![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
আমার ভীষন মন খারাপের রাতে ;
তুমি ছিলে না আমার সাথে ।
তবু ভোর হলো আজ অন্যরকম ;
আকাশ ছুঁয়ে বৃষ্টি এলো আগের মতোন ।
------------------------------------------রোদেলা নীলা
চোখ জুড়ানো ছবিটি আকাশ ছোঁয়া নিউজ পোর্টালের জন্য তুলেছে আশীক আল অনিক ।
এমন সকাল বেলার শিশির স্পর্শ কে না পেতে চায় ,
তাই আমাদের আকাশকে ছুঁয়ে থাকুন সারাক্ষণ -
https://www.akashchoya.com/
এটি একটি নিউজ পোর্টালে যেখানে নিরপেক্ষ কথা বলার চেষ্টা করছে কিছু তরুণ ,
আপনিও আমাদের সাথে লিখতে পারেন ।
লেখা দিন ,লেখা পড়ুন ,মন্তব্য করে আমাদের সাথেই থাকুন।
[email protected]
[email protected]
সরাসরি নিবন্ধন করতে চাইলে চলে আসুন-
https://www.akashchoya.com/wp-login.php?
সাহিত্য পাতার জন্য নিয়মিত গল্প কবিতা ও প্রবন্ধ চাই যা আর কোথাও প্রকাশিত হয়নি ।
শুভেচ্ছা শতত ।
১৪ ই মে, ২০১৮ রাত ১১:২৪
রোদেলা বলেছেন: আমি খুলিনি ভাই,আমার এতো দম নাই।আমি শুধু কিছু মিছু লিখে দেই,তাই যদি কেউ আগ্রহি হন আমার মতোন এলোমেলো পাগল পনা লেখার কাতারে তাই উদাত্ত আহ্বান ।
২| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে বস....
আপনি আমাদের সাথেই থাকুন।
সামু ব্লগের তুখোড় লেখকদের বলছিঃ
আপনারা আপার দেয়া লিংকে লেখা পাঠাতে পারেন।।।
১৭ ই মে, ২০১৮ রাত ১:৩৯
রোদেলা বলেছেন: ধন্যবাদ ভাই,সবাই কিছু কিছু করে তথ্য দিলে পোর্টালটা জমে যাবে আমার বিশ্বাস ।
৩| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: আসসালামুয়ালাইকুম।
১৭ ই মে, ২০১৮ রাত ১:৩৯
রোদেলা বলেছেন: ওলাইকুমাসসালাম রাজীব নুর
৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৮
রোদেলা বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৪:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বহু দেশ ঘুরে,
দেখিতে গিয়েছিলাম সিন্ধু,
দেখিতে গিয়েছিলাম পর্বতমালা ,
দেখা হয় নাই দুই চক্ষু মেলিয়া,
ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু।
................................................................................................................................................................
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ রাত ১১:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সিনিয়রেরা একেক জন একেকটা নিজস্ব ওয়েবসাইট খুললেতো সমস্যা????