![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
আমার কিছু বলার নেই তো বাকী ,
বোঝার মতোন মন থাকলে বুঝেই যেতি ;
বলতে কি আর হতো তোকে-
মনের সাথে দেওয়া যায় না ফাঁকি ।
চারটা বছর এমন করে ঘুরে পিছে ;
পেয়েছিস কি কোন সাড়া?
যা নিয়ে তোর সময় কাটে ,
সবটা শ্রম আজ হলো বুঝি মিছে।
যাকে নিয়ে উপহাসের হাসি হাসিস ;
তাকেই আমি মাথায় করে রাখি।
তোর কাছে তার সবই মোহ ,
তোর চেতনা নিজের কাছেই রাখিস।
অদেখা জন আমার সকাল রঙিন করে ;
বিষন্ন মন এলেবেলে কথার ছোঁয়ায়
সুরে গানে নাচিয়ে তোলে ,
তার পরশেই শরত রাতে ফাগুন যেন ঝরে।
আমার থেকে থাকিসরে তুই সহস্র মাইল দূরে,
ভুলের বোঝা ভারী হলেও গাইবো না তোর সুরে।।
-------------------------------------
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৭
রোদেলা বলেছেন: একবার দুইবার বার বার বললেও কারো কান দিয়ে বাতাস ঢোকে না, তাইতো এতো কথা।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৮
আমপাবলিক বলেছেন: ভাই কষ্ট পাইয়েন না আপনি এটা কি লিখছেন ? আর একটু ভাল কিছু লেখার চেষ্টা করে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১
রোদেলা বলেছেন: এইটা ভাই ,এমনিতেই লিখসি ।সব সময় ভালো লেখা কি আসে !
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮
হুদাই পাগলামি বলেছেন:
যাকে নিয়ে উপহাসের হাসি হাসিস ;
তাকেই আমি মাথায় করে রাখি।
তোর কাছে তার সবই মোহ ,
তোর চেতনা নিজের কাছেই রাখিস।
চিন্তা করার মতো।
খুব ভালো লিখেছেন
পাগলার পক্ষ থেকে +++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২
রোদেলা বলেছেন: হুদাই পাগলামির সাথে বোধ করি আজ প্রথম দেখা । ভালো লেগেছে নিকটা ।ধন্যবাদ ।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৯
নুসরাত অনি বলেছেন: খুব লিখেছেন আপু
ভালোলাগা রইল।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩
রোদেলা বলেছেন: এইটারে বলে দুধের সাধ ঘোলে মেটানো আর কী ! শুভেচ্ছা নুসরাত অনি ।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮
ফয়সাল রকি বলেছেন: কাব্যময়ী হুঁশিয়ারি //
নামটা সুন্দর!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩
রোদেলা বলেছেন: কিছু ছাইপাশ লেখার যেমন নাম দিতে হয় ।।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
ঢাকাবাসী বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগল।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৪
রোদেলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী ।ঈদের ঢাকা কেমন ছিল ?
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
জাহিদ অনিক বলেছেন: শেষ দুই লাইনে অভিমানী হুঁশিয়ার !!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫
রোদেলা বলেছেন: যতার্থ যতার্থ
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১
রোদেলা বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দূরে বা কাছে
যেথায় থাকুক, কেনই বা তার মনের বিসুখ
ক্লান্ত রাতে , কোথায় পাব হারিয়ে যাওয়া ডাহুক দুখ.....
ফিরে আসা সন্ধ্যাসাজে
নাইবা রইলো, শরত রাতের গানের সুর
এই দেখনা প্রতি প্রাতে
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
দৃষ্টি ফেরাও , দৃষ্টি মেলাও
ভালোবাসা নেইকো দুর.....!!! ............................দূরে বা কাছে
যেথায় থাকুক, কেনই বা তার মনের বিসুখ
ক্লান্ত রাতে , কোথায় পাব হারিয়ে যাওয়া ডাহুক দুখ.....
ফিরে আসা সন্ধ্যাসাজে
নাইবা রইলো, শরত রাতের গানের সুর
এই দেখনা প্রতি প্রাতে
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
দৃষ্টি ফেরাও , দৃষ্টি মেলাও
ভালোবাসা নেইকো দুর.....!!! ............................
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩২
রোদেলা বলেছেন: কিচ্ছু হয় নাই।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনের মাঝে দন্ধ যাদের
সবখানেতে হতাশ সুর
শুভ্র প্রাতে রিদয় মাঝে
(মন থাকলে বুঝেই যেতি)
বাজছে যেন সমুদ্দুর ........!!!
১২| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
সুশান্ত সরকার বলেছেন: মুগ্ধ মন, স্বার্থক নয়ন
দেখিয়া তব লেখা।
সুন্দর তোমার কাব্য চরন
ছেলেটার দিয়েছে মনে ছ্যাকা।
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭
সুশান্ত সরকার বলেছেন: মুগ্ধ মন, স্বার্থক নয়ন
দেখিয়া তব লেখা।
সুন্দর তোমার কাব্য চরন
ছেলেটার দিয়েছে মনে ছ্যাকা।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
রোদেলা বলেছেন: একদম ।।
১৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
রানার ব্লগ বলেছেন: হুঁশিয়ারি কাব্য !!! ধামকি পূর্ণ কাব্য !!!
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩
রোদেলা বলেছেন: তেমনটাই।
১৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে ।
পাঠে হলাম মুগ্ধ ।
কাব্যময়ী হুসিয়ারী তো দেয়া হল
তবে
আমার থেকে থাকিসরে তুই সহস্র মাইল দূরে,
ভুলের বোঝা ভারী হলেও গাইবো না তোর সুরে।।
এই শেষ দু লাইনকে
কবিতার প্রথম দিকে বলা
চারটা বছর এমন করে ঘুরে পিছে ;
পেয়েছিস কি কোন সাড়া?
যা নিয়ে তোর সময় কাটে ,
সবটা শ্রম আজ হলো বুঝি মিছে।
এই চরনের কথার সাথে
চন্ডিদাস আর রজকিনির
কাহিনীটা যায় যে কিছু মিলে !!!!!
রাজপুত্র চন্ডিদাস ছিপ ফেলে বসে আছে নদীর তীরে ।
একে একে বারো বছর গেল কোন মাছ তাতে না ধরে!
ওপারে অপরুপা মেয়ে রজকিনী.........
নিত্যদিনই কাপড় কাঁচতে আসে ...
একদিন, দু'দিন নয়.....প্রতিদিন,
বারো মাস, বারো বছর.....
প্রতিদিনই খেয়াল সে করে
চন্ডিদাস নিত্যদিন ছিপ ফেলে
বসে থাকে নদীর ওপারে......
চন্ডিদাসের ধৈর্যের শেষ নাই.....কিন্তু,
রজকিনীর কৌতুহলের-তো শেষ আছে....
রাজারপুত্র বারো বছর ওপারে ছিপ ফেলে
বসে আছে কিসের তরে ...
কৌতুহল চেপে রাখতে না পেরে
ওপার থেকেই রজকিনি জিজ্ঞাসিল .....
'' চন্ডিদাস, বারো বছর-তো পার হল....
কোন মাছে টোকা কি দিল ?''....
চকিতে চোখ তুলে
চন্ডিদাসে এপার থেকে বলে .....
'এইমাত্র একখান টোকা দিল!''
তারপর?...তারপর .....লাগুক মাস , বছর......
তেমনিভাবে চার বছর পরে
কাব্যময়ী হুসিয়ারী পেয়ে
চন্ডিদাসের মত সেও ভাবতে পারে
সহয্র মাইল দুরে থাকলেও সাড়াতো একখান
পাওয়া গেল হুসিয়ারীর সুরে ।
এযে নিছক কবিতার পিঠে কথামালা
দয়া করে এটাকে যেন ......
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৬| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০২
রোদেলা বলেছেন: ভালোই ব্যাখ্যা দিয়েছেন ,তবে চারশত বছরেও সেটার সম্ভাবনা নাই।মন্তব্যে এক খান স্যালুট।
১৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০
খায়রুল আহসান বলেছেন: কাব্যময়ী হুঁশিয়ারি তে কি শেষ পর্যন্ত কোন কাজ হয়েছে?
একটা সাময়িক অনুভূতির সুন্দর প্রতিফলন ঘটেছে কবিতায়। + +
আলী ভাই এর মন্তব্য (১৫) এবং তার জবাব, দুটোই চমৎকার হয়েছে। তবে জবাবটা জবাব না হয়ে ভুলক্রমে আরেকটা মন্তব্য হয়ে গেছে, এই যা। যার কারণে হয়তো আপনার স্যালুটটা আলী ভাই এর দৃষ্টিগোচর হয় নাই।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪
রোদেলা বলেছেন: হতে পারে খায়রুল ভাই।
১৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
মলাসইলমুইনা বলেছেন: আপনার এই কবিতাটা আপনি যেদিন ব্লগে লিখেছেন সেদিন ব্লগে আমার জন্মের মাত্র একদিন | একদিনের শিশু থেকে নিশ্চই আপনি কোনো মন্তব্য আশাকরেন নি ? তাই দুই মাসের সবল সাহসী আমি এলাম মন্তব্যটা করতে |ব্লগে আমাদের বিখ্যাত কবিরা কবিতায় বিরহের বন্যধারা বইয়ে দিচ্ছে ইদানিং | শীতের শুরুতে আমার মনেও সেই বিরহের সুর লাগলো কিনা বুঝতে পারছি না| কিন্তু তার মাঝে আপনার নিচের দুই লাইন:
আমার থেকে থাকিসরে তুই সহস্র মাইল দূরে,
ভুলের বোঝা ভারী হলেও গাইবো না তোর সুরে ।
খুবই স্বস্তির লাগলো | কবিতায় কিছু কঠিনতা থাকা ভালোই মনে হয় সবসময় |
আপনার নিকটা নিয়ে একটা কথা - এই শীতের শুরুতে রোদেলা যার নাম সে কবিতার রোদেলা আমেজ নিয়ে একটু বেশি বেশি ব্লগে আসবে ছন্দের উষ্ণতা দিয়ে আমাদের সবাইকে মুড়িয়ে দেবে সেটা আশা করলে কি বেশি দাবি করা হবে ? আরেকটু বেশি লিখুন প্লিজ |
একটা ফুট নোট : মনিরা সুলতানার প্রথম মন্তব্যটা প্লিজ মুছে দেবেন | নইলে আমার খুব প্রিয় ব্লগার মনিরা সুলতানা আমাকে লেখা চুরির দায়ে অভিযুক্ত করতে পারে | তার কোট করা লাইনগুলোই আমিও কোট করলাম কিনা ( প্রিয় ব্লগার যেন কেমন করে যেন বুঝে ফেলে আমি কোন লাইন কোট করবো ! এটা নিয়ে বড় যন্ত্রনায় আছি | আর ওর সব কথাই/লেখাই টুকলিফাই করার মতো সেটা যদি ব্লগার বুঝে থাকেন তবে নিশ্চই আমি মাফ পেতেই পারি |) ! যাহোক ভালো থাকুন অনেক অনেক |
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮
রোদেলা বলেছেন: কীযে লিখি .। ভাষা হারিয়ে ফেলছি ।সামু ব্লগের সখ্যতা বহু পুরনো ,এখানে বসেই আমার রাত্রিগুলো সকাল হয়েছে আবার কখনোবা আলো কাটিয়ে সন্ধ্যা ।কতো প্রিয় মুখ ,কতো অপ্রিয় বুখ ,কবিতা নিয়ে তক্ক -মান -অভিমান,বানান নিয়ে মন কষাকষি ,সব আজ অতীত ।আপনার নিক পড়ে বুঝতেই পারছিলাম না প্রথমে ।নতুন দেখছি ,হয়তো অভ্যেস হয়ে যাবে ।এখন অনেক নতুনের ভীড় ,আমরা একটু রেস্টে আছি ।হয়তো পুরোটা বেকার হয়ে গেলে আসবো আবার এখানেই ফিরে ।
তবু কথা হবে মাঝে মাঝে।স্বাগতম শুভেচ্ছা ।।
১৯| ২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:১২
মনিরা সুলতানা বলেছেন: রোদ !!!!
অনেকদিন ব্লগে নাই তুমি ।
মলাসইলমুইনা অনেক আগেই কোট করার অনুমতি দেয়া আছে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
রোদেলা বলেছেন: কোট নিয়ে তোমাগো কী হলো গো?
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সব কিছু বিচ্ছেদে শেষ হয়ে যায় না
কিছু কয়লা পুনরায় জ্বলে উঠে আপন যৌবনে
ছাই গুলো উড়ে গিয়ে মিশে যায় জলে স্থলে
আবার নতুন প্রাণের সঞ্চারণ।.............................................।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৮
মনিরা সুলতানা বলেছেন: আমার থেকে থাকিসরে তুই সহস্র মাইল দূরে,

ভুলের বোঝা ভারী হলেও গাইবো না তোর সুরে ।
বাহ দারুন লেগেছে ; ভালোলাগা