![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
কবিতা না হয় বোঝ না তুমি ;
বিশেষণে থাকো মোড়ানো।
ফেইসবুক খুলে উকি মেড়ে দেখি
হাজার পদবীতে জড়ানো।।
পকেট তোমার সদা বৈভব ;
লক্ষ টাকার মালদার।
সস্তা দশেক লেখক - পাঠক
হাতে নিয়ে ঘুরো চারধার।।
নিমন্ত্রণ আসে তোমার টেবিলে
ছবিসহ হাসে তোমারই প্রেসে,
কালো কোটে গোফ বেজায় ভারী
এলে কবি তুমি নতুন বেশে।।
আমরাতো শুধু হাভাতে মরা
লেখা লেখি ছাড়া করিনা কিছু ;
প্রকাশক রেগে মুখ ফুটে কয় -
পাণ্ডুলিপি নিয়ে ছাড়ুনতো পিছু।।
---------------------------------------------
মানানসই এক খান ছবি দেন কেউ ,এড করি।
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২০
রোদেলা বলেছেন: আবার বই মেলা আসছেতো ,তাই পোকারা মাথায় ঘুরছে ।কী লিখতে কী লিখে ফেলেছি।ধন্যবাদ জানবেন ।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লেগেছে। ভাল লাগার সবটুক।
একজন ভাল লেখিকা নতুন ব্লগে এসেছে কিন্তু ওনার লিখা প্রথম পেইজে আসছেনা তাই ওনি মনক্ষন্ন। আমার মতে ওনি অনেক প্রতিভাবান অাসুন ওনার পোষ্টটি পড়ে দেখে নিই ওনার লিখনির অবস্থান।
view this link
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২১
রোদেলা বলেছেন: প্রথম পাতায় আসতে হলে কিছু সময়তো লাগবেই।যাই দেখি কী ঘটনা।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন করে লিঙ্ক দেওয়াতে মডুদের একজন কমেন্ট করে দমক দিয়েছে। আমাকেও প্রথম পাতা থেকে সাসপেন্ড করবেন। যাই আপনিতো পড়েছেন ওনার লিখা । ওনার লিখার দরণ আমার কাছে উন্নত মনে হল। এমনিতে ওনি একজন গবেষক , শিক্ষিকা তার লিখা ভাল হওয়ার কথাই। আপনাকে ধন্যবাদ আমার রিকোয়েষ্ট রাখার জন্য।
অটপিক , আপনি কেমন আছেন? আপনার কোন বই এইবার বই মেলায় আসছেনা? আসলে তার সম্পর্কে জানাবেন।
২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
রোদেলা বলেছেন: সব শব্দ এমন উলটানো কেন বুঝতে পারছি না,বই আসছে।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে, আপনার সাফল্য কামনা করছি।
২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০
রোদেলা বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭
রোদেলা বলেছেন:
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: প্রকাশক রেগে মুখ ফুটে কয় -
পাণ্ডুলিপি নিয়ে ছাড়ুনতো পিছু - তার পরেও বই বের করতে পারছেন, এজন্য অভিনন্দন!
কবিতায় + +
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩১
রোদেলা বলেছেন: সেই আর কী, দেখতে দেখতে ৮ বছরে পড়লো,এখন আর বলে নারে ভাই। দেখা হবে বইমেলায় ।।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, দারুণ!! কাকে যে মস্ত বড় একটা খোঁচা দিলেন, তা আল্লাহই জানেন
মজার কবিতা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২১
রোদেলা বলেছেন: যেসব প্রকাশক আর নব্য লেখক এক বস্তা টাকা নিয়ে বসে থাকে বই বের করার জন্য , তাদের।ধন্যবাদ।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
হূতুম পেঁচা বলেছেন: অনেক ভাল লাগলো ।
বই মেলায় আপনার বই এবং সাথে আপনার দেখা কখন কোথায় পাচ্ছি জানতে পারি ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৭
রোদেলা বলেছেন: ব ঠিক থাকলে আগামী ১৭ তারিখ বিকেল পাচ টায় ।কিন্তু হুতুম পেঁচাকে চেনার কোন ফর্মুলা জানা নাই।
৯| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ২:৪০
অতঃপর হৃদয় বলেছেন: দারুণ।
২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৮
রোদেলা বলেছেন: ধন্যবাদ ।
১০| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেঘ ওড়ে যায় শূন্যে ; শূন্য কি আর নামবে বলো
উদোম ঘরের নেংটা চালে ?
মেঘ ওড়ে যায় শূন্যে ; শূন্য কি আর নামবে বলো
উদোম ঘরের নেংটা চালে ?
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
ধ্রুবক আলো বলেছেন: লেখা লেখি ছাড়া করিনা কিছু ;
প্রকাশক রেগে মুখ ফুটে কয় -
পাণ্ডুলিপি নিয়ে ছাড়ুনতো পিছু।।
বাহ্!! বেশ চমৎকার বলেছেন++