![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
ঝুম বৃষ্টিতে গা ভিজিয়ে খুঁজতে চেয়েছি-
বেগুনী রঙের স্পর্শ ,
তোমার সীমাহীন ব্যাস্ততা আন্দোলিত করেছে,
বিদগ্ধ করেছে।
ঘুম ঘুম আকাশের বুকে শরীর বিছিয়ে অবসাদ গাহন
তৃপ্ত করে সাময়িক।
তুমি দাড়িপাল্লায় মেপে মেপে হিসেব করে নিক্ষেপ করো
অপর্যাপ্ত অনুভূতি।
আমিতো শংখচিল, উড়তে থাকা সাদা পায়ড়া।
শেকল পড়বার মিথ্যে প্রলোভন স্বপ্ন দু'চোখে মাখি,
তেপান্তরের মাঠ মাড়িয়ে ডুবে মরি -
তোমার বেসামাল সৈকতে।
জানি, ওখানে আছে নিতান্তই চোরাবালি ;
ডাহুকের হাহাকার জমানো কান্না,
বিশুদ্ধ প্রেমের নি:শব্দ হাতছানি-
একলা করে দেওয়া ক্লান্ত গোধূলি লগন।
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৮
রোদেলা বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: বেশি ভালো লাগে নাই।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬
রোদেলা বলেছেন: ধন্যবাদ ।
৩| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২১
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৭
রোদেলা বলেছেন: খুশী হলাম ঢাকাবাসী।
৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ২:৩৩
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর ছিল।
২২ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৭
রোদেলা বলেছেন: ধন্যবাদ অতঃপর হৃদয় ।
৫| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৩১
মিঃ আতিক বলেছেন: বিষাদের অভিযোগে মৃত্যুকে কামনা কি ঠিক?
৩০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৫
রোদেলা বলেছেন: তাই হয়ে গেল নাকি ?
৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ...............................................
.খেয়ালী মন কত কথা বলে
ছোট নীড়ে যেতে চাইছেনা মন
পাখি বলে নেই কী আবেগ ?
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম।