নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজন খোঁজে তোমাকে //

০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

আটপৌড় জীবনের প্রতি সংকেতে
প্রয়োজনেরা তোমাকে খুঁজতে থাকে ।
ঘুম চোখ আড়মোড়া ভেঙে খোঁজে
অচেনা শরীরের ঘ্রাণ ,
বৃষ্টি জলছাট ভেজানো আদা মাখা এককাপ চা
বিষন্ন চেয়ে থাকে তোমার মুখয়বে ।
চলন্ত রাস্তায় আটকে যাওয়া তিন চাকা
চকিত ফিরে পায়-“ওড়নাটা সামলে বসো “
প্রয়োজন উঁকি দেয় চিরচেনা কন্ঠস্বরে ।
ঘামে ডোবা বীষবাষ্প অপেক্ষা করে –
শীতল দেশ থেকে এক মুঠো বরফপিন্ড আসবে বলে ।
একলা হতে থাকা বিকেল ,
বাড়ি ফেরা ক্লান্ত সন্ধ্যা ,
বুদ হতে থাকে তোমার আলিংগনে ।
ব্যস্ত সেমিনারে ক্যামেরার ক্লিক ক্লিক ,
ছোট চিংড়ি দিয়ে মাখানো উচ্ছে ,
সীমান্ত তারকাঁটা উপেক্ষা করে
প্রয়োজন ছুটে চলে তোমায় নিমন্ত্রণে ।
কথায় কথায় রাত বেড়ে দীর্ঘ হতে থাকে ,
নিঃসংগ তারারা খুব কাছ ঘেসে জানিয়ে দিয়ে যায়-
তুমি থাকো সাত সমুদ্দুর ওই পাড়ে ।
তবু কী অকারণ বারে বারে
খুব বেশী প্রয়োজন হয় তোমাকেই ।
------------------------------------
করোটিয়া জমিদার বাড়ির আঙিনা ,টাঙাইল


মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++++

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৪

রোদেলা বলেছেন: ধন্যবাদ স্বপ্নের _ ফেরিওয়ালা

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭

জাহিদ অনিক বলেছেন: সত্যিই খোঁজে, যেভাবে পারে, সেখানে পারে সময়ে অসময়ে কেবল খুঁজেই যায়।
কিন্তু পায় না । পেয়ে গেলে হয়ত আর খুঁজব না, সে ভয়েই হয়ত সে ধরা দেয় না ।


কবিতায় মুগ্ধতা ।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

রোদেলা বলেছেন: সত্যি তাই ,আমি এভাবে একবারো ভাবিনিতো ,অনেক ধন্যবাদ আপনাকে ।

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১০

জাহিদ অনিক বলেছেন: আমিও আগে ভাবিনি । আপনার কবিতাই আমাকে ভাবিয়েছে ।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৭

রোদেলা বলেছেন: হুম।

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আটপৌরে হবে না?
ঘেঁষে / বিষণ্ন

আপনার কবিতা ভালো লাগে। সবসময়ই

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১০

রোদেলা বলেছেন: এটাও নয় ।ঢ় হবে।বানান নিয়ে কতো কাহিনীযে করছে বাংলা একাডেমী।

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২০

চিটাগং এক্সপ্রেস বলেছেন: প্রয়োজন কে কখনো অবহেলা করতে নেই ।
আপনার কবিতা ভাল হয়েছে

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

রোদেলা বলেছেন: সত্যি তাই।তাইতো প্রয়োজন বুঝে লিখে দিলাম দু'কলম।

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতার মাঝে হতাশা , দূর আকাঙ্খা, বেদনা দেখতে পাই!!!
আশা নিরাশার দোলচালে
একটু কি ভালবাসার ঠিকানায় ফিরে যাই ???..................

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

রোদেলা বলেছেন: যেইখানে ইচ্ছা সেইখানে যান।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২১

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার আহব্বান.... দিলে টোকা দেবেই....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৬

রোদেলা বলেছেন: ঠক ঠক ঠক .।এমন করে ?

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

রাইট... B-)

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: এই লেখা কতবার পড়েছি কিন্তু মন্তব্য নেই কেন বুঝলাম না !
লেখার প্রতিটি লাইন সত্য ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

রোদেলা বলেছেন: মন্তব্য লিখে দিলে তাই থেকে গেল। আমি এতোই অলস ,কারো পোস্টে গিয়ে দু'চার কথা লিখবো সেটি আর করা হয় না !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.