নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

শেষ চিরকুট //

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২


চলে যাচ্ছি ;
খোলা দরজা ভিড়িয়ে দাও ,
ভেতর থেকে লক করে নাও ,
আনমনা মন ভুলেই যাবে –
এক্ষনি এই লকের চাবি ঘুরিয়ে নাও।
ঠিকে ঝির ভীষন রকম চুরির বাতিক;
মানিব্যাগটা সামলে রেখো ,
অফিস পথে যাবার সময় চাবির গোছা সঙ্গে রেখো ।

চলে যাচ্ছি ,
আকাশ থেকে রাতের আলো সড়ে যাচ্ছে ।
মাথার পাশের ছোট্ট ঘড়ি এলার্ম দিবে,
ফ্রীজের ভেতর জেলি-বাটার সবই আছে।
তোমার যেমন বাজে অভ্যেস,
জানি বাটারগুলোই ধংস হবে।
বুঝতে চাওনা –বয়স হলেই ওজন বাড়ে,
ফেরার পথে আধ ঘন্টা হেঁটে নিবে।

চলে যাচ্ছি ,
মিটিং হলেই বিকেল বেলা লাঞ্চ করোনা,
খাবার আগে লিওসেকটিল খেয়ে নিও ।
মানিব্যাগের কোনায় একটি পাতা রাখাই আছে।
রাত্রি হলে নেটের বুকে মুখ গুঁজোনা,
ঘন ঘন সিগারেটে টান দিও না।

আমার আর কিবা ক্ষতি,
যাবার বলেই চলে যাচ্ছি।
তোমার জীবন যত্ন করে তোমার রেখো,
অবহেলার তীব্র দহণ সঙ্গে থাকুক।
ভালোথাকার সব’কটা সুর তোমার ঘরের তানপুরাতে ছন্দ তুলুক।

(বহুদিন পর একটি কবিতা লিখলাম।একদন নিরবিছিন্ন নির্দলীয় নিরাপদ কবিতা।এইসব কবিতা নিজেই এতো বেশি আহত , একে আর নতুন করে চাপাতি দিয়ে কোপাতে হয় না।।)

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

রানা বংগবাসী বলেছেন: খুন সুন্দর লিখেছেন।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

রোদেলা বলেছেন: ধন্য হলাম।

২| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

সাবলীল মনির বলেছেন: ভীষণ ভাল লাগল, চমৎকার !

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

জনাব মাহাবুব বলেছেন: ভালো লাগার মত কবিতা। :)

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

রোদেলা বলেছেন: ধন্য হলাম।

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

শামছুল ইসলাম বলেছেন: মায়া জাগানিয়া কবিতা, মুগ্ধতা প্রথম থেকে শেষ অবধি।

ভাল থাকুন। সবসময়।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

রোদেলা বলেছেন: আমি ধন্য হলাম ধন্য হলাম।

৫| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় আচ্ছন হয়ে আছি। অসাধারণ অভিব্যক্তি। ভাল লাগা রইল।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

রোদেলা বলেছেন: শুভেচ্ছা অনেক।

৬| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

জেন রসি বলেছেন: কবিতায় অভিমান এবং চাপা ক্ষোভের একটা মোলায়েম আবরন আছে। ভালো লেগেছে।

নিরবিছিন্ন নির্দলীয় নিরাপদ কবিতাও আজ অন্ধদের পীড়ার কারন হতে পারে। কারন তারা আসলে কিছুই দেখেনা, কিছুই বুঝেনা। তাদের মগজে শুধুই মধ্যযুগীয় চেতনার বিষ।

ভালো থাকুন সবসময়।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

রোদেলা বলেছেন: তারা আসলে কিছুই দেখেনা, কিছুই বুঝেনা। তাদের মগজে শুধুই মধ্যযুগীয় চেতনার বিষ। এটাই সত্য।

৭| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

অগ্নি সারথি বলেছেন: এইসব কবিতা নিজেই এতো বেশি আহত , একে আর নতুন করে চাপাতি দিয়ে কোপাতে হয় না- আহত কবিতায় ভাললাগা।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

৮| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কত্ত ভালবাসা ! কত্ত হৃদয়ের টান !! কত্ত কেয়ার !!!
কোন এক বিড়ি খোরকে আমার বড়ই হিংসা হচ্ছে :P

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

রোদেলা বলেছেন: বিড়িখোড়তো দুইন্যাতেই নাই,তারে পাওন যায় আমার স্বপ্নে।ধইরা মাইর দেন।

৯| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

সুমন কর বলেছেন: কোথায় যাচ্ছেন !! আর এতো উপদেশ দিলে হবে............

.....................যাচ্ছেন যখন চলে,
থাক না কিছুদিন, নিজের মতো করে।

বয়স হলেই ওজন বাড় < বাড়ে হবে।

জোবিন মানে কি?

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

রোদেলা বলেছেন: বাংলা বানানে এম্নিতেই আমি পিএইজডি হোল্ডার।এবার পড়েন।

১০| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

আলোরিকা বলেছেন: চলে যাওয়া মানে প্রস্থান নয় , নয় বন্ধন ছিন্ন করা....... যে বন্ধন বিনি সুতোয় , তাকে উপেক্ষা করবেন কি করে :)

কবিতায় ভাল লাগা , শুভেচ্ছা ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

রোদেলা বলেছেন: হুম,সত্যিকারে বন্ধন উপেক্ষা করা কঠিন।

১১| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

রুদ্র জাহেদ বলেছেন: (বহুদিন পর একটি কবিতা লিখলাম।একদন নিরবিছিন্ন
নির্দলীয় নিরাপদ কবিতা।এইসব কবিতা নিজেই এতো
বেশি আহত , একে আর নতুন করে চাপাতি দিয়ে
কোপাতে হয় না।।)

দারুন কবিতা

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

রোদেলা বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ।

১২| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

হাসান মাহবুব বলেছেন: সাধারণ কিছু শব্দ, অথচ কী ভীষণ তাদের ক্ষমতা! তবুও চলে যেতে হয়। হাত জুটে যায়।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

রোদেলা বলেছেন: যে হাত ছুঁয়ে যায় পরম নির্ভ্ায় সে হাত আর জুটে না,শুভেচ্ছা।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

নিমগ্ন বলেছেন: কবিতায় ভাললাগা ও একই সাথে ভালবাসার একটি স্ফুরণচ্ছটা দেখতে পেলাম। চাপাতি নিয়ে আর কিছু বলতে চাই না কবিতায় বলে ফেলেছি যা বলার।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

রোদেলা বলেছেন: ধন্যবাদ নিমগ্ন,ভালো লাগলো আপনাকে পেয়ে।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

নিমগ্ন বলেছেন: স্যরিঃ
চাপাতি নিয়ে আর কিছু বলতে চাই না কবিতায় বলে ফেলেছেন আমি যা বলার।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

গেম চেঞ্জার বলেছেন: কবিতায় ভালবাসার কয়েক ছটা মুক্তো ও শেষে একটা চাঁপা আর্থনাদ শুনলাম।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

রোদেলা বলেছেন: কষ্ট জমাই বুকের মাঝে , অশ্রু এসে ডাকে,
তাই বলে কি কষ্ট গুলো লুকিয়ে বলো থাকে?

১৬| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

গেম চেঞ্জার বলেছেন: কাব্যিক উত্তরের জন্য ধন্যবাদ রোদেলা আপু। :)

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: আমার আর কিবা ক্ষতি,
যাবার বলেই চলে যাচ্ছি।
তোমার জীবন যত্ন করে তোমার রেখো,
অবহেলার তীব্র দহণ সঙ্গে থাকুক।
ভালোথাকার সব’কটা সুর তোমার ঘরের তানপুরাতে ছন্দ তুলুক।


বেকুব সৌন্দর্য---কবিতার সৌন্দর্যে, আমি বেকুব বনে গেলাম।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

রোদেলা বলেছেন: ভালো বলেছেন।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

নির্বাসিত_নির্বাক বলেছেন: অসাধারণ লিখেছেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.