![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
আমায় তুমি বাইন্ধো সখা
স্বজল দুইখান চক্ষে ;
তারো অধিক বাইন্ধ্যা থুইও
সুঠাম প্রসার বক্ষে।
কিড়া কাইটা কউগো সখা
যাইবানা দূর পানে ;
বাহুর বাঁধন শক্ত কইরা
রাখবা ওই পরাণে।
নয়ন তারায় আসন তোমার
পিঞ্জিরাতে থাইকো ;
পরবাসী ওই মনটারে তাই
হিয়ার খাঁচায় রাইখো।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৫
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন শাহরিয়ার কবীর ভাই।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: কিড়া কাইটা কউগো সখা
যাইবানা দূর পানে ;
বাহুর বাঁধন শক্ত কইরা
রাখবা ওই পরাণে।
হারিয়ে ফেলার ভয় থেকেই হয়তো এমন জিজ্ঞাসা আর আবেদন।
ভালো লেগেছে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২
রোদেলা বলেছেন: ভালোবাসার মানুষকে হারানোর ভয় থাকে বৈকি।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩
রানার ব্লগ বলেছেন: ভালোবাসা বড্ড ভয়ংকর , তারে না যায় বাঁধা না যায় ছারা।
রাইখ বন্ধু রাইখ মোরে, বুকের মধ্যে বাইন্ধা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২
রোদেলা বলেছেন: হুম,ঠিক তাই।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২
হাসান মাহবুব বলেছেন: সুর দিয়া ফালান। ভালো লাগবো।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭
রোদেলা বলেছেন: আপনেই দেন,আমি পারিনা।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। দারুণ।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৩
কাশফুল মন (আহমদ) বলেছেন: সুন্দর হয়েছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯
রোদেলা বলেছেন: খুব ভালো লাগলো,ধন্যবাদ।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ভাল্লাগসে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫০
রোদেলা বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
মেহেদী রবিন বলেছেন: বেশ ভালো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২২
রোদেলা বলেছেন: ধন্যবাদ মেহেদী রবিন।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮
তামান্না তাবাসসুম বলেছেন: আহা! মন কেমন করা কবিতা। এই ধরনের ভাষার আবেদন টাই অন্যরকম
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৩
রোদেলা বলেছেন: আসলেও মন হুহু করার মতোই মনে হচ্ছিল সেসময়।আপনাকে স্পর্শ করে গেছে জেনে ভালো লাগছে।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৩
ভ্রমরের ডানা বলেছেন: মনে সুর তোলা কবিতা! অসাধারণ!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫০
রোদেলা বলেছেন: সুরকার নাই ,এটাই দুঃখ।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৮
nilkabba বলেছেন: ছন্দ ছন্দ কাব্য মালায়,,,,,,
সুন্দর কইরা লেখছেন
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪১
ভ্রমরের ডানা বলেছেন: সুর করে ফেলেছি! কিন্তু কোন ব্যাকরণ নাই আপু! তবে তাল লয় ঠিক থাকবে আশা করি!
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৬
রোদেলা বলেছেন: কীভাবে শুনতে পাবো?রেকর্ড করে লিঙ্ক দিয়েন প্লিজ।
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১
শরতের ছবি বলেছেন: ভালো লেগেছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৭
রোদেলা বলেছেন: শরতের ছবি দেখেও মুগ্ধ হলাম।
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: বেশ সুন্দর লেখা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫
রোদেলা বলেছেন: শুভেচ্ছা সতত .।।
১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮
সুশান্ত সরকার বলেছেন: অনিন্দ সুন্দর লিখেছেন আপু।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
রোদেলা বলেছেন: ধন্যবাদ সুশান্ত।
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার হয়েছে আপনার এ আলিঙ্গনের কাব্য। সৈয়দ হক এর পরাণের গহীন ভেতর এর কথা মনে করিয়ে দেয়।
স্বজল<সজল হবে।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪০
রোদেলা বলেছেন: সজল নিয়া বিরাট বেকায়দায় ছিলাম ।যাক বাচালেন অবশেষে।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন।