনার জায়গা,ঘুমানোর হোটেল এমন কি পর্যটন সম্পর্কিত ফিচার।আর যারা দেশের বাইরে থাকেন তারাতো আরো ভালো ভাবেই তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন।আসছে শীত সংখ্যায় সেই লেভেলের আকর্ষনীয় লেখা চাই।চাই সেইরাম ছবি,সো ফটোগ্রাফার ভাই -বোনরা তৈরি থাকেন।লেখা পাঠানোর ঠিকানা[email protected]
নির্বাচিত লেখক দের অবশ্যই ইনামী আছে।
আমাদের পেইজ লাইক দিয়ে সবসময় আপডেট থাকেন--view this link
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১০
রোদেলা বলেছেন: নভেম্বর পুরোটাই দিলাম।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন। শুভকামনা রইল।
১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭
রোদেলা বলেছেন: ঘুরতে গেলেই লেখা এবং ছবি দিয়েন।ধন্যবাদ।
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০
হাসান মাহবুব বলেছেন: আটকা পড়ে আছি এই যান্ত্রিক কংক্রিট শহরে। প্রতিদিনের রোমাঞ্চ দৌড়ে, লাফিয়ে, গুঁতিয়ে লোকাল বাসে করে বাড়ি ফেরা। এই আমার পর্যটন অভিজ্ঞতা।
১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৩
রোদেলা বলেছেন: এই অভিজ্ঞতা নিয়েই চলছি।ঈদের আগে ভাড়া নিয়ে হেল্পার বলতো বকশিস,আর এখন বেশি ভাড়া নিয়ে মুখের সামনে একটা কাগজ ঝুলিয়ে রাখে-বাস মালিক সমিতির প্রদত্ত ভাড়া্র ফিরিস্তি।
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩
সুমন কর বলেছেন: লেখা তো নিয়ে গেছেন, নিজ দায়িত্বে ছাপাই দিয়েন...
হাহাহা......
১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩
রোদেলা বলেছেন: ভালোই হইলো,টাকা যা পামু তা আমার পকেটে থাকবোনে।তাও নতুন ছবি থাকলে আমারে ই-মেইল কইরেন।আর আপ্নের ফেইসবুকে কি আমি আছি???????
[email protected]
rodela nila
৫| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩২
সুমন কর বলেছেন: আরে, আপনেরে আমি মেল্যা দিন আগ্গেই রিকু পাঠাইছিলাম....আপনি এ্যাড করেননি
এখন ফেবুতে একটা মেসেজ পাঠাইলাম।
[কানে কানে কই] আগে ছাপানো হোক, পরে টাকা নিয়ে আমরা ভাগভাগি করে নিমু নে.. আপনি একটু বেশী নিয়েন।
আমার ব্লগে আরো ছবি ব্লগ আছে, দেখেন তো চলে কিনা...!
১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫
রোদেলা বলেছেন: আমারে ইন বক্স না করলে আমি দিশা পাইনা,সেলিব্রেটিদের কিযে যন্ত্রনা।খাঁড়ান দেইখা আসি।
৬| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯
সাহসী সন্তান বলেছেন: আমার পোস্টে মন্তব্য দেখে আপনার ব্লগ বাড়িতে ঘুরতে এলাম! আগে চা রেডি করেন পরে কথা হইবেক!
যদিও এখন আর আগের মত ভ্রমন করার সময় পাইনা, তবে সুযোগ পেলেই ছুটে চলি দিগন্তের দিকে। তাছাড়া ব্লগে আইডি খোলার পর থেকে আপনাদের ভ্রমন পোস্ট গুলো দেখে আমার ভ্রমনের ঝোঁক অনেক টা 'দুধের সাধ ঘোলে মেটানোর' মত অবস্থা!
তারপরেও দিলাম আপনার পেইজে একখান কইস্যা লাইক!
ভাল থাকবেন!
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৬
রোদেলা বলেছেন: এত রাতে আর চা বানাইতে পারুম না।এক গ্লাশ দুধ আছে ,চলেন ভাই বোন ভাগাভাগি কইরা খাই।
ভ্রম্ন বিষয়ে আমার নিজের কোন লেখা নেই।আসলে এই বিষয়ে লিখতে হইলে অনেক বাস্তব জ্ঞান থাকা লাগে নইলে পাঠক ক্ষতিগ্রস্থ হয়।আমি আবার পাঠকের ক্ষতি চাই না।আপ্নি মন মতো একটা লেখা দিয়েন
৭| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ব্যাপার।কিন্তু বিখ্যাত কোন ভ্রমণ অভিজ্ঞতা নাই।যান্ত্রিক শহরের এক দুষ্টচক্রে প্রতিনিয়ত চলতেছি।শহর আর জন্মভূমি সন্দ্বীপে আসা-যাওয়া এই ভ্রমণ অভিজ্ঞতার তীব্রতা বেশী।হাহা। কিন্তু এসব অভিজ্ঞতা দেওয়ার মতো নয়।ভবিষ্যতে ব্লগবাড়ি সন্দ্বীপ নিয়ে লেখা এবং ছবি ব্লগ পোস্ট করবার ইচ্ছা আছে
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮
রোদেলা বলেছেন: স্বন্দীপ নিয়ে দারূন লিখতে পারবেন,দিয়েই দিন।আমি শীতের সংখ্যায় ছাপিয়ে দেব।ই-মেইলে দিন।
৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আয়োজন ।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮
রোদেলা বলেছেন: সাথেই থাকুন।
৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩০
জুন বলেছেন: শুধু কি দেশে বেড়ানো কাহিনী নাকি বিদেশে বেড়ানো ও চলবে রোদেলা আপা?
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮
রোদেলা বলেছেন: দেশ-বিদেশ-আকাশ-পাতাল-সুব লেখা চাই।শীত সংখ্যা ভরা থাকবে আমার ব্লগার বন্ধুদের লেখায়।
১০| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬
জুন বলেছেন: আমার ব্লগ বোঝাই তো শুধু ভ্রমন কাহিনী। নামই তো ব্লগে আমার ইবনে বতুতা তবে গল্প কবিতা ফিচার ইতিহাস বাচ্চাদের জন্য উপকথার অনুবাদ সবই আছে রোদেলা আপা
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮
রোদেলা বলেছেন: পর্যটন বিচিত্রার উপযোগী কোন লেখা দিন।এই দেশে শীতে অনেক উৎসব হয় তেমন একটা লেখা ইমেইল করলেই হবে।
১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক বেড়াইসেন,এবার লিখা দিন।।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
তুষার কাব্য বলেছেন: দারুন আয়োজন।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০
সাইফুর রহমান পায়েল বলেছেন: শেষ তারিখ কবে লেখা দেয়ার?