নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজন খোঁজে তোমাকে //

১৭ ই জুন, ২০১৭ রাত ১২:৪৬

প্রয়োজন খোঁজে তোমাকে //



আটপেশে জীবনের প্রতি সংকেতে
প্রয়োজনেরা তোমাকে খুঁজতে থাকে ।
ঘুম চোখ আড়মোড়া ভেঙে খোঁজে
অচেনা শরীরের ঘ্রাণ ,
বৃষ্টি জলছাট ভেজানো আদা মাখা এককাপ চা
বিষন্ন চেয়ে থাকে তোমার মুখয়বে ।
চলন্ত রাস্তায় আটকে যাওয়া তিন চাকা
চকিত ফিরে পায়-“ওড়নাটা সামলে বসো “
প্রয়োজন উঁকি দেয় চিরচেনা কন্ঠস্বরে ।
ঘামে ডোবা বীষবাষ্প অপেক্ষা করে –
শীতল দেশ থেকে এক মুঠো বরফপিন্ড আসবে বলে ।
একলা হতে থাকা বিকেল ,
বাড়ি ফেরা ক্লান্ত সন্ধ্যা ,
বুদ হতে থাকে তোমার আলিংগনে ।
ব্যস্ত সেমিনারে ক্যামেরার ক্লিক ক্লিক ,
ছোট চিংড়ি দিয়ে মাখানো উচ্ছে ,
সীমান্ত তারকাঁটা উপেক্ষা করে
প্রয়োজন ছুটে চলে তোমায় নিমন্ত্রণে ।
কথায় কথায় রাত বেড়ে দীর্ঘ হতে থাকে ,
নিঃসংগ তারারা খুব কাছ ঘেসে জানিয়ে দিয়ে যায়-
তুমি থাকো সাত সমুদ্দুর ওই পাড়ে ।
তবু কী অকারণ বারে বারে
খুব বেশী প্রয়োজন হয় তোমাকেই ।
-----------------------------------

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ রাত ১:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা যেন মনের কথাগুলো বলে গেল!!! মুগ্ধতা নিয়ে ফিরছি।।

প্রয়োজন, সত্যি প্রয়োজন মাঝেমধ্যে প্রয়োজনীয়তা বুঝিয়ে যায়।

শুভকামনা আপনার জন্য।

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৪৮

রোদেলা বলেছেন: জীবনের কোন কোন লগ্নে কাউকে খুব প্রয়োজনীয় মনে হয় ।

২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১:৪৬

জাহিদ অনিক বলেছেন: অপেক্ষা । আক্ষেপ ।

ভাললাগা আপু

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫০

রোদেলা বলেছেন: এ শুধুই অপেক্ষা ,কোন আক্ষেপ নেই।

৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ১:৫৩

জেন রসি বলেছেন: একাকিত্ব। অপেক্ষা ।

অনেকদিন পর ব্লগে আপনার কবিতা পড়লাম।

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫২

রোদেলা বলেছেন: হুম,আজকাল কবিতাকেতো বিদায় দিয়েছি ।হুট হাট যদি লিখে ফেলি তা ভুল করেই।

৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:১১

কল্লোল পথিক বলেছেন:




বেশ লিখেছেন।

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৩

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন ।

৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:৫৮

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালই লাগলো।
তবে একাকীত্ব কিন্তু ভালো নয়। দোকলা হয়ে যান।

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫

রোদেলা বলেছেন: দোকলা হবার জন্য নিরন্তর চেষ্টা করেই যাচ্ছি ,দেখি কী হয় ।

৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ৩:২৮

মনিরা সুলতানা বলেছেন: কারনে অকারনে খুব প্রয়োজন হয় তাকে সব সময় !
নিজের লেখার অনুভব কবিতায় !!

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৬

রোদেলা বলেছেন: হুম,এমনি সময় নেই গময় নেই তাকেই কেবল লাগে।

৭| ১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:০৬

উম্মে সায়মা বলেছেন: তুমি থাকো সাত সমুদ্দুর ওই পাড়ে ।
তবু কী অকারণ বারে বারে
খুব বেশী প্রয়োজন হয় তোমাকেই ।

প্রয়োজন শোনেনা বারণ, বোঝেনা কারণ :( কবিতায় ভালো লাগা আপু।

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৭

রোদেলা বলেছেন: বর্ডারটাও বোঝে না।কি অবুঝ সময় ।

৮| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১৪

ঢাকাবাসী বলেছেন: কবিতায় ভাল লাগা রইলো।

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৮

রোদেলা বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী।

৯| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! খুব সুন্দর লিখেছেন ।

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৯

রোদেলা বলেছেন: চেষ্টা করেছি ভাই ,জানিনা আদৌ কবিতা হলো কীনা ।

১০| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৫:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মান অভিমান অতপর অহংকার
কবি তুমি ফিরে অাসো
নিজ ঠিকানায়
ওই খানে ফিরে পাবে
সহজ লতা পাতায় জড়ানো অনির্বাণ কে

৩০ শে জুন, ২০১৭ রাত ১:০৮

রোদেলা বলেছেন: অনির্বাণ ছিল আছে থাকবে ।এতো চিন্তা করবার কিছু নেই ।
কবি তার নিজস্ব ঠিকানাতেই আছে ।

১১| ০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৪:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের দুর্দান্ত মুহূর্তে
পৃথিবীর গদ্য ছন্দে অমূল্য হৃদয় খুঁড়ে দে‌খে‌ছি
বিধ্বস্ত চেতনায় সন্মোহিতের নির্মম পরাজয়
মানুষ সততা হারাচ্ছে নিজের হৃদয়ের কাছে;
ইতিহাস র্ পরাজয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.