![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
তখন তোমার সময় ছিল না,আমার ছিল অনেক ।
তোমার তখন জ্বলজ্বলে রাত ,
ব্যস্ত ল্যাপটপ , বন্ধুর নেশা ;
আমার তখন অন্ধকার বারান্দা ,
বস্তাপঁচা সিরিয়াল ;
রান্নাঘরে এঁটো থালা ।
তুমি তখন খোলা হাওয়ায় নাচন তোলা উড়োজাহাজ ;
চার চাকার গীয়ার টেনে যখন খুশী উড়তে পারো ।
আমি তখন লিপস্টিকের কৃত্রিমতায় পুতুল সেজে বসে থাকি ,
হাই -হ্যালো আর সুইট হাসির আড়াল থেকে নিরব কাঁদি ।
তোমার তখন সপ্তাহ পেরিয়ে থার্সডে নাইট ব্যাপক মাস্তি ;
আমি তখন নিয়ম মেনে তোমার সুখের সঙ্গে থাকি ।
আমার এখন ঝকঝকে রাত ;কাগজ -কলম
নিজের কাছে ফিরে আসা,
ক্যারিয়ারের অলি -গলি হন্যে হয়ে হাঁটতে থাকা ।
তুমি এখন প্রতিশোধের আগুন জ্বেলে সুস্থ সময় রুদ্ধ করো ;
আমি কি আর সেই আমিতে লুকিয়ে আছি ?
কঠিনতম সমাধানো হাতের মুঠোয় বদ্ধ রাখি ।
তোমার জীবন তোমায় দিলাম
আমারটাযে ফিরিয়ে নিলাম ;
খুব হয়েছে হিসেব -নিকেষ ,
মিথ্যে সুখের মুখোশ খোল ।
সমাজ-সন্তান দোহাই ঝেরে
চলো এবার শেকল ছিঁড়ো ।।
-----------------------------------------------------------------------------
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
বিচ্ছেদের সুর! করুণ জীবন দর্পণ!
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
২ জনার দুটি পথ দুই দিকে গেছে চলে, অনেক কষ্টের কথা
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
জনৈক অচম ভুত বলেছেন: দুঃখজনক।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় বিরহ রাঘের করুণ মাত্রাগুলো বিহগী সুরে বাজলো।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: কঠিন আত্মোপলব্ধির কবিতা, তেজস্বী বক্তব্য। ঋজুবচন এবং তার স্পষ্ট প্রকাশের তেজস্বীতার জন্য কবিতাটিকে ভাল লাগলো।
কবিতায় প্লাস + +
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৬
রোদেলা বলেছেন: এবার বই আসছে ভাইয়া ? মহাকালে একবার চলে আসুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো লাগলো।