নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

তুমি আসবে বলে //

৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

তুমি আসবে বলে ;
ভোরের সূর্যটা বুঝি একটুও দেরী করলোনা ঘুম ভাঙাতে ,
মুঠো কলের অপেক্ষায় থাকিনি আজ ।

তুমি আসবে বলে ;
শেষ রাত্রিটিকে মনে হয়েছিল বিশাল সমুদ্র ,
জৈষ্ঠ্যের আলিঙ্গনে জড়িয়ে নিল ঘন-কালো মেঘ ।

তুমি আসবে বলে ;
অবহেলায় পড়ে থাকলো সাদা আটার রুটি ,
নিমিষে জল হলো ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা ।

তুমি আসবে বলে ;
নিজেকে জড়াই কোন রঙা শাড়ীতে ,
এলোমেলো হয়ে গেল আলমারিটা ।

তুমি আসবে বলে ;
রাঙা ঠোঁট আরো বেশী রাঙা হলো ঠোঁটকাঠিতে ,
অবিন্যাস্ত চুলে পড়ে গেল সুদক্ষ সিঁথি ।

তুমি আসবে বলে ;
সমস্ত শহর নিয়ন্ত্রনে নিল ট্র্যাফিক পুলিশ ;
কোথাও আজ আটকে থাকবেনা তোমার গাড়ি ।

তুমি আসবে বলে ;
ঘড়ির কাটাটা ছুটতে থাকে তুমুল দ্বিগুন আগ্রহে ,
ব্যস্ত হরিনী হয়ে ছিটকে পড়ি তিনচাকার বেসামাল গতিতে ।

তুমি আসবে বলে ;
ডান পায়ে ঝোড়তে থাকা লাল আভাকে মনে হয় রক্ত জবা ,
শেষ বিকেলের সোনা রোদ ছুঁয়ে থাকে আমার কপাল ।

তুমি আসবে বলে ;
একঝাঁক পায়ড়া ছুটতে থাকে যে দিকে দু’চোখ ছুটে যায় ,
পাতি হাঁসগুলো ভাসতে থাকে স্রোতহীন কোমল জলাধারে ।

তুমি আসবে বলে ;
গোধূলির ম্লান আলো উজ্জ্বল হয়ে ওঠে রোদেলার চোখে ,
বহু দূর থেকে ভেসে আসে পরিচিত কন্ঠের প্রতিধ্বনি ।

খুব চেনা শরীরের গন্ধ ঘুম থেকে ডেকে তোলে-
তুমি এসেছো কি ?
---------------------------------------------------
রোদেলা নীলা -২৯/০৫/১৮
রাত ১২ঃ১২ মিনিট

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৬

স্বচ্ছ দর্পন বলেছেন: তুমি এসেছো কি??
নাকি কোনোদিনও আসবেনা?

সত্যিই অসাধারণ ছিলো।

আমার ব্লগ ঘুরে আসার ওনুরোধ রইলো!

৩১ শে মে, ২০১৮ রাত ১১:৪০

রোদেলা বলেছেন: আসতেও পারে ।আবার নাও আসতে পারে ।
যাব আপনার ব্লগে ।

২| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৬

তারেক ফাহিম বলেছেন: আশা নিয়ে ঘর করি।

৩১ শে মে, ২০১৮ রাত ১১:৪২

রোদেলা বলেছেন: বাহ ,দারূন !

৩| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

মৌরি হক দোলা বলেছেন: চমৎকার কবিতা :) ভালোলাগা রইল :) :)

৩১ শে মে, ২০১৮ রাত ১১:৪৬

রোদেলা বলেছেন: দোলা ,ছবি দেখেই আমি দুলে গেলাম ।

৪| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৮

প্রথমকথা বলেছেন: কবিতা ভাল লাগল। এক কথায় অসাধারণ।

৩১ শে মে, ২০১৮ রাত ১১:৪৭

রোদেলা বলেছেন: এবুঝি শেষ কথা নয়

৫| ৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: যাইহোক। অবশেষে আসলো। এটাই আসল কথা । +

০১ লা জুন, ২০১৮ রাত ১২:২২

রোদেলা বলেছেন: হুম ,ঠিক তাই ।

৬| ৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: শিরোনাম এবং কবিতা দুটোই ভালো লেগেছে ।
শুভকামনা আপনার জন্য আপু।

০১ লা জুন, ২০১৮ রাত ১২:২৩

রোদেলা বলেছেন: ধন্যবাদ কথার ফুলঝুরি

৭| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: বাহ !!!
সুন্দর।

০১ লা জুন, ২০১৮ রাত ১২:২৪

রোদেলা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ।

৮| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা।

০১ লা জুন, ২০১৮ রাত ১২:২৫

রোদেলা বলেছেন: ধন্যবাদ লাবণ্য ২

৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১

অলিভিয়া আভা বলেছেন: তুমি আসবে বলে ;
নিজেকে জড়াই কোন রঙা শাড়ীতে ,
এলোমেলো হয়ে গেল আলমারিটা
খুব সুন্দর করে লিখেছেন। শাড়ি খুঁজে পেতে পেতে, এটা নয় ওটা এইভাবেই কি এলোমেলো হয়ে গেল আমমেরি?

কবিতা ও ছবি দুইটাই অনিন্দ্য সুন্দর

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ অলিভিয়া ।

১০| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

রানার ব্লগ বলেছেন: তুমি আসবে বলে
রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে হা করে
গতিময়ি বাসের জানালায় চেয়ে থেকেছি।

তুমি আসবে বলে
একটা বেলিও ফুটতে দেয়নি
কলিতেই ঝড়িয়ে দিয়েছি।

তুমি আসবে বলে
মেঘেদের দিয়েছি ছুটি

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

রোদেলা বলেছেন: অনেক সুন্দর হয়েছে রানার ব্লগ ।

১১| ২৭ শে জুন, ২০১৮ রাত ১২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসার পৃথিবীতে-
আমার প্রিয়জনদের বাস
তাদের নিয়ে সুখের স্বর্গ
সেই স্বর্গেই গড়েছি আবাস।
আমার ভালোবাসার পৃথিবীতে-
প্রত্যাখিত হবার ভয় নাই
আনন্দ, হাসি, গানে-
প্রিয়জনেরা থাকে অপেক্ষায় .....................................................

...............................................................................................................................................................

১২| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:০১

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটা কবিতা লিখেছেন। কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
কবিতার সাবলীল প্রবাহ আমাকে মুগ্ধ করেছে।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

রোদেলা বলেছেন: ভীষন ভালো লাগছে বহুদিন পর ব্লগে এসে।এতো ঝামেলায় থাকি আজকাল কিছু লেখা হয় না ।এটা আদৌ কবিতা হলো কীনা এ বিষয়ে আমি এখনো সন্দিহান ,তবে আপনার মন্তব্য চিরকালই অনুপ্রাণিত করে ।ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.