নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ বিষয়ক লেখা চাই।।

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫


“দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দু’পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।“

কবির কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতেই হয় হাজার ডলার খরচ করে আমরা ঘুরতে যাই দেশ থেকে অনেক দূরে।কিন্তু ঘরের কাছেই যে কতো সুন্দর সুন্দর জায়গা আছে তা যেন পরখ করে একবারো দেখতে চাই না।বান্দরবন,নিলগিড়ি,কক্সবাজার ছাড়াও আমাদের দেশের বুক জুড়ে আছে শত শত দর্শনীয়।আর পর্যটন বিচিত্রার কাজই হচ্ছে সেই সব দর্শনীয় স্থান গুলোকে সবার সাথে পরিচিত করে দেওয়া।আরো একটি বড় দায়িত্ব আমরা পালন করছি-যে সব স্থানে পুরনো ভাস্কর্য ক্ষতির সম্মুখীন হচ্ছে তা সংশ্লীষ্ঠ সকলের কাছে তুলে ধরা যেন সেগুলো দ্রুত মেরামতের কাজে সরকার এগিয়ে আসে।
সব চেয়ে বড় কথা ,এই তথ্যগুলো আপনাদের মাধ্যমেই পর্যটন বিচিত্রা তুলে ধরবে।তাই খুব শীঘই লেখা পাঠান এইসব বিষয়ে-
১।পর্যটন স্পট
২।পুরাকীর্তির খোঁজ
৩।সংরক্ষন সম্পর্কে চিঠি
৪।হোটেল সম্পর্কে তথ্য
৫।ভ্রমন বিষয়ক বইয়ের পরিচিতি
৬।বিভিন্ন ইভেন্টের খবর
আগামী ২০ তারিখের মধ্যে এই সংখ্যার জন্য লেখা পাঠান এই ঠিকানায়[email protected]

আহবায়ক
রোদেলা নীলা
নির্বাহী সম্পাদক
পর্যটন বিচিত্রা

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৪

শামছুল ইসলাম বলেছেন: খুব ভাল উদ্যোগ।
সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

ভাল থাকুন।সবসময়।

১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬

রোদেলা বলেছেন: আপনারা সাথে থাকলে অবশ্যই সফলতা আসবে।শুভেচ্ছা জানবেন।

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮

আবু শাকিল বলেছেন: আগে ত জানতাম অন্য একটি ম্যগাজিনে কাজ করতেন !
পর্যটন বিচিত্রা য় যোগদান করলেন কবে ?

১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

রোদেলা বলেছেন: অনন্যাতে কাজ করতাম,এখানে কেবল জয়েন করেছি।ধন্যবাদ।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

প্রামানিক বলেছেন: দারুণ একটা উদ্যোগ। ধন্যবাদ রোদেলা আপা।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১

রোদেলা বলেছেন: পুরনোকে নতুন রূপে মেলে ধরার সুযোগ পেলাম,সাথেই থাকুন দাদা।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ ।
নতুন কর্ম ক্ষেত্রে আপনার সাফল্য কামনা করছি ।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯

রোদেলা বলেছেন: আর কইয়েন না,গ্রাহক হইতে বলতে চাইলাম,আর কিযে পেস্ট হইলো।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

মামুন রশিদ বলেছেন: সম্ভব হলে পর্যটন বিচিত্রার গ্রাহক কিভাবে হওয়া যাবে জানিয়ে দিও।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩

রোদেলা বলেছেন: ভাইয়া,মাঝে কিছু দিন পত্রিকাটা বন্ধ ছিল।এখন আমার দায়িত্ব এটাকে প্রতি মাসে প্রকাশ করা।কঠিন চ্যালেঞ্জ।এবার পত্রিকা প্রেসে চলে যেতেই মার্কেটিং শুরু করবো পুরো দমে।আর ভাই ব্রা্দাররা না চাইলেও গ্রাহক হতেই হবে।সামাজিক দাবী... :D

৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সরি ! রিপ্লাইটি আমার এন্টেনায় ক্যাচ করেনি ।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

রোদেলা বলেছেন: :``>>

৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ উদ্যোগ আপু!!!!!!
সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

ভাল থাকুন।সবসময়।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

রোদেলা বলেছেন: সাথে থাকুন কামরুন নাহার বীথি

৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইহা একটি প্রশংসনীয় উদ্যোগ নয় বলতে হবে মহা প্রশংসনীয় উদ্যোগ।






ভালো থাকবেন নিরন্তর।

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

রোদেলা বলেছেন: নিয়মিত বের করতে পারলে মহা প্রশংসনীয় হবে,ভ্রম নিয়ে লেখা আয়োজন করা বিরাট কঠিন কাজ।ধন্যবাদ।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

মায়াবী রূপকথা বলেছেন: ভাল ব্যাপার

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬

রোদেলা বলেছেন: ধন্যবাদ মায়াবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.