![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
১।
হেমন্ত রঙ গায়ে মাখি ;
সূর্য স্নানে যাই।
আর কতো কাল ডাকবো পাখি ;
তোমার দেখা নাই।
২।
বাহির আমায় ডাকে ভীষন ,
ঘর এখানে থাকে না।
হাত বাড়ালে রিক্ত ফাগুন ,
মন সেখানে বাঁধে না।
৩।
পাল তুলেছে মেঘের বুকে ;
বৃষ্টি কেঁদে যায়।
জল ছোঁয়া মন হাওয়ায় মেশে ;
তোমার দেখা চায়।
৪।
আকাশ ছেয়ে মেঘ করেছে ;
বৃষ্টি ছুঁতে চাই ।
মন পবনে পাল তুলেছে ;
তোমার দেখা নাই ।
৫।
তুমি যদি এক দিতে আজ ;
আমি দিতাম দুই।
অপূর্ণ থাক স্বপ্ন চাওয়া
কষ্ট বুকেই থুই ।।
------------------------------------------------------
ছবিটি বোটানিক্যাল গার্ডেনে নিজের নিকন-৩৫০০ দিয়ে তোলা
১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
রোদেলা বলেছেন: ধন্যবাদ ফাতেমা ছবি ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: কাব্য ভাল লাগলো সাথে ছবিও।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন মাইদুল সরকার ।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
রোদেলা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
শামচুল হক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
রোদেলা বলেছেন: অসংখ্য শুভেচ্ছা জানবেন শামচুল হক ।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫১
মলাসইলমুইনা বলেছেন: অবিরাম স্নো পড়া শীতের সকালে কবিতার উষ্ণ রোদেলা আলোয় ভিজলাম যেন | আপনার তোলা ফটোটা ভালো লাগলো কিন্তু কবিতাগুলো আরো বেশি | "ভালো", "খুব ভালো" আর " মন ভরানো ভালো" এই তিন পয়েন্ট স্কেলে (এই কবিতার জন্য কোনো নেগেটিভ পয়েন্ট রাখা যাচ্ছে না স্কেলে ) ৪ নাম্বার কবিতাটা " মন ভরানো ভালো" লেগেছে | কবি অনেক ধন্যবাদ |
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
রোদেলা বলেছেন: আপনার বলাতেই এতোকাল পর লেখা পোস্ট দিলাম।এগুলো কবিতাতো নয় ,ধূলোছাই !!!
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১
রোদেলা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।আপনি দেখি এখনো ফরিদীই আছেন।
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা ।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
রোদেলা বলেছেন: ধন্যবাদ জানাই
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫১
মলাসইলমুইনা বলেছেন: আপনার ওড়ানো ধুলোছাইয়ের নীচেইতো লুকোনো কাব্যের মণিমুক্তো | সেই ধুলোছাইয়ের জন্যই তাই আমাদের খুঁজে পাওয়া মণিমুক্তোর ভালোলাগা আবারো জানালাম |
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
রোদেলা বলেছেন: সে জন্য যথারীতি আমি কৃতজ্ঞ ।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১
ভ্রমরের ডানা বলেছেন: অপূর্ব!
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
রোদেলা বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা ।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আমি ফরীদি ই থাকবো।
১১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
মিঃ সালাউদদীন বলেছেন: দিলাম এক, দিয়ো তুমি দুই
এ কামনা রোজ-ই করি সই ।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভীষণ
ভালো লাগছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে আপি