নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নীল রি্সোর্ট সাবরিনা //

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬


সূর্য পশ্চিমাকাশে বিলীন হতে হতেই কেমন এক ঠান্ডা হিমেল হাওয়া পরশ দিয়ে যায় ।বোঝাই যাচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে।বাচ্চাদের পরীক্ষা প্রায় শেষ,এর মধ্যেই বন্ধুরা মিলে আলোচনা করছিলাম এবারের পিকনিকটা কোথায় করা যায়।প্রতিবারই কক্সবাজার কিংবা বান্দরবন-রাঙ্গামাটি।এমন দুরের পতা; অনেক সময় বাচ্চা আর ল্যাগেজ এই দুই টানতেই অবস্থা কাহিল।তাই বুদ্ধি করেছি-কাছে ধারেই কোথাও যাবো।ঢাকা থেকে যেতে আস্তে যেন বেশ সময় না লাগে,আর খরচটাও যেন হয় হাতের নাগালে।দায়িত্ব যথারীতি আমার ঘাড়ে ,তাই রেকি করতে বের হলাম।পূবাইলে বেশ কয়টা রিসোর্ট আমি এর আগেও দেখেছি।কিন্তু সাবরিনা ড্রীম রিসোর্টে পা রেখে খানিক অবাক হলাম।একপাশে ঘন গাছের উঁকি ঝুঁকি খেলা আবার তার সাথেই ছন্দ মিলিয়ে আধুনিক বাসস্থান।যদিও আমার থেকে যাবার কোন প্ল্যান নেই,তবু মনে মনে ঠিক করে রেখেছি পরবর্তি গল্প লিখতে অবশ্যই আমি ওখানে যাবো।এমন নিরিবিলি জায়গা ঢাকা হতে মাত্র ৪০ কিলোমিটার পথ আর পাওয়া যাবে না।
প্রায় ৪৫ বিঘা জমির উপর গড়ে তোলা রিসোর্ট দেখে মনে হয় কেউ যেন বাগান বাড়ি বানিয়ে রেখেছে।ইচ্ছে হলেই বিকেল বেলা ইজি চেয়ারে বসে চা খাবে আর প্রজাপতির রঙের খেলা দেখবে।এসি রুমের ব্যবস্থাতো দেখলামই ,আর যাদের খুব শীত বেশি তাদের জন্য আছে নন এসি রুম।প্রায় ৫০০ থেকে ১০০০ জনের সমাবেশ ঘটলেও কোন সমস্যা হবে না।কিচেনের ব্যবস্থা একদম আলাদা, যে যা খেতে চায় কেবল অর্ডার করলেই হলো।ইচ্ছে করলে বার-বি-কিউ পার্টিও সম্ভব।এমন বড় মাঠ,ছেলে পুলেরা তো মনে হয় ক্রীকেট নিয়েই হাজির হয়ে যাবে।আমি অবশ্য পুকুর পেয়ে বেশি ব্যস্ত ছিলাম,এমন গভীর –মনে হচ্ছিল ঝুপ করে ডুব মাড়ি।কিন্তু অতি পটিয়সী সাঁতারু না বলে এ যাত্রায় সাহস করলাম না।
তবে নাটকের শ্যুটিং-এ জায়গাটাকে বেশ কাজে লাগানো যাবে,খুব একটা খরচ না।মাকে বলে দিয়েছি সমিতির যতো পিকনিক,স্কুলের যতো ক্রীড়া প্রতিযোগিতা এখানেই করতে।চাইলে গাড়ির সুবিধাও সাবরিনা করে দিচ্ছে নির্ধারিত মূল্যে।আর বিয়ে বা গায়ে হলুদের সব ধরনের অনুষ্ঠান করাও সম্ভব,এমন কি কর্পোরেট মিটিং-এর জন্যও আলাদা ব্যবস্থা আছে।
আসল কাহিনী হচ্ছে, এই যে আমি নিজের খেয়ে সাবরিনা ড্রীম হাউজের গুন গান গাইলাম,কিন্তু এরাতো আমারে একটা টাকাও দিল না।কিন্তু আপনারা রাজি থাকলে দল বেঁধে একদিন ছুটি কাটিয়ে পয়সা উশুল করে আসতে পারি।

www.sabrinatravelsandtours.com

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: জায়গাটা বেশ সুন্দর তো।

পোষ্টটার জন্য ধন্যবাদ।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২

রোদেলা বলেছেন: হুম,শহরের খুব কাছে থেকেও এমন শান্ত পরিবেশ পাওয়া যায় না গেলে জানা হতো না।

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৮

রানার ব্লগ বলেছেন: আসোলেই সুন্দর, সকল সুন্দর্জ একা দেখে কি লাভ।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

রোদেলা বলেছেন: আমিতো একা দেখতে চাই না বলেই,ব্লগে পিকনিক করার প্রস্তাব দিলাম।এখন বাকীটা আপনাদের মর্জি।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর !

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

রোদেলা বলেছেন: খুব সুন্দর।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু অনুগ্রহ করে পোস্টে সরাসরি রিজোর্টটির ফোন নাম্বার ও ঠিকানাটি তুলে দিন। এই ধরনের তথ্য পোস্টে সংযুক্ত থাকলে তা মার্কেটিং পোস্ট হিসেবে চিহ্নিত হবার সুযোগ থাকে।

যদি মন্তব্যের ঘরে কেউ আপনার কাছে জানতে চায়, তখন তাকে আপনি ঠিকানা দিয়ে সাহায্য করতে পারেন, সরাসরি পোস্টেও উল্লেখ্য করে নয়।

ধন্যবাদ।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

রোদেলা বলেছেন: অনেক ভ্রমন পোস্টে দেখলাম সরাসরি নাম সহ ঠিকানা আছে।তাই আমি ভাবলাম ঠিকানা দিলে বুঝি লোকের উপকারই হবে।যাই হোক,আপনি বলেছেন তাই নির্দেশ অমান্য করি কেমনে।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

৬৮৭ বলেছেন: আফনি এই ভাইটাকে অবশ্যই কিন্তু সাথে রাখবেন।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

রোদেলা বলেছেন: লেন সবতে মিল্যা পিকনিক করি,শীত আসি আসি করতেসে।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

রানার ব্লগ বলেছেন: আ!! হা !! আপনার সাথে অমন সুন্দর জায়গায় ঘুরতে ভালোই লাগবে , আয়োজন করে ফেলেন আমি আছি এক নাম্বারে ।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

রোদেলা বলেছেন: ডিসেম্বরেই করবো,সাথেই থাকুন।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১১

রানার ব্লগ বলেছেন: সাথেই আছি ;)

৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর লোকেশন এবং সুন্দর লেখা। একবার ঘুরে আসা ভীষণ দরকার।

৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

রোদেলা বলেছেন: দূরবীন সোজা করে চলেন যাই।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

উল্টা দূরবীন বলেছেন: দূরবীন সোজা করা আইনত দন্ডনীয় অপরাধ। :P

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

রোদেলা বলেছেন: ফেইস বুক আইন নাকি?

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

উল্টা দূরবীন বলেছেন: ফেসবুকের আইন তো ভেঙ্গে যায় টুটা হুয়া দিলের মত। এত্ত নরম আইন না আমারটা।;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.