নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

শূণ্য থেকে শুরু //

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৫

পুণরায় শূণ্য থেকে শুরু
শেষ হতে হতেও আচমকাই পূর্ণ হয়ে গেল
উনচল্লিশ বছরের নারী জীবন।
বুবুক্ষু এ হৃদয়ে হঠাৎই তোমার আবির্ভাব;
যেন পূণর্জন্ম হলো আমার।
কষ্টিপাথরে ঘেরা শুষ্ক ভূমিতে
ক্রমশ ঝরনা বইছে এখন।
আমার লাজ লজ্জা আভরণ সবই
তোমার হাতে সমর্পিত।
তোমার এক জোড়া চোখ
যেখানে ডুব দিতেই ঘুরে আসতে পারি
সমগ্র বঙ্গোপসাগর।
একটুখানি উষ্ম আলিঙ্গন ভাসিয়ে নিয়ে যায়
অস্তিত্বের শেষ সীমানায়।
তুমি কি হারিয়েছ অথবা পেয়েছ জানিনা।
তবে আমি যা হারিয়েছি;
পাওয়ার আনন্দে মিলিয়ে গেছে ;
অশ্রু ভেজা জলে।
-----------------------------------------------
কবিতা লেখা ছেড়েই দিয়েছি, পুরনো লেখা এডিট করে দিলাম দিশেহারা রাজপুত্রের জন্য।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৮

অরুনি মায়া অনু বলেছেন: এমন প্রেম যেখানে জেগে রয়
বয়সের সংখ্যাতে কিবা আসে যায়।
ভাল লেগেছে আপু

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫১

রোদেলা বলেছেন: অসংখ্য শুভেচ্ছা।খুব সুন্দর নাম- অরুনি মায়া অনু।

২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২২

সুমন কর বলেছেন: ভালো লাগল। কেমন আছেন?

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২

রোদেলা বলেছেন: বেশ আছি সুমন কর,অনেক দিন হয় আপনার গল্প পড়া হয় না।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার হয়েছে কবিতা।
একটুখানি উষ্ম আলিঙ্গন ভাসিয়ে নিয়ে যায়
অস্তিত্বের শেষ সীমানায়।
তুমি কি হারিয়েছ অথবা পেয়েছ জানিনা।
তবে আমি যা হারিয়েছি;
পাওয়ার আনন্দে মিলিয়ে গেছে ;
অশ্রু ভেজা জলে।
- মুগ্ধ হ'লাম পড়ে।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৩

রোদেলা বলেছেন: পুরনো কবিতাকেই একটু ঝালাই করে নিলাম ,আর কি ।ভালো আছেন নিশ্চই।

৪| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: পুণরায় শূণ্য থেকে শুরু
শেষ হতে হতেও আচমকাই পূর্ণ হয়ে গেল
উনচল্লিশ বছরের নারী জীবন।
নতুন করে শুরু, নতুন আহ্বান,
কাছে আসা, ভালবাসা, নাগরদোলায় চড়া
রোদেলা আকাশ, ফাগুন মন,
আচমকাই পূর্ণ হয়ে গেল
উনচল্লিশ বছরের নারী জীবন।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৪

রোদেলা বলেছেন: বাহ ,অনেক সুন্দর করে লিখেছেন তো আপনি ।শুভেচ্ছা নিরন্তর।

৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন।

৬| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: পুরনোাটা পড়েনি এখন পড়লাম । ভালো লাগলো। B-)

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৬

রোদেলা বলেছেন: পুরনোটা আছে ২০০৯ এর খেরো খাতায়।এটি এডিট করা।সময় চলে যায় ,কিন্তু অনুভূতি বেঁচে থাকে।

৭| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: চমৎকার লেখা।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০

রোদেলা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম লিলিয়ান।

৮| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৬

হাসান মাহবুব বলেছেন: খুব একটু ভালো লাগলো না।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

রোদেলা বলেছেন: আমারো ভালো লাগেনি হাসান মাহবুব।

৯| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পুরনো তোমাতে আগ্রহ আর নতুন তোমাতে কৌতূহল।
নিরেট ভালোবাসায় বয়স অস্তিত্বহীন।

দারুণ লেগেছে আমার।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২

রোদেলা বলেছেন: নিরেট ভালোবাসায় বয়স অস্তিত্বহীন। সত্য .।।

১০| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভূতিরা চিরযৌবনা! তাদের বয়স হয় না!

আমরাই কালের কলে ফেসে তাদের পেরিয়ে যাই শৈশব থেকে বার্ধেক্য। তারা তাদের স্থানেই থাকে অনন্ত!!!

এমন প্রেম পেলেই না আবার বাঁচতে সাধ হয় :)

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০১

রোদেলা বলেছেন: হুম,দারূন বলেছেন ।সময় চলে যায় সময়ের নিয়মে।কেবল অনুভূতিরা বেঁচে থাকে সজীব ,যে তাকে বাঁচিয়ে রাখতে পারে সেই চির যৌবনা।

১১| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

আহমেদ জী এস বলেছেন: রোদেলা,




শূণ্যতা আর প্রাপ্তির অনুভূতি একেক জনের কাছে একেক রকম । কেউ আবার শূণ্যতাকে রেলিশ করে , কেউ প্রাপ্তিকে ।
কবির নিজস্ব প্রাপ্তির এই মধুরতা দিশেহারা রাজপূত্রকে দিশা দেখাবে কি ?

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১১

রোদেলা বলেছেন: হুম,অনুভূতিটা ব্যক্তি বিশেষে ভিন্ন। চাওয়াগুলো এক এক মানুষের এক এক রকম।শুভেচ্ছা জানবেন।

১২| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

রানার ব্লগ বলেছেন: ভালোবাসা কি বাঁধা যায় সময়ের ফ্রেমে। ভালোবাসা বহোতা নদী, ভাসে এবং ভাসায়।

অনেক দিন পর কবিতায় পেলাম রাজপুত্রের জন্য ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৮

রোদেলা বলেছেন: খুব ভালো বলেছেন, বহতা নদী ।ভাঙ্গে ,আবার গড়ে।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.