নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন রাজ্যের সন্নিকটে //

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

কন্ঠে আমার শেষ শব্দটা ভীষন সংযত ;
কেউবা পাছে শুনে নেয় সব কথা।
জানি চলে যাওয়া মানেই প্রস্থান নয়,
হিমধরা এই রাত্তিরে এক টুকরো উষ্মতা হাত ধরে বলে - আমাকে আগলে রাখো তোমার বুকে।
আমি যদি পাহাড় হতাম
তবে সত্যি তোমাকে জড়িয়ে রাখতাম,
যদি অরণ্য হতাম
তবে নিশ্চিত লুকিয়ে রাখতাম তোমাকে।
আমি না পাহাড়, না অরণ্য ;
আমিতো শুধুই নারী।
সমাজের সব গুলো নিয়ম কড়ায় গন্ডায় মেনেই
তোমার কাছে আসতে পারি।
একটি নির্দিষ্ট সময় আমার ঘাড়ের ওপর
ঢং ঢং বাজতে থাকে।
তুমি মানব না হয়ে ;
ভুলে ফেলে যাওয়া কালো চশমা হতে পারতে,
দিব্যি হাত ব্যাগে নিয়ে ঘুরতে পারতাম
মিরপুর থেকে শাহবাগ।
মাঝে মধ্যে আমারো ইচ্ছে করে খুব ;
তোমার গলায় ঝুলে থাকা কালো মাফলার হতে,
অন্ততপক্ষে এই কঠিন শৈত্যে কিছুটা সময়
উষ্মতা ছড়ানো যেত ।

বিশের শেষ বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে দ্বিধাহীন ;
আমার চোখ দু'টো তাকিয়ে থাকে পলকহীন,
তুমি বিহীন এ রাজ্য এক মুহূর্তে হয়ে গেল অর্থহীন।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

জনৈক অচম ভুত বলেছেন: চলে যাওয়া মানেই প্রস্থান নয়

তারপরেও কেন এই শূন্যতা!

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০

রোদেলা বলেছেন: শূণ্যতা আছে বলেই অপেক্ষা আছে।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

অবনি মণি বলেছেন: অনেক সুন্দর!!

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০

রোদেলা বলেছেন: ধন্যবাদ অবনি মণি ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

মলাসইলমুইনা বলেছেন: অনেক দিন পরে আবার আপনাকে পাওয়া গেলো ব্লগে, প্রিয় কবি | মাঝে মাঝে ভাবি ব্যস্ততার কারণে ব্লগ লেখাই বুঝি ছেড়ে দিলেন | এখন থেকে আবার সেরকম মনে হলে কিন্তু আপনার এই কবিতার লাইনটা চলে যাওয়া মানেই প্রস্থান নয় মনে করবো আপনার অনুপস্থিতে | নিশ্চই বই মেলা নিয়ে ব্যস্ত এখন ? এবারের বই আপনার কোন বই বের হচ্ছে জানাবেন | ভালোলাগা কবিতা পড়ে মনে হলো আমারও অর্থহীন রাজ্যের সন্নিকটে মিরপুর থেকে শাহবাগ বা ছাড়িয়ে আরেকটু দক্ষিণে ইউনিভার্সিটি ক্যাম্পাসের হারিয়ে যাওয়া কত স্মৃতি ! পাহাড় আর অরণ্য না হবার জন্য যে স্মৃতিগুলো লুকিয়ে রাখা গেলোনা তাদের কথা ! কি যে উদাস করলো আপনার কবিতা ! আবার একটা কবিতা নিয়ে আসবেন কিন্তু তাড়াতাড়ি | অনেক দেরি করবেন না যেন | ভালো থাকবেন |

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

রোদেলা বলেছেন: ব্লগে আসা হয় না অলসতার কারণে,আর কিছু না।এইযে কম্বল থেকে হাত বের করে লিখতে হচ্ছে ; উহ ,কীযে ঠান্ডা ! এখন ঘোরাঘুরিটাই বেশী হয়।এবারের বইমেলায় ভ্রমণ গল্প বের হচ্ছে আর একটা ।মহাকাল যদি ঠিক থাকে তবে আমার নতুন বই দেখতে পাবো। এরপর কবিতা নিয়ে আসতে পারবো কীনা জানিনা,তবে আসবো যে কোন মুহূর্ত ।ভালো থাকুন সব সময়।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

শাহিন বিন রফিক বলেছেন: ভাল লাগল আপনার কবিতাটি।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

রোদেলা বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ,একে কবিতা বলা যায় কীনা আমি ঠিক জানিনা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

জাহিদ অনিক বলেছেন:

ভীষণ সুন্দর কবিতা;
মাফলার হয়ে লটকে থাকার উষ্ণ ইচ্ছেটা থাকুক অটুট।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

রোদেলা বলেছেন: সত্যি মাঝে মাঝে মনে হয় শীত সন্ধ্যায় মাফলার হয়ে যাই নয়তো হীম রাতে রঙ্গীন কম্বল।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কেমন আছো আপুনি? কবিতায় ভালো লাগা সহ প্লাস জানায়ে গেলাম। এসিছিলাম যখন লাইক ও দিয়ে যাই।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

রোদেলা বলেছেন: খুব ভালো আছি সুজন।তবে জম্মের শীত পেয়েছে আমায় । তোমার প্লাস নিয়ে জমা করে রাখলাম ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.