![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
বাংলার পথ ধরে
বৈশাখী আহবানে ;
চলো আজ হারিয়ে যাই।
রিনিঝিনি চুড়ি বাজে
নুপুরের নিক্কনে ,
সেই সুরে নিজেকে মাতাই।
কাঁচা পাকা মুকুলের
মৌ মৌ গন্ধ ;
বটতলা মেতে ওঠা
নৃত্যের ছন্দ।
ঢাক আর ঢোলকের
অবিরাম বাজনা ;
বর্ণিল আবিরে
সেজেছে রমনা।
খই মুড়ি মুর্কি
ইলিশের পান্তায় ;
বাঙালি মেতেছে আজ
রকমারী ভর্তায় ।
পসরা সাজিয়ে
সারিবাঁধা বিপণন ;
পুরনোকে ঝেড়ে ফেলি
নতুন বছর বরণ।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৪
রোদেলা বলেছেন: শুভ নববর্ষ ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫
কাওসার চৌধুরী বলেছেন:
পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................................ নববর্ষের শুভেচ্ছা।
............ব্লগে স্বাগতম।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬
রোদেলা বলেছেন: শুভেচ্ছা ।
এতো দেরী করে লিখি বলে স্বাগতম দিলেন !
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: [sbইলিশের-পান্তা চমৎকার।
নতুন বছর ভালো কাটুক।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭
রোদেলা বলেছেন: একেবারেই তাই।শুভ নববর্ষ ।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: মচমচে কোবতে
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭
রোদেলা বলেছেন: নতুন দিনের নতুন কবিতা ।শুভ নববর্ষ ।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পান্তা-ইলিশ ছাড়াও দিনটা কাটানো যায়।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮
রোদেলা বলেছেন: আমি তাই করি ।কবিতাতো সবার ।শুভ নববর্ষ ।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা!
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮
রোদেলা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান।
নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।...
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯
রোদেলা বলেছেন: বাহ ! বেশ ছড়া করে শুভেচ্ছা দিলেন।ভালো লাগলো রাজীব নূর ।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৮
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে... নববর্ষের শুভেচ্ছা...
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১০
রোদেলা বলেছেন: ধন্যবাদ আকতার ভাই ,নতুন বছরের শুভেচ্ছা ।
৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
রানার ব্লগ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
"শুভ নববর্ষ"