![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
এক যুগ হয়ে গেল তোমাকে দেখি না ;
তোমাকে না দেখতে দেখতে তোমার মুখ অচেনা হয়ে যাবে,
তোমার কন্ঠ না শুনতে শুনতে তোমার স্বর অচেনা হয়ে যাবে,
সত্যিই কি তুমি আমার সবচেয়ে অচেনা মানুষটি হতে যাচ্ছো?
সত্যিই কি আমাদের সময়গুলো তুমি ভুলে যাচ্ছো?
তুমিইতো বলেছিলে ব্ল্যাক স্ক্রিনে তুমি আমার শরীরের তরতাজা ঘ্রাণ পাও ;
তুমিই শিখিয়েছিলে -
এক সহস্র কিলোমিটার দূরে থেকেও শুধুমাত্র চোখ বুজলেই কতোটা সহজে কাছে আসা যায়।
তুমি কি আমাকে ভুলে থাকা শেখাচ্ছো?
তোমার জন্য অপেক্ষা করে সাইলেন্ট বিহীন স্যামস্যাং ;
তোমাকে একবার দেখবে বলে সাইন ইন হয়ে থাকে ফেইসবুক আর ভাইবার।
আরো কোন এপ্লিকেশন জানা থাকলে বলে দাও যার মধ্য দিয়ে আমি কেবল তোমাকেই দেখতে পাবো,
আরো কোন ভয়েজ মেইল থাকলে শিখিয়ে দাও ;
জানতে পারবে প্রতিটা মুহূর্তে কতোটা শুকোয় কন্ঠ কেবল তোমার সাথে মুখোর হবে বলে।
এত্তো মানুষ চারদিকে,
তবু কথা বলতে না পারার তৃষ্ণা আমি মেটাতে পারছি না।
আমি আরো কিছুটা জীবন তোমার পাশে বসে কাটিয়ে দিতে চাই,
তোমার ব্যাস্ত ড্রাইভিং,
হারানো গানের সুরে একলা আমিই না হয় ভেসে যাব।
তাই ভেবে দেখো ;
একটা যুগ ধরে আমি তোমাকে দেখি না ।
------------------------------------------------------------------------------------
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫
রোদেলা বলেছেন: ঈই লেখাটা আসলে ফেইসবুকের স্ট্যাটাস ছিল,পরে যখন এডিট করি দেখলাম পাঠক বেসম্ভব পছন্দ করে ফেলসে।এখন দেখি ব্লগেও একই অবস্থা ।আমারে আর পায় কেডা ,হা হা হা
২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । হারানো সুরে আবারও একটু নৃত্যের আকাঙ্ক্ষা !
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬
রোদেলা বলেছেন: সত্যিই তাই ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭
জাহিদ অনিক বলেছেন: এক কোটি বছর তোমাকে দেখি না
- মহাদেব সাহা
ক কোটি বছর হয় তোকাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
এই কবিতাটাই মনে পড়ল ।
তুমিইতো বলেছিলে ব্ল্যাক স্ক্রিনে তুমি আমার শরীরের তরতাজা ঘ্রাণ পাও ; - অসাধারণ ও মুগ্ধতা
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৮
রোদেলা বলেছেন: একদম ঠিক ঠাক ধরে ফেলেছেন ,আজ ৫ আগস্ট প্রিয় কবি মহাদেব সাহার জন্মদিন।
ব্ল্যাক স্ক্রিনের আইডিয়া সম্পূর্ণ শুনে শুনে বোঝার চেষ্টা ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধতা নিয়ে গেলাম আপুনি।
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯
রোদেলা বলেছেন: ধন্য হলাম সুজন।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে +
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯
রোদেলা বলেছেন: অনেক গুলো শ্রাবণ শুভেচ্ছা একসাথে ।
৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৯
জাহিদ অনিক বলেছেন: আজ ৫ আগস্ট প্রিয় কবি মহাদেব সাহার জন্মদিন- এটা তো জানা ছিল না !! ধন্যবাদ জানিয়ে দেয়ার জন্য ।
ব্ল্যাক স্ক্রিনের আইডিয়াটা দারুণ
৭| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৫
আকাশ০৭ বলেছেন: ভালো লেগেছে +
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৮
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ আকাশ ০৭
৮| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ............................................................................................................................................. ব্ল্যাক স্ক্রিনের অন্তরালে ভালবাসা ছাড়াও রাগ অভিমান ঘৃনা থাকতে পার।
............
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৬
রোদেলা বলেছেন: আইসা পড়সেন ,আপনের জন্যই ওয়েট করতেসিলাম।
৯| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষার অবসান করলাম।
বছর দুয়েক আগে দেখা হয়েছিল ।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫
রোদেলা বলেছেন: এই ব্লগে লিখি মনে হয় ১০ বছর হয়ে গেল।আগেতো তাও জানা আপা কিছু একটা আয়োজন করতেন,আজকাল কারো চেহারাই আর মনে করতে পারছিনা।আর আপ্নিতো সারাক্ষন ফরিদী ভাইয়ের লেবাস নিয়াই থাকেন।
১০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা হা হা হা .................এই রকম অতিথি আপ্যায়ন ...........দূর কল্পনায়ও ছিল না!!!
যা ....হোক নিচের লেখাটা পড়লে খুশি হবো....।
" হৃদয়ের আঙিনায় ঘাসফুল হাসে............................"
১১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। পুনঃসংযোগের আকুতি পাঠকের মনে রেখাপাত করে যায়।
তোমার জন্য অপেক্ষা করে সাইলেন্ট বিহীন স্যামস্যাং - সুন্দর অভিব্যক্তি!
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪১
রোদেলা বলেছেন: খুব কড়া জায়গায় কোড করেছেন ভাইয়া ,ভীষন ভাবে ধন্যবাদ ।
১২| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫
হাসান মাহবুব বলেছেন: ভাল্লাগলো। আপনার সাথে তো আর দেখা হইলো না। আইইএলটিএস শেষ?
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
রোদেলা বলেছেন: সেই কবে ।এর মধ্যে মনে হয় রেজাল্টো দিয়ে দিল।যাব একদিন আপনার অফিসে,চা খেতে।
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
মনের কথা সুর হয়ে বেজেছে..... সমুদ্র বুকে নারকেলের ঝিরিঝিরি পাতার মতই....
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭
রোদেলা বলেছেন: বাহ ! সুন্দর বললেনতো .।
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি চাইলে
আসতে পার
পাখির ডাক হয়ে
আমি তো
জানালার পাশে থাকি।...................................................................................
১৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
মন খারাপ করা বাস্তবতা !!
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১
রোদেলা বলেছেন: ধন্যবাদ মৌমুমু
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৫
বেনামি মানুষ বলেছেন: তোমার জন্য অপেক্ষা করে সাইলেন্ট বিহীন স্যামস্যাং ; বেসম্ভব সুন্দর শব্দ চয়ন