নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো অনির্বাণ -২

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১:০৫

তোমাকে ভুলে থাকবার এক প্রশস্ত ওয়াদামগ্ন আমি ;
খুলে বসে আছি তোমার লেখা খেরোখাতা ।
তোমাকে আর কোন দিন মনে করবোনা ভাবতে ভাবতে ;
আলোকচিত্রে চোখ রেখে রেখে রাত্রি কেটে ভোর ।
তোমাকে আর একবারো পেছন ফিরে ডাক দেব না জেনেও ;
কী ভীষন রকম উলঙ্গ মানবীর আহবান ।
জানি তুমি নউ উড়ন্ত মেঘদল ,
তুমি রাজহংশ নউ ,
পালকহীন শরীরে ভর করে উড়তে চাইছে না কোন স্বপ্নহংসী ,
ব্যস্ত জনপদে দু’পাঁয়ে ভর করে হেঁটে যাওয়াই তোমার নিত্য অভ্যেস ।
সেই চিরচেনা রাস্তাটা থেকে তোমাকে একটু সড়ে আসতে বলেছি মাত্র ;
নগ্ন পাঁ ছুঁয়ে দাঁড়াতে বলেছি নিজস্ব আকাশের নীচে ,
রূপসা নদীর পাড় ঘেঁসে বেড়ে ওঠা নরম কাশফুলের সাদা ঘ্রাণ মাখতে বলেছি সর্বাঙ্গে ।
শত সহস্র শতাব্দ গড়া কঠিন বৃত্ত থেকে কেবল একবার বের হয়ে দেখো-
এখানে কী আশ্চর্য রকম রোদ খেলা করে ,
এখানে সকাল হয় ডাহুকের ঠোঁট জোড়া হেসে ,
এঁটো কাঁদা মেখে আর একবার খেলো কানামাছি ভোঁ ভোঁ , সাত চাড়া অথবা ডাঙ্গুলি ।
জীবনের সূত্র মেলেনা কারো কোন দিন ;
জটিল সূত্রের মাঝেই বেঁচে থাকে কারোবা অতীত কারোবা বর্তমান ;
অভিযোগ রেখে যাব না ধূলোময় প্রান্তর মাঝে ;
শুধু সুরহীন সেতারের ক্লান্ত আকুতির মতোন ডেকে যাব –
ফিরে এসো অনির্বাণ ,
ব্যর্থ খোলসের আভরণ ঝেড়ে ,
ফিরে এসো ধান শালিকের কুঞ্জে ভরা অবহেলিত এই সোনার বাংলায় ।।
তোমাকে ভুলে থাকবার এক প্রশস্ত ওয়াদামগ্ন আমি ;
খুলে বসে আছি তোমার লেখা খেরোখাতা ।
তোমাকে আর কোন দিন মনে করবোনা ভাবতে ভাবতে ;
আলোকচিত্রে চোখ রেখে রেখে রাত্রি কেটে ভোর ।
তোমাকে আর একবারো পেছন ফিরে ডাক দেব না জেনেও ;
কী ভীষন রকম উলঙ্গ মানবীর আহবান ।
জানি তুমি নউ উড়ন্ত মেঘদল ,
তুমি রাজহংশ নউ ,
পালকহীন শরীরে ভর করে উড়তে চাইছে না কোন স্বপ্নহংসী ,
ব্যস্ত জনপদে দু’পাঁয়ে ভর করে হেঁটে যাওয়াই তোমার নিত্য অভ্যেস ।
সেই চিরচেনা রাস্তাটা থেকে তোমাকে একটু সড়ে আসতে বলেছি মাত্র ;
নগ্ন পাঁ ছুঁয়ে দাঁড়াতে বলেছি নিজস্ব আকাশের নীচে ,
রূপসা নদীর পাড় ঘেঁসে বেড়ে ওঠা নরম কাশফুলের সাদা ঘ্রাণ মাখতে বলেছি সর্বাঙ্গে ।
শত সহস্র শতাব্দ গড়া কঠিন বৃত্ত থেকে কেবল একবার বের হয়ে দেখো-
এখানে কী আশ্চর্য রকম রোদ খেলা করে ,
এখানে সকাল হয় ডাহুকের ঠোঁট জোড়া হেসে ,
এঁটো কাঁদা মেখে আর একবার খেলো কানামাছি ভোঁ ভোঁ , সাত চাড়া অথবা ডাঙ্গুলি ।
জীবনের সূত্র মেলেনা কারো কোন দিন ;
জটিল সূত্রের মাঝেই বেঁচে থাকে কারোবা অতীত কারোবা বর্তমান ;
অভিযোগ রেখে যাব না ধূলোময় প্রান্তর মাঝে ;
শুধু সুরহীন সেতারের ক্লান্ত আকুতির মতোন ডেকে যাব –
ফিরে এসো অনির্বাণ ,
ব্যর্থ খোলসের আভরণ ঝেড়ে ,
ফিরে এসো ধান শালিকের কুঞ্জে ভরা অবহেলিত এই সোনার বাংলায় ।।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৮

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৯

রোদেলা বলেছেন: হাসান মাহবুব বলেছেন-অসাধারণ !
কিচ্ছু বলার নাই।হ্যাপি।।

২| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৬

শিপন মোল্লা বলেছেন: ভাবের কঠিন প্রকাশ। মনে হচ্ছে কবিতার প্রতিটি লাইন থেকেই একজন গুনি সাহিত্যিক গল্প লিখে নিতে পারেন।

প্রায় তিন বছর পর আজ ব্লগে লগিন করছি, এসেই আপনার কবিতা খানি পড়লাম। কবিতা ভাল লাগছে আপু, আপনি আমাকে ফেসবুকেই চিনেন। কিন্ত একদা আমিও ব্লগ পাঠক ছিলাম।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪২

রোদেলা বলেছেন: ফেইসবুক থেকে যখন ব্লগে কাউকে পাই তখন আলাদা আনন্দ হয়।আজ আমি তা পুরোটাই অনুভব করতে পারছি। অনেক ধন্যবাদ ।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৫

রানার ব্লগ বলেছেন: কবিতা টা মনে হয় দুই বার পেস্ট হয়েছে।

অসাধারণ। ভালো লাগা রইলো ।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৫

রোদেলা বলেছেন: কীজানি খেয়াল করিনি,আগেতো অনির্বাণকে নিয়ে একটাই লিখেছিলাম ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

... তোমার এক চোখে আমার ধ্বংস
অন্য চোখে আমার সৃষ্টি
এক চোখে হাসির ঝংকার
অন্য চোখে কান্নার বৃষ্টি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.