![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
সৃষ্টির আদিমলগ্নে
মূর্তমান অবিশুদ্ধ মানবতা ঠাসা শরীরে
হাত রেখে জানতে চাই ;
বুক খোলা দরজার অন্ধকার ঘরে উঁকি দিয়ে
দেখতে ইচ্ছে করে –
ওখানকার বীভৎসতার ইতিহাস ।
কান পেতে রাখি ;
আহত পাখীর আর্তনাদ আমার শেষ ইন্দ্রিয় কাঁপিয়ে দিয়ে যায় ।
বিজ্ঞানের আশির্বাদে সেই করুন চিৎকার
নতুন রূপে ফিরে আসে যান্ত্রিক কাঠামোতে ।
অবিকল তা আগের মতোই ,
শুধু সময় চলে গেছে বেশ ।
পুনরায় দাঁড়াই আরশীর স্বচ্ছ কাঁচে ;
অবলোকন করি খোলা আকাশের নীচে
শুয়ে থাকা নগ্ন দেহ ,
অপবাদের ধারাভাষ্যে ভেসে যায় মৃত রমনীর লাশ ।
মেহেদি রাঙ্গানো দু’টো হাত কেবল নরমাংসের
ক্ষুধা বহণ করে ;
ওখানে কোন মুহূর্তের জন্য আকুলতা থাকে না ,
ওখানে থাকেনা উত্তাপ ছড়ানো যৌবন ;
ঘুঘুর পরানো পা কেবল পরিধি জড়ানো ঘেরাটোপে
ঘুরতে থাকে অবিরত ।
পৃথিবী জয়ের উল্লাশে নর পতিরা উৎসবে মাতে ;
ছিঁড়ে কুঁড়ে খায় ,
উৎসাহী বাণী লিখে চলে ইথারে ।
তাই আধুনিকতার সমস্ত জানালা বন্ধ করে
আদিমতার কুৎসিত চাদর মুড়িয়ে পরে থাকে বাস্তবতা ,
যার নাম দিয়েছি---স্বাধীনতা ।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯
রোদেলা বলেছেন: সেটা নিজেরাই বুঝতে চাই না ,যখন যে ক্ষমতায় শুধু তেলবাজি।
২| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বাধীন হলাম। মানে আমরা এক সময় পরাধীন ছিলাম।আমরা পরাধীন ছিলাম মানে এক সময় স্বাধীন ছিলাম।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০
রোদেলা বলেছেন: ভালোতো ,এভাবেই ঘুরি.।
৩| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: দেশের যে অবস্থা আমরা কি আসলেই স্বাধীন?
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫১
রোদেলা বলেছেন: সে কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছিলাম ।
৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: "অবিকল তো আগের মতই,
শুধু সময় চলে গেছে বেশ।" - এটাই বাস্তবতা, শুধু চাটুকারেরা ছাড়া আর সবাই এটা বোঝে।
কবিতা ভাল লিখেছেন, শিরোনামটাও সুন্দর দিয়েছেন।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫
রোদেলা বলেছেন: আমার নানান বয়সি যাঁরা বেঁচে আছেন তাঁরা আগের সময়টার জন্য হাহাকার করেন ,কেন করেন কিছু হলেও টের পাই ভাইয়া ।শিরোনাম কেমন হুট করে হয়ে গেল ,ধন্যবাদ ।
৬| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১
মনিরুল ইসলাম বাবু বলেছেন: বাস্তবতার ধারালো প্রকাশ ।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫
রোদেলা বলেছেন: বাস্তব চিত্রটাই এখন ধার ধার ।
৭| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
আজ মানুষ বিভক্ত, রাজনৈতিক দলগুলো সেটাই চেয়েছিলো।
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১
রোদেলা বলেছেন: হুম,আসলেই সবাই কামড়া কামড়ি করছে।
৮| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সৈয়দ তাজুল বলেছেন:
স্বাধীনতা দাবী করা আমাদের সম্ভ্রমহানিরর সমান মনে হয় প্রায় সময়।
মনে হয়, পলাশী প্রান্তরে হারিয়ে যাওয়া স্বাধীনতা এখনো আমরা খোঁজছি...
পাগল হয়ে খোঁজছি....
কবিতা ভাল হয়েছে। অনেক..
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০২
রোদেলা বলেছেন: সুন্দর বলেছেন সৈয়দ তাজুল।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪
রানার ব্লগ বলেছেন: শুধু নামটাই স্বাধীনতা !!!! আসলে শুভঙ্করের ফাঁকি !!!!!
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০
রোদেলা বলেছেন: তাই নিয়ে জমেশে বেশ ।
মিথ্যে বললাম নাকি?
১০| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮
রানার ব্লগ বলেছেন: কি ভাবে বলি মিথ্যা বলেছেন। দেশ স্বাধীন হয়েছিল সেই ১৯৭১ এ এর পর যেন নতুন করে পরাধীনতার শেকলে বন্দী স্বদেশ।
১৭ ই মে, ২০১৮ রাত ১:৪১
রোদেলা বলেছেন: প্রতি মুহূর্তে এমনি অনুভব আমার।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমরা স্বাধীনতা এনে ভুল লোকদের হাতে তুলে দিয়েছি বারবার।