নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

মাছে-ভাতে বাঙালীর ঘুরে বেড়ানোর স্বপ্ন এবং আমাদের পর্যটন ব্যবস্থা।

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

যারা তিন বেলা ঠিকই অন্ন বস্ত্র এবং বাসস্থানের চাহিদা ঠিকঠাক পূরন করতে পারেন তাদের মধ্যেই দেশ -বিদেশ ঘুরে বেড়ানোর বাড়তি চাহিদা মাথার ভেতর বসত করে।আর এই চাহিদাটা কেবল মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের বেশী মাত্রায় আগ্রহী করে তোলে,কারন বছর শেষ হলেই বাচ্চাদের স্কুলের ছুটি তার সাথে নতুন বছরে কিছু যদি বোনাস পাওয়া যায় তবেই ঘোরাঘুরিটা খুব আরামদায়ক হয়।উচ্চবিত্তরাতো সারা বছরই বিমানে করে কখোন ইউরোপ,কখোনবা আমেরিকা চষে বেড়াচ্ছেন,কিন্তু মধ্যবিত্তের তালিকায় ঘুরতে যাওয়ার খায়েশটা অত সহজে যোগ হয় না,তারা ইচ্ছে করলেই ল্যাগেজ গুছিয়ে বিমানে চড়ে বসতে পারে না,আবার বউ -বাচ্চা
নিয়ে নিরাপদে সড়ক পথে পাড়ি দেবে তার সাহসও পায় না,আর বিদেশ যাবার স্বপ্নতো চিরকাল স্বপ্নই রয়ে যায়।
প্রতি বছর ৩১শে ডিসেম্বর আমরা গুটি কয়েক বন্ধু মিলে ঘরের ভেতরেই আড্ডা দিয়ে কাটিয়ে দেই।কিন্তু এবার পরিকল্পনা ছিল একটু বাইরে ঘুরে বেড়াবার,জানা গেল সরকার খোলা ময়দানে আনন্দ উল্লাশে পালন করতে নিষেধ করেছেন।আমার ধারনা ছিল এই নিষেধাজ্ঞা বুঝি কেবল ব্যস্ত শহরেই ,কিন্তু পর্যটন শহরেও এই আইন চালু হবে তা আগ থেকে বুঝতে পারিন।২০১৬ সালকে পর্যটন বছর হিসেবে উল্লেখ করে অনেক আগেই মেগা বীচ কার্নিভালে জমকালো অনুষ্ঠানের কথা ঘোষনা করা হয়েছিল।সুতরাং ,আর যেখানে যাই হোক অন্তত কক্সবাজারের বেলাভূমিতে আনন্দ উল্লাশ করে ঠিকি কাউন্ট ডাউন করে নেওয়া যাবে।এহেন আশা নিয়ে আমারা গ্রীন লাইন কাউন্টারে হাজির হলাম।বিমানে যাবার অভিজ্ঞতা আমার খুব একটা ভালো ছিল না,আর আকাশ পথে রাস্তা-ঘাট দেখা যায় না মন মতো-এটাও একটা কারন ছিল, তাই বাসে যাবার সিদ্ধান্ত নিলাম।প্রতি বছরই ডিসেম্বরে একটা হিউজ প্রেশার থাকে কাউন্টারে,কিন্তু এবার দেখা গেল বিজনেস ক্লাস বা ইকোনমী কোনটাতেই একটা সীট খালি নেই।শেষের দিকে যাও বা একটা আছে,কাউন্টার থেকে আওয়াজ এলো-দ্রুত না নিলে এটাও হাতছাড়া হয়ে যাবে।যেহেতু আমার জন্য প্রবাল মোটেলে রুম বুকিং দেওয়া ছিল ,তাই প্রাধান্য পেলাম আমি -তার মানে ৩১ তারিখ সকাল ৯ টার গাড়িতে আমি একাই কক্সবাজার রওনা করছি।
রাতের বাসে ভলবোতে যাবার অনেক অভিজ্ঞতা আছে,ভোরের আলোয় যখন বাস কলাতলীতে প্রবেশ করে তখন কিযে একটা মিষ্টি বাতাস সাগরের পাড় থেকে উড়ে এসে জড়িয়ে রাখে তা বর্ননাতীত।দম বন্ধ করা এসির মধ্যে বসেও এমন হীমেল পরশ পাওয়া যায় না,আমি সেই আনন্দ আর একবার পাবো বিধায় অপেক্ষা করে আছি একটি সূর্যাস্তের জন্য।কিন্তু বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো ,বাস চট্রগ্রাম আটকে আছে।দেশের হাজার হাজার পর্যটক এখন কক্সবাজারের পথে , হেঁটে যাবার জন্যও এইটুকুন জায়গা নেই।আর এতো শংকুল রাস্তা চট্রগ্রাম থেকে ,অন্ধকারে বুঝতেও পারছিনা কালুরঘাট ব্রীজ পাড় হলাম কিনা।এদিকে বাসে ছোট ছোট বাচ্চা নিয়ে বেশ কয়েকটা ফ্যামিলী ,যার ঢাকা থেকে স্টার্ট করেছে তাদের মুখ শুকিয়ে পাটিশাপটা।
কারন কুমিল্লাতে ২০ মিনিটের ব্রেক ছিল,ওখানে কিছু খেতে পেরেছি সেটা ১২টায় ,এখন প্রায় সাতটা বাজতে চললো-চট্রগ্রামে এসে একটা চিপ্স কিনেছিলাম ,ওই দিয়ে কি পেট ভরে।এসি বাস সব জায়গায় দরজাও খুলবে না,যতোক্ষন পর্যন্ত সিরিয়াস কিছু না ঘটবে এভাবেই বসে থাকতে হবে।ইনানী রেস্টুরেন্ট যেতে আরো ঘন্টা দুই।ঢাকার ট্রাফিক জ্যাম সম্পর্কে আমরা সবাই অবগত,কিন্তু এই দূর্গম এলাকায় আমরা ঘন্টার পর ঘন্টা আটকে আছি এক বুক আশা নিয়ে -আহা বীচে গিয়ে কতো মজাই না করবো।তখনই খবরটা কানে এলো ,এন টি ভির এক সাংবাদিক বন্ধু জানিয়ে দিল-উদ্বোধনী অনুষ্ঠান খুব জমকালো হয়েছে,বীচে পায়ড়া-বেলুন উড়িয়ে মেগা বীচ কার্নিভাল উদ্ববোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত।১৬ ডিসেম্বরের পর থেকেই ওখানে লক্ষ মানুষের সমাগম,কিন্তু নগর বাউল জেমসের গান পরিবেশনার কিছুক্ষণ পরেই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে,সন্ধ্যার পর আগামী দুই দিনেও আর কোন কনসার্ট হবে না।নৃত্য পরিবেশনা, ঘুড়ি উৎসব, প্রদর্শনী, বিচ ক্রিকেট, সার্ফিং, ফুটবল, বালু ভাস্কর্য, প্রদর্শনী, আলোক চিত্র প্রদর্শনীসহ ৬৯টি ইভেন্ট সবগুলোই চলতে থাকবে রোস্টার অনুযায়ী।সব প্রোগ্রাম দিনেই সাড়তে বলা হয়েছে।
আমার পাশে বসা তরুনী বেশ মজাই পাচ্ছে আমার মুখের দিকে চেয়ে-আপা,আমরা বান্দরবানের ট্রীপ বাদ দিয়ে ডাবল টাকায় হোটেল বুকিং দিলাম,বাচ্চাদের নিয়ে একটু মজা করবো বীচে তাই ভেবে।কিন্তু হঠাত জানলাম সরকার সব জায়গাতেই রাতে কনসার্ট বন্ধ করে দিয়েছে।সারাদিন বাসে বসে থাকলাম আর হোটেল ভাড়া দিলাম-কি অদ্ভূত তাই না?
আমি কি উত্তর করবো বুঝতে পারছিনা।আমার টাকার উপর দিয়ে কিছু যাবে না,যাচ্ছে জানের উপর দিয়ে-এতো কষ্টের জার্নি পুরাই মাটি।
মনের ভেতর নিভে যাওয়া তারাটা ক্লান্তির সাথে পাল্লা দিচ্ছে,বাস কলাতলীর প্রবেশ দ্বারেই থেমে গেল।হতভম্ব যাত্রীরা তখন বিরক্ত-কি হলো,ঝাউতলা যাও,আমরা ওখানেই নামবো।ড্রাইভার দেখিয়ে দিল পথ রোধ করে দাঁড়িয়ে আছে পুলিশ।পাশের যাত্রী আবার বলে উঠলো-বলেনতো আপু,এই দেশে কবে রাতের অন্ধকারে কেউ হামলা করে ?সবইতো দিনের বেলা হয়।রাত বাজে দশটা ,এখন এই বাচ্চাদের নিয়ে কিভাবে হোটেলে যাবো,আমিতো থাকবো শহরের ভেতর।
এবার আমার টেনশনের পালা শুরু,একেতো আমি একদম একা তার উপর বিরাট ল্যাগেজ।শীতের কাপড় দিয়ে পুরা ঠাসা ,কিন্তু টেনশনে প্রচন্ড গরম লাগছে।আমি বাস থেকে নেমে পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম।শহরের ভেতর যাতে পর্যটকরা নির্বিঘ্নে হাঁটাহাঁটি করতে পারে সেই জন্য বাইরের কোন বড় বাস আর ঢুকতে দেওয়া হবে না।সব বাস সাড়া রাত এই চিকন পথেই এসে থামবে,সকাল হলে নিজস্ব
ঠিকানায় যাবে।চারদিকে একবার চোখ বুলালাম সবাই কেবল হাঁটছে,রেস্টূরেন্ট গুলো একদম উপচে পড়ছে ভীড়ে ,তিন চাকার ব্যাটারী গাড়ি চলছে।আর ক্রমাগত বেড়েই চলছে পুলিশ ভাইদের লাঠিচার্জ।এদের দেখলে আমার খুব মায়া হয়-দেশে যতো বড় সমস্যাই ঘটুক,কোথাও আর্মি বা র‍্যাব দেখা যায় না।যা ঝড় ঝাপটা আসে সব যায় পুলিশের উপর দিয়ে,আর ছোট ছোট পদে যারা আছে তারা বেশ টু পয়সা কামিয়ে নেয় আর বদনাম হয় পুরো পুলিশ জাতির,বাকী আর্মস বাহিনী দিয়ে জাতির কি উন্নতি হবে তা কেবল রাষ্ট্র প্রধান বলতে পারেন।আমি এবার রাষ্ট্রের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য অটো ডাকলাম,এরমধ্যেই প্রবাল মোটেলের ইনচার্জ মা টিন টিনের ফোন-ম্যাডাম ,আপনি কোথায়?
আমি তাকে বিস্তারিত জানালাম,সে বললো অটোকে ফোন দিতে।অটো কিছুতেই ২০০ টাকার নীচে যাবে না,অবশেষে বলে কয়ে ১৫০ টাকায় রাজি করালাম।অটো যখন শহরের পথ ধরলো আমি জিজ্ঞেস করলাম-ভাই,কলাতলী থেকেতো প্রবাল হাঁটা রাস্তা আপনারা ২০০ টাকা করে নিচ্ছেন কেন যাত্রীদের কাছ থেকে?সে হেসে উত্তর দিল-এই টাকা কি পুরোটাই আমাদের পকেটে যায় আপনার মনে হয়?
আমিতো আরো অবাক-তাহলে কে ভাগ বসায় এই টাকায়? ড্রাইভার কি যেন একটা বললো ,শব্দটা কি রাতের অন্ধকারে কোথাও লুকিয়ে গেল? আমি ঠিক ধরতে পারলাম না।
প্রবালে নেমেই আমি সব কষ্ট ভুলে গেলাম।একজন রাখাইন ভদ্রমহিলা ফুল নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন।আমাকে দেখেই অনাবিল হাসি দিয়ে বললেন-অনেক কষ্ট করে আসলেন ম্যাডাম,সারাদিন অনেক অনুষ্ঠান হয়েছে।এখন সবাইকে দেখে মনে হচ্ছে কক্সবাজারে নামাজ পড়তে আসছে,কোথাও কিছু করা যাবে না।আমি খুব মজা পেলাম কথাটায়-করা যাবে,তবে দরজা বন্ধ করে।সায়মনে বিরাট পার্টি হচ্ছে,জন প্রতি তিন হাজার।আমাদের জীবনের গ্যারান্টি থাকলে ঠিকি যেতাম,কিন্তু শেষ রাতে মোটেলে ফেরার কোন গ্যারান্টি নেই তাই যাব না।মা টিন টিন বললেন-কোন টেনশন করবেন না,অনেক কষ্ট করে আসছন ,কাল আমরা খুব মজা করবো।
আমি একটি সুন্দর নতুন বছরের স্বপ্ন চোখে নিয়ে ঘুমতে গেলাম।
মা টিন টিন এখানকার ম্যানেজার,তিনিই সব কিছুর ব্যবস্থা করে রেখেছিলেন।সকাল ৯টাইয় তার ফোনেই আমার ঘুম ভাংলো,ততোক্ষনে সমুদ্র তীরে আয়োজন করে গান বাজনা আরম্ভ হয়ে গেছে আর এন টি ভি সরাসরি তা প্রচারো করছে।কিছুক্ষনের মধ্যে ম্যানেজার আমাকে অবাক করে দিয়ে একটি রাখাইন ড্রেস হাতে উপস্থিত হলেন।এতো অল্প পরিচয়ে কেউ এতোটা আন্তরিক হতে পারে ভাবাই যায় না।ড্রেসটা সত্যি আমার গায়ে ঠিক মানিয়ে গেল,আমি অনেকটা উড়তে উড়তে মা টিন টিনকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম।রাতের এতো বড় জার্নির কোন ক্লান্তিই আমার ছিল না, প্রথমেই মঞ্চের সামনের দিকের ছবি তুললাম ।তারপর গেলাম পেছনে ,দেখা হলো এন টি ভির প্রডিউসার জাহাঙ্গীর ভাইয়ের সাথে।জাবির বড় ভাই ,আমাকে দেখেই চমকে উঠলো-তুই এই ড্রেসে?আমি হাসলাম-গিফট।
পুরো সমুদ্র সৈকত সাজানো হয়েছে বেলুন আর নানা রঙের ফেস্টুনে,কিযে নতুন লাগছে সব কিছু।ধীরে ধীরে মানুষ বাড়ছে,শুনেছি এই অনুষ্ঠান দেখতে ৩ লাখ মানুষের সমাগম ঘটেছে কক্সবাজারে।মঞ্চে গান চলছে,আমি চলছি আপন গতিতে,সাথে চলছে ক্যামেরার ক্লিক ক্লিক।
এই বীচ কার্নিভাবালের অন্যতম টার্গেট বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষন করা।সব দিক থেকেই বলা যায় -আয়োজন জমকালো,কিন্তু সন্ধ্যার পর কনসার্ট বন্ধ করা ,তার সাথে বড় গাড়ি শহরে ঢুকতে না দেওয়া ,এই ধরণের বাড়তি নিরাপত্তা দিতে গিয়ে রাষ্ট্র দেশের পর্যটকদের মনোযোগ হারিয়ে ফেলছে কিনা সেটা ভালো করে আগে বিবেচনায় আনা দরকার।
দেখতে দেখতে দু’দিন কিভাবে কেটে গেল নিজেও বুঝতে পারিনি।অল্প চেনা মানুষ কখনো কখনো এমন আন্তরিকতা নিয়ে পাশে দাঁড়ায় যে তখন সব কিছু কেবল দায়িত্বের মধ্যেই থাকে না,দায়িত্বের বাইরে গিয়েও মানুষ মানুষের জন্য অনেক কিছুই করতে পারে।আর পর্যটকদের কাছে টানতে হলে আন্তরিকতা থাকা দরকার,২০০ টাকার মাছ ৪০০ টাকা হাঁকলে আপনার রেঁস্তোরায় দ্বিতীয়বার কেউ আসবেনা,এই লাভ আপনার একবারই হবে-এই সহজ কথাটা কেউ বোঝে না।
নীলাঞ্জনা সমুদ্রকে পেছনে ফেলে আবার ফিরে আসতে লাগলাম চেনা শহরের পথ ধরে।হাতের মুঠোয় ধরা থাকলো সীমাহীন আনন্দের অনেক নজরকাড়া হঠাৎ গ্রীন লাইন আটকে গেল ফেনীতে।কি হলো ,কি হলো করতে করতেই এক ঘন্টা,এমন একটা গ্রামে এসে আটকালাম যেখানে কোন ভালো রেস্টুরেন্ট নেই,টয়লেট ব্যবস্থাতো দূরে।বের হয়েছি সকাল আটটায়,এখন বাজে চারটা।কেবল ইনানী রেঁস্তোরায় ব্রেক ছিল।
মেয়েরা একজন একজন করে গ্রামের ভেতর একটা অচেনা বাড়ির ভেতর গিয়ে প্রয়োজনীয় কাজ সাড়ছে।হেল্পার জানালো-আর একটা গাড়ি কুমিল্লা থেকে এসে আমাদের নিয়ে যাবে।তাকে যতোই বলি গ্রীন-লাইনের মতোন বাস সার্ভিস যদি ঠিক মতোন গাড়ি মেইন টেইন করতে না পারে তাহলে সাধারণ যাত্রীরা কি ভাবে জার্নি করবে?বাসের হেল্পার বোঝায়-যন্ত্রতো যন্ত্রণা করবেই।
আমরা যন্ত্রটাকে ধাক্কা ধাক্কি করে বাজারের সামনে নিয়ে গেলাম।সেখানে হোটেল আছে,খেয়ে নিলাম আগে।কখোন নতুন বাস আসবে আর কখোন ঢাকায় ফিরবো-কে বলতে পারে।শুরু হলো দীর্ঘ অপেক্ষা।
রাত তখন একটা যখন বাস ঢাকায় প্রবেশ করে। অনেক বলে কয়ে,হেড অফিসে ফোন দিয়ে গ্রীন লাইনকে কলাবাগান অব্দি আনলাম।না হলে আমাদের রাজারবাগেই নামতে হতো,এই মাঝ রাতে ওখানে সি এন জি দিয়ে মিরপুর যাওয়া খুব মুশকিল।আমি আগেই আমার এক কলিগকে বললাম-ভাই,আপনি যদি সারারাত বাড়ি ফিরতে নাও পারেন তবু আমারে আগে বাসায় দিয়া তারপর অফিস থেকে ফিরবেন।এমন বিস্বাসী মানুষ সবার কপালে জোটে না,আমার জুটেছিল বলেই রক্ষা।উনি রাজারবাগে এসে উপস্থিত হলেন।আমরা কলাবাগান পর্যন্ত গিয়ে একটা সি এন জিতে উঠলাম,কিছুক্ষন পর একজন পুলিশ ভাই ভেতরে উঁকি দিলেন।কিছু জিজ্ঞেস করার আগেই আমি হাতের টিকেট তার চোখের সামনে মেলে ধরে বললাম-ভাই,কিছু বলবেন? খুব ক্লান্ত ,এবার বাড়ি যাই।তিনি কিছুই বললেন না,কেবল উৎসুক চেয়ে থাকলেন।
সি এন জি ড্রাইভার মধ্যরাতের খালি রাস্তা পেয়ে একরকম উড়তে উড়তেই মিরপুর পৌঁছে দিল।আর এই পুরো পথটা আমি আগামী মার্চে সাজেক যাবার পরিকল্পনা ঠিকঠাক করে নিলাম।

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Rodela77/Rodela77-1452943682-38e8668_xlarge.jpg

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

তার আর পর নেই… বলেছেন: এরকম ঝামেলা হলে তখন মনে হয় কখন যে বাসায় পৌঁছাবো।
পাঁচটি ছবি মাত্র।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

রোদেলা বলেছেন: ছবির জন্য অপেক্ষা করতে করতেই দেরী হলো লিখতে।খুব ভালো ছবি এডিট হচ্ছে মেশিনে ।একটা একটা করে দিচ্ছি।
চিন্তা করার কেউ থাকলে ভালোই লাগে।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
বোনাস পাওয়া, বিদেশ যাবার স্বপ্নতো চিরকাল স্বপ্নই রয়ে যায়। হাহ হা। এসব খায়েশ বা কষ্ট রেখে কাজ নাই। এই যে গুটি কয়েক বন্ধু/পরিবার মিলে একটা ট্যুর দিয়ে আসলেন, এটাই হলো আনন্দ। এত অভিযোগ থাকা সত্বেও, পুলিশ জাতির প্রতি আপনার সহানুভূতি দেখে ভাল লাগলো গো।

দায়িত্বের বাইরে গিয়েও মানুষ মানুষের জন্য অনেক কিছুই করতে পারে।

হ্যা! আমাদের পর্যটন ব্যবস্থার আধুনিকায়ন ও ফলপ্রসূ রাখতেম এইভাবে চিন্তাুটুকো যে করতে হবে।

ধন্যবাদ ও ভাললাগা রইলো।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

রোদেলা বলেছেন: দায়িত্বের বাইরে গিয়েও মানুষ মানুষের জন্য অনেক কিছুই করতে পারে।এই বিষয়টা সব ক্ষেত্রে ধারণ করা গেলে মানুষ বড্ড মানুষ হতে পারতো।ধন্যবাদ লাইনটি কোট করার জন্য।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ অনেকদিন বাদে আপনার লেখা পড়লাম আপু।

টাইটেলটা ভালো হয়েছে। অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি চাকচিক্যে ফুটিফাটা পর্যটন ব্যবস্থার বহাল তবিয়তে বেহাল দশা তুলে ধরেছেন সুন্দর ভাবেই। ;)

যা হোক...
কেমন আছেন?

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

রোদেলা বলেছেন: সব চাকচিক্যের পেছনে একটা করে গল্প থাকে,আমি সেই গল্প তুলে ধরতেই বেশী ভালোবাসি।চমতকার একটি স্বয়ংসম্পূর্ন পর্যটন শিল্পী দেখতে চাই।আমি ভালো নাইরে রাজপুত্র ,পা মোচকে ফেলেছি।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ অনেকদিন বাদে আপনার লেখা পড়লাম আপু।

টাইটেলটা ভালো হয়েছে। অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি চাকচিক্যে ফুটিফাটা পর্যটন ব্যবস্থার বহাল তবিয়তে বেহাল দশা তুলে ধরেছেন সুন্দর ভাবেই। ;)

যা হোক...
কেমন আছেন?

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

রোদেলা বলেছেন: সব চাকচিক্যের পেছনে একটা করে গল্প থাকে,আমি সেই গল্প তুলে ধরতেই বেশী ভালোবাসি।চমতকার একটি স্বয়ংসম্পূর্ন পর্যটন শিল্পী দেখতে চাই।আমি ভালো নাইরে রাজপুত্র ,পা মোচকে ফেলেছি।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: কেমন আছেন?

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

রোদেলা বলেছেন: কি লিখলাম তা কইলেন না? পা মচকাইয়া পইড়া গেছি,রেস্টে আছি।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

ঢাকাবাসী বলেছেন: ছবি বর্ণনা আর মন্তব্য মিলিয়ে ভাল লাগল।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

রোদেলা বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী,চলেন কক্সবাজার ঘুরে আসি।
কি সুন্দর মিলে গেল।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

তানজির খান বলেছেন: এত ভোগান্তির জার্নি! আসলেই আমাদের দেশে রাতের অন্ধকারে ক্রাইমের হওয়ার চাইতে দিনের আলোতেই বেশী হয়। আপনার ফেইসবুক থেকে এই সফরের একটা ভিডিও দেখেছিলাম। ভেবেছিলাম দারুণ একটা সফরে আছেন, এখন ভুল ভাঙলো। ভ্রমণে খুব আগ্রহ থাকলেও জীবনের নানা দাবী মেটাতে কক্সবাজার যাওয়াও হয় নাই। আশারাখি এক সময় যাব, প্রত্যাশা থাকবে একটি নিরাপদ ভ্রমণের।

পোস্টটি খুব ভাল লাগলো। আশারাখি কারো নজরে আসবে যে এই ধরনের সমস্যা রোধে পদক্ষেপ নেবে। শুভ কামনা রইল।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

রোদেলা বলেছেন: যারা ফেইসবুকে আমার ছবি দেখে হিংসেয় ফেটে যাচ্ছিল এই পোস্ট বিশেষ করে তাদের জন্যই।আপনি এখনো কক্সবাজার দেখেন নি,আমারে সাথে নিয়েন।মনে হয় ১৫ তম বার ঘুরে এলাম।সব মুখস্ত ওখানকার।
সমস্যা চিনহিত করলাম, সমাধান পর্যটন কর্পোরেশন করুক।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

সুমন কর বলেছেন: লেখা পড়িনি তাই কিছু বলিনি...

পা মচকাইয়া গেছে তাহলে রেষ্ট নিন...কমপক্ষে ৩/৪দিন.....

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

রোদেলা বলেছেন: হুম,মচকানো পা নিয়াই লিখতেসি।দোয়া রাইখেন।আর কমেন্টস দিয়েন।

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

রানার ব্লগ বলেছেন: বিদেশ ভ্রমন শুধুই বিত্তবানদের বিলাসিতা, আমরা যারা গরিব আসহায় তাদের জন্য সোনার হরিণ। তাই নিজের দেশি দেখে মজা নিচ্ছি, বিদেশ জাওায়া আমার কপালে নাই।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

রোদেলা বলেছেন: হয়ে যাবে নিশ্চই একদিন।ভালো থাকুন রানার।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: দায়িত্বশীল লেখা
ভ্রমন তো খুবই প্রিয় খালি এই জার্নির আর পরবর্তী ইফেক্ট মনে হইলে আর ভাল্লাগে না।
ছবি আর লেখা ভাল পাইছি আপু :)

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

রানার ব্লগ বলেছেন: হা হয়ে যাবে একদিন কথা টা শুনে সুনীলের সেই কবিতাটা মনে পরে গেলো, " মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো, সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর
খেলা করে! নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?
"

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ভ্রমণকাহিনী।

পুরো বর্ণনাই ভাল, তবে কোন কোনটা বেশ ভাল লেগেছেঃ

//প্রবালে নেমেই আমি সব কষ্ট ভুলে গেলাম।একজন রাখাইন ভদ্রমহিলা ফুল নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন।আমাকে দেখেই অনাবিল হাসি দিয়ে বললেন-অনেক কষ্ট করে আসলেন ম্যাডাম,সারাদিন অনেক অনুষ্ঠান হয়েছে।এখন সবাইকে দেখে মনে হচ্ছে কক্সবাজারে নামাজ পড়তে আসছে,কোথাও কিছু করা যাবে না।আমি খুব মজা পেলাম কথাটায়-করা যাবে,তবে দরজা বন্ধ করে।সায়মনে বিরাট পার্টি হচ্ছে,জন প্রতি তিন হাজার।আমাদের জীবনের গ্যারান্টি থাকলে ঠিকি যেতাম,কিন্তু শেষ রাতে মোটেলে ফেরার কোন গ্যারান্টি নেই তাই যাব না।মা টিন টিন বললেন-কোন টেনশন করবেন না,অনেক কষ্ট করে আসছন ,কাল আমরা খুব মজা করবো।
আমি একটি সুন্দর নতুন বছরের স্বপ্ন চোখে নিয়ে ঘুমতে গেলাম।//


//কিছুক্ষনের মধ্যে ম্যানেজার আমাকে অবাক করে দিয়ে একটি রাখাইন ড্রেস হাতে উপস্থিত হলেন।এতো অল্প পরিচয়ে কেউ এতোটা আন্তরিক হতে পারে ভাবাই যায় না।//

//দেখতে দেখতে দু’দিন কিভাবে কেটে গেল নিজেও বুঝতে পারিনি।অল্প চেনা মানুষ কখনো কখনো এমন আন্তরিকতা নিয়ে পাশে দাঁড়ায় যে তখন সব কিছু কেবল দায়িত্বের মধ্যেই থাকে না,দায়িত্বের বাইরে গিয়েও মানুষ মানুষের জন্য অনেক কিছুই করতে পারে।আর পর্যটকদের কাছে টানতে হলে আন্তরিকতা থাকা দরকার,২০০ টাকার মাছ ৪০০ টাকা হাঁকলে আপনার রেঁস্তোরায় দ্বিতীয়বার কেউ আসবেনা,এই লাভ আপনার একবারই হবে-এই সহজ কথাটা কেউ বোঝে না।//

সবশেষে আপনার ভ্রমণপিয়াসী মনকে জানাই অভিবাদনঃ

//সি এন জি ড্রাইভার মধ্যরাতের খালি রাস্তা পেয়ে একরকম উড়তে উড়তেই মিরপুর পৌঁছে দিল।আর এই পুরো পথটা আমি আগামী মার্চে সাজেক যাবার পরিকল্পনা ঠিকঠাক করে নিলাম।//

ভাল থাকুন। সবসময়।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি যদি বাংলাদেশের প্রুধানমন্ত্রী হই তয় আপনারে ঘোড়া-ঘুড়ি মন্ত্রী হবার নাকবেই নাকবে =p~

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

রোদেলা বলেছেন: কোথাও বেড়াতে গেলে উত্তেজনায় জার্নির কষ্ট আমার মনেই থাকেনা।আমার সংে চলুন,ভালো লাগবে,১০০% গ্যারান্টি দিলাম।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

রোদেলা বলেছেন: এতো মন খারাপ করতে হয় না।আমি খাল বিল সব দেখাবো,প্ল্যান করুন।সাথেই আছি।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

রোদেলা বলেছেন: এতো যত্ন করে কথাগুলোকে কোট করে মন্তব্য করেছেন,সত্যি আমি কৃতজ্ঞ।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

রোদেলা বলেছেন: তাইলে আমারে এক খান হেলিকপ্টার দিয়েমনগো ভাই,জ্যামে বইয়া থাকতে ভালু লাগেনা।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: আহ, সেইরাম ঝক্কিঝক্কার জার্নি করেছেন দেখি ।

ভ্রমনের প্যারায়ও আলাদা মজা আছে, কাহিণী লেখা যায় । নয়তো ভ্রমণ গল্প পরিপূর্ণ হবে কী করে !!! হা হা

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

রোদেলা বলেছেন: আমাদের দেশের ঘোরাঘুরিতো একটু ঝক্কি খাক্কারই হয়।তবে এই প্যারায় যে পাশ করে সেই আসল বাংলাদেশকে জয় করতে পারে।
এই ভ্রমণ চলতেই থাকবে.।যতোদিন না পয়সা কড়ি হয় বিদেশ যাবার।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(

রেস্ট নাও আপু।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০

রোদেলা বলেছেন: এতো ঘরে থাকা যায় নাকি?কাল থেকেই জীবন যুদ্ধে লিপ্ত হবো।

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: রাইতের বেলা কিছু হৈবো না এইটা কোন কথা! মেজাজ খারাপ হয়া গেলো পৈড়া X( পা কেমনে মচকাইছেন?

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

রোদেলা বলেছেন: যা হওনের তা হোক,মেজাজ আমারো খুব খারাপ।পা মচকাইসি মেঝেতে পিস্লা খাইয়া।কোমর ভাঙ্গি নাই রক্ষা।প্রতিবেশী হইয়া দেখতে আইলেন না,বেরি ব্যাড।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

জুন বলেছেন: আপনার ভ্রমন কাহিনীর নিখুত বর্ননায় মুগ্ধ হোলাম রোদেলা ।
অনেক কষ্ট করে গিয়েছেন তারপর এই অবস্থা । এর জন্য আমাদের দেশের পর্যটন শিল্পের এই অবস্থা।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

রোদেলা বলেছেন: সবাই মিলে একটু সচেতন হলেই একটি পর্যটন বাংলাদেশ বানানো সম্ভব।কেবল ক্ষমতাশীল্ রা নিজের চেয়ারের চিন্তা করলেইতো হবে না,সাধারন মানুষের সুবিধা-অসুবিধাও খতিয়ে দেখতে হবে।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: রোদেলা




মধ্যরাতের খালি রাস্তা পেয়ে একরকম উড়তে উড়তেই মিরপুর যাওয়ার মতোই আমিও বেশ উড়তে উড়তেই আপনার লেখাটি পড়ে ফেললুম । তেমন মসৃন করেই লিখেছেন ।
আপনার আগামী ভ্রমন নিরাপদ আর আরামদায়ক হোক ।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

রোদেলা বলেছেন: আপনিযে আমার লেখা উড়তে উড়তে পড়ে কোথাও বাড়ি না খেয়ে মন্তব্য করতে পেরেছেন,তাতেই আনন্দ পেলাম।
নেক্সট মিশন সাজেক,এতো মসৃণ হবে কিনা জানিনা।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাংলাদেশ সরকার ২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা করেছে। গত ৬ই জানুয়ারি কানাডার অটোয়াতে বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলাম। হাইকমিশনের ভিতরে প্রবেশ করে দেখি পুরাই ফকফকা =p~ মনে হইলো পুরাণ ঢাকার বাদাম তলি ঘাটের কোন ফলের আড়ৎ এর বইসা আছি। ঐ ভবনটিকে এম্বাসি বিল্ডিং বলা হয়; কারণ প্রায় ২০ টা দেশের এম্বাসী অবস্থিত ঐ বিল্ডিং এ। সব দেশের পতাকা উড়তেছে বাহিরে; পতাকার সাথে ছবি তুলতে গিয়া দেখি ছেড়া পতাকা উড়তেছে :(( এম্বাসীতে প্রবেশ করে দেখি বাসার রুম বা করিডোর কোথাও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন স্থান কোন কিছুর ১ টাও ছবি নাই। কোন দেশের এম্বাসি সংশ্লিষ্ট দেশের পর্যটন দূতও বলা হয়ে থাকে। বাংলাদেশ হাই কমিশনের অবস্থা দেখে মাননীয় স্পিকার হয়ে গেছি।

বিস্তারিত পোষ্ট দেওয়ার ইচ্ছে আছে।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

রোদেলা বলেছেন: আরে কন কি?কিছু ছবি তুলেন।তারপর বিস্তারিত লিখে ব্লগে দিন।আমি পর্যটন কর্পোরেশনে পাঠায় দিব।কিছু না হোক,নিজেদের অবস্থা সবার জানা উচিৎ ।
মাননীয় স্পীকার হয়ে থাকবেন না প্লিজ।
স্পিক আপ উইদ দ্যা কী-বোর্ড।

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

অর্বাচীন পথিক বলেছেন: এক যাত্রায় এত প্যাঁড়া !!!

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

রোদেলা বলেছেন: কোন যাত্রা বিরতী-বিহীন যাত্রা।

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: আপনার ভ্রমণ কাহিনী পড়ে আমার ভোগান্তির কথা মনে পড়ে গেল।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

রোদেলা বলেছেন: ্লিখে লিঙ্ক দিয়েন দাদা,পড়বো নিশ্চই।

২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই বীচ কার্নিভাবালের অন্যতম টার্গেট বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষন করা।সব দিক থেকেই বলা যায় -আয়োজন জমকালো,কিন্তু সন্ধ্যার পর কনসার্ট বন্ধ করা ,তার সাথে বড় গাড়ি শহরে ঢুকতে না দেওয়া ,এই ধরণের বাড়তি নিরাপত্তা দিতে গিয়ে রাষ্ট্র দেশের পর্যটকদের মনোযোগ হারিয়ে ফেলছে কিনা সেটা ভালো করে আগে বিবেচনায় আনা দরকার।

রিয়েলি ভেবে দেখার মত বিষয় !

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

রোদেলা বলেছেন: জায়গা মতো লেখা পোস্ট করসি,দেখি তেনারা ভাবে কিনা।

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

আবু শাকিল বলেছেন: কথাটা খুব খুব পছন্দ হইছে
" যারা তিন বেলা ঠিকই অন্ন বস্ত্র এবং বাসস্থানের চাহিদা ঠিকঠাক পূরন করতে পারেন তাদের মধ্যেই দেশ -বিদেশ ঘুরে বেড়ানোর বাড়তি চাহিদা মাথার ভেতর বসত করে।"
রোদেলা আপু- পা ঠিক হইছে। সুস্থ আছেন ত।
শুভেচ্ছা জানবেন।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২

রোদেলা বলেছেন: াগেতো পেট পূজা ,তারপর হইলো মন।হুম পা এমন ঠিক হইসে যে এখন রেইস লাগলেও ফাস্ট হমু।

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

উল্টা দূরবীন বলেছেন: শেষের ছবিটা যেন টেনে হিচড়ে মনিটরের ভিতর নিয়ে যাচ্ছে। লেখা আর ছবিতে অসাধারণ পোস্ট।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

রোদেলা বলেছেন: খবরদার ছবির ভিত্রে ঢুক্কেইন্না,টিকেট কাইট্যা সোজা কক্সবাজার চইল্যা যান।ধইন্যা হইলাম।

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

অগ্নি সারথি বলেছেন: বেশ ভাল বিষয়ের অবতারনা করেছেন। মনযোগ দরকার।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

রোদেলা বলেছেন: অল্প কথায় পরিস্থিতি তুলে আনবার চেষ্টা করেছি মাত্র।ধন্যবাদ।

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

গরল বলেছেন: বাংলাদেশে যত ঘুরার জায়গা আছে তার মধ্যে কক্সবাজার সবচেয়ে ফালতু আর বাটপারদের যায়গা, সমুদ্রটাও জঘন্য। পদ্মার পাড়ের ঘোলা পানির মত। রিতীমত বিরক্তিকর একটা যায়গা ঘুরার জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

রোদেলা বলেছেন: কি কৈলেন ?সমুদ্রে পা ডুবিয়েছেন কোন দিন? বিশেষ করে ভরা পূর্নিমায় বঙ্গোপসাগরে।
আপ্নের জীবনটাই বৃথা.।

৩১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

রাজীব বলেছেন: কক্সবাজার আমার প্রিয়স্থানগুলোর মধ্যে অন্যতম। কতবার যে গিয়েছি হিসেব নেই।

"কোথাও বেড়াতে গেলে উত্তেজনায় জার্নির কষ্ট আমার মনেই থাকেনা।আমার সংে চলুন,ভালো লাগবে,১০০% গ্যারান্টি দিলাম।"
এক্কেবার একমত।

ইদানিং গ্রীনলাইনের বসগুলো মনে হয় খারাপ হয়ে গেছে। কিছুদিন আগে আমি খুলনার পথে গ্রীনলাইন বাস নস্ট হয়ে পথে ৫ ঘন্টা বসে ছিলাম। বলতে গেলে সারা রাত পথে বসে থেকে পরে দুপুরে খুলনা পৌছেছি।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

রোদেলা বলেছেন: আমাদের দেশে যারা ভালো ভাবে শুরু করে তারাই খারাপ ভাবে শেষ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.