নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

"মেঘ বালিকার দেশে "-ঘোরাঘুরির গল্প নিয়ে আবার এলাম বইমেলাতে ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

এবারের বইমেলায় রোদেলা নীলার ২য় ভ্রমণ গল্পগুচ্ছ-“মেঘ বালিকার দেশে” নিয়ে আসছে মহাকাল প্রকাশনী । স্টল নং-২২০-২২১ ,সোহরাওয়ার্দি উদ্যান ,মঞ্চের পশ্চিমপাশ । বাংলা ভাষাভাষী ভ্রমণ বিষয়ক গ্রন্থের নারী লেখক তালিকায় রোদেলা নীলার নাম উল্লেখযোগ্য ।
ব্যস্ত জীবনে যখনি অবসর পাওয়া যায় ; আমরা চাই দলবল নিয়ে বেড়িয়ে পড়তে , কখনো খুব নির্জন পাহাড়ের চূড়োয় বসে প্রিয় মানুষের হাতে হাত রেখে হারিয়ে যেতে ইচ্ছে করে ।কখনোবা ইচ্ছেরা জলে ভেসে হেসে করে ডুবসাঁতার আবার কখনো গহীন অরণ্যে পালিয়ে বেড়ায় ।ইচ্ছে আর স্বপ্নের এমন মেলবন্ধন রচনা করবে রোদেলা নীলার –“মেঘ বালিকার দেশে” ।খুব কম খরচে কতোটা ঘুরতে পারার আনন্দ নেওয়া যায় তাই স্পষ্ট করে বর্ণিত হয়েছে এই বইয়ের প্রত্যেকটি গল্পে ।আছে দর্শনীয় স্থানে ছুটে যাবার সঠিক দিক নির্দেশনা ,ভিন্ন জাতির সংস্মৃতি এবং তাদের খাবা্রের সাথে পরিচয় আপনাকে আরো সমৃদ্ধ করবে ।তাই ঘরে বসেই মেঘ বালিকার সাথে ঘুরে আসুন দেশ ও বিদেশের দেখা –অদেখা নয়নাভিরাম জায়গা গুলো ।

লেখকের অন্যান্য বই গুলো হচ্ছে-
কবিতা - ফাগুনঝরা রোদ্দুর(২০১০),ভাষাচিত্র প্রকাশনী
নিমগ্ন গোধূলি (২০১৬) ,অন্যধারা প্রকাশনী
পঞ্চপত্রের উপপাদ্য(২০১২),এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী
দ্বৈত কবিতার বই -নীলপদ্ম(২০১৫),যমুনা প্রকাশনী
গল্পগুচ্ছ- রোদ্দুরের গল্প (২০১৫) ,আলপনা প্রকাশনী
চলতি পথের গপ্পো (২০১৬),বিদ্যা প্রকাশ
ভ্রমণ গল্প –পিয়াইন নদীর স্রোতে(২০১৭) ,জয়তী প্রকাশনী

রোদেলা নীলা গল্পের পাশাপাশি বাংলা সিনেমা সমালোচনা করেন বাংলাদেশ চলচ্চিত্র ইনিস্টিউটিউট পত্রিকাতে ।এছাড়া ,ক্লাসিক ম্যাগাজিন ,পর্যটন বিচিত্রা ,ফুলকুড়ি পত্রিকা ,অন্যধারা ম্যাগাজিন ,জয়তী পত্রিকার সাথে লেখনীর মাধ্যমে যুক্ত আছেন ।তার আরো লেখা পাওয়া যাবে প্রথম আলো ব্লগ ,সামহোয়ার-ইন ব্লগ ( somewhereinblog) , বিডিনিউজ ২৪ ব্লগ ( blogbdnews24) , বন্ধু ব্লগ এবং বাংলা মুভি ডাটাবেজ পেইজে।
রোদেলা নীলা দীর্ঘ দিন সিটিজেন জার্নালিস্ট হিসেবে সর্ববৃহৎ বাংলা পোর্টাল wwww.bdnews24.com-এর সাথে আছেন ।


মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

নাসরীন খান বলেছেন: অনেক শুভকামনা রইল।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

রোদেলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

আটলান্টিক বলেছেন: ভ্রমণকাহিনী আমার খুব প্রিয় জনরা।বইটার সাফল্য কামনা করছি :)

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

রোদেলা বলেছেন: নিয়ে যান ভাই এক কপি।ভালো লাগবে আশা করি।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটি অন্যের জবানীতে কেন? :D
“মেঘ বালিকার দেশে”র সাফল্য কামনা করছি।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

রোদেলা বলেছেন: ভাই,নিজের ঢোল পেটাবার জন্য বইয়ের ফ্ল্যাপ থেকে কপি পেস্ট করে দিলাম।কী আর করা !!!

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ !!!
অনেক অনেক শুভ কামনা রোদেলা :)

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

রোদেলা বলেছেন: কেমন আছ আপু ,অনেক দিন কথা হয় না।একবার বইমেলায় দেখা হলে বেশ হতো।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গতবার অনেক ঘুরে ফিরেও কোন বই খুজে* পাই নি , শুনে ছিলাম পরে বই স্টলে এসেছিল । এবার ও কি তাই হবে???
গেলবার রোদেলা একটা স্টল ছিল ওখানে বইগুলি পেলে বেশ হতো।...................................................

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৪

রোদেলা বলেছেন: ঘোরার বই কিনতে কিছু ঘুরতেই হয় !

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোন কোন পাঠক বই কেনার জন্য কষ্ট করুক তাই লেখক/লেখিকা চায়,
তার মধ্যদিয়ে এক ধরনের আনন্দ অনুভব !!!
হায়! সেলুকাস কি বিচিত্র এই দেশ !!!!!!


..............................................................
SAVE THE EARTH FROM MIND POLLUTION

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

রোদেলা বলেছেন: আপনের মতোন মূর্খ আমার বই না পড়তে পারলে ভালোই হয় ,কিছুইতো বুঝবেন না ।শুধুই সময় নষ্ট !!!

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

বিজন রয় বলেছেন: অভিনন্দন।
শুভকামনা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

রোদেলা বলেছেন: ধন্যবাদ বিজয় রয় ।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৪

প্রামানিক বলেছেন: বইয়ের সফলতা কামনা করি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

রোদেলা বলেছেন: দাদা ,বহুদিন দেখা হয় না।আসুন একদিন ,খুব আড্ডা দেওয়া যাবে ।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বই মেলার এই দিনে লেখক/লেখিকার
মানসিক স্বাস্হ্য ভালো থাকুক সেই কামনায় ..........



০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

রোদেলা বলেছেন: ছাগলটাকে বিধাতা লজ্জা দিন,আমিন।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওরে আমার কাজলা দি দি কই ???


১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

মলাসইলমুইনা বলেছেন: আপনিতো প্রিয় কবি, কিন্তু এখনতো দেখি আবার প্রিয় ভ্রমণকাহিনীকার বলতে হবে ! "মেঘ বালিকার দেশে" -র জন্য শুভ কামনা |

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৪

রোদেলা বলেছেন: চলে আসুন বইমেলায় ।আমি সত্যি ভালো ভ্রমণ কাহিনীকার হতে পারি কীনা যাচাই করুন।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

রানার ব্লগ বলেছেন: গতবার চুপি চুপি আপনার বই কিনে এসেছিলাম। এই বার ভাবছি একটা অটোগ্রাফ নিবো। দেবেন তো ????

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

রোদেলা বলেছেন: সেকী কথা ,বই নিয়ে এলেন ; একটা সেলফি না দিলে হয় ! আই ডি খানা দিন ,আমি অটোগ্রাফসহ আর একখানা বই দেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.