![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
কারো ক্ষেত্রে এমন হয়েছে কীনা জানিনা , কিন্তু আমি বেশ ক’দিন ধরে সামু ব্লগে সাইন ইন করতে পারছিলাম না । কেন পারছিলাম না ? উত্তর বেশ সহজ ; কাজের ভীড়ে নিজের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম । আপনার কেমন লাগবে যখন পুরনো বাড়িতে নিজের চেনা চাবি দিয়ে তালা খুলতে পারছেন না ; আমার ক্ষেত্রে এমন একটা অনুভূতি হচ্ছিল –যেন বাড়িটি দূরে সড়ে যাচ্ছে । কিন্তু গত রাতে এলেবেলে একটা পাসওয়ার্ড দিতেই চাবি তার চেনা তালাকে স্পর্শ করতে পারলো আর ঠিক তখনি খুব চেনা
গন্ধ আমার নাকে এসে ঠেকতেই বুঝতে পারলাম –আমি সামহয়ার ইন ব্লগে ।
হুম , ২০০৯ এর কোন এক মধ্যরাতে এই খেড়োখাতায় লিখেছিলাম আকাশ আর মেঘের প্রণয়ে বৃষ্টির গল্প । আজ দেখতে দেখতে এক যুগ কেটে গেল , বয়স বেড়েছে ; বেড়েছে কল্পনার তীব্রতা । হয়তো লেখার ক্ষেত্রে দক্ষতাও বেড়েছে , শুধু কমেনি সেই আবেগ । সময়ের অভাবে আজ আর কারো লেখা পড়ে মন্তব্য করতে পারিনা ,শুধু ভাসা ভাসা পড়ে যাই । কিন্তু বইমেলা এলেই হুমড়ি খেয়ে পড়ি বই সংগ্রহে । ব্লগার বন্ধুদের বই কেনার মধ্য দিয়েই আমার এবারের অমর একুশে পথ চলা আরম্ভ । দেখলাম অনেকেই নিজের বই সম্পর্কে লিখেছেন ,তাই আমিও লোভ শামলাতে পারছি না ।
এবার আমি কবিতার বই নিয়ে এসেছি যদিও অনেকের মুখেই কবিতার ব্যাপারে বেশ তাচ্ছিল্যের সুর লক্ষ্য করা যায় । কিন্তু কবিতা আমার কাছে ভাব প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম । “ চায়ের কাপে অপেক্ষা ”- তিন ফর্মার বই । যে কেও পকেটে করে ঘুরে বেড়াতে পারবেন এই বইটি , যে কেও ইচছে হলেই ট্রাফিক জ্যামে বসে একটু চোখ বুলিয়ে নিতে পারবেন । একশ’ত টাকার মূল্যমানে আর কী চাই !
সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে হাতের বা দিকে এগুলেই ২৮৯ নম্বর স্টল ,বাংলাদেশ রাইটার্স গিল্ডে বইটি পাওয়া যাছে ।
গত ৯ ফেব্রুয়ারী ২০১৯ বিকেল ৪টা আমার লেখক জীবনের একটি অন্যতম প্রাপ্তিময় দিন গেল । কবি কাজী রোজী এবং কবি আল মুজাহিদীর মতো এমন বড় মাপের লেখক আমার মাথায় হাত বুলিয়ে আশির্বাদ করলেন ; সত্যি এই অনুভূতি লিখে বোঝানো সম্ভব নয় । লেখক হিসেবে আমরা অনেক কথাই গল্প আকারে প্রকাশ করতে পারি , কিন্তু এই জগতে কিছু কিছু অনুভূতি আছে যা কীনা ভাষার কাছে পরাজিত হয় । আমার লেখা তৃতীয় কাব্যগ্রন্থ “ চায়ের কাপে অপেক্ষা “ পাঠক প্রিয়তা পাবে এটা আমার বিশ্বাস ।
নিউজ ২৪ এর শুভ সকাল বাংলাদেশে বইটি নিয়ে আলোচনা দেখতে এখানে ক্লিক করুন প্লিজ -
view this link
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩
রোদেলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪
রোদেলা বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন।
শুভ কামনা রইল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪
রোদেলা বলেছেন: ধন্যবাদ মাহের ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
রাজীব নুর বলেছেন: বইটি সংগ্রহ করবো।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
রাজীব নুর বলেছেন: অনুষ্ঠান টি দেখলাম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫
রোদেলা বলেছেন: আমি শুক্রবার স্টলে থাকবো রাজীব ।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির জন্য শুভ কামনা।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩০
রোদেলা বলেছেন: বসন্তের আগাম শুভেচ্ছা রইলো।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৩
রাফা বলেছেন: কনফিডেন্ট না অহংকার !
চায়ের কাপে পাঠক প্রিয়তা পাবে ?
কবিতা অবশ্যই ভাব প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম । কিন্ত কাকের চেয়ে কবি বেশি হয়ে গেলেই সমস্যা।
শুভকামনা রইলো যেনো বইটি পাঠকপ্রিয়তা লাভ করে।ধন্যবাদ,রোদেলা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮
রোদেলা বলেছেন: কিন্ত কাকের চেয়ে কবি বেশি হয়ে গেলেই সমস্যা।
কাক নাকি কবি সে বিচার করবে পাঠক ,তবে নিজের লেখার ওপর বশ্বাস রেখেই লিহি রাফা ।
নিজেকে আরাল করবার মধ্যে কোন কৃতিত্ব নেই।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪
নাহিদ০৯ বলেছেন: আপনার বই চায়ের কাপে অপেক্ষা গুডরীডস এ যোগ করে দিলাম। বই এর জন্য আরো কিছু তথ্য মেইল করে পাঠাবেন। যেমন: বই এর ভুমিকা বা বই সম্পর্কিত সামারি লিখা, বই এর পৃষ্ঠা সংখ্যা, পাবলিকেশান এর সঠিক মাস, সাল।
আপনার নামেও সুন্দর একটা প্রোফাইল তৈরি হয়েছে। আপনার নামেও কিছু তথ্য পাঠাবেন। যেমন: ছবির বড় রেজুলেশান ভার্সন, লেখকের পরিচিতি, জন্ম স্থান শহর, টুক টাক এগুলা। ও আর পাঠানোর জন্য মেইল করবেন আমার মেইল ([email protected]) এ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩
রোদেলা বলেছেন: খুব উৎসাহিত নাহিদ ভাই, বইটি নিয়ে আমার কাছে যা যা তথ্য আছে আমি দিচ্ছি।ধন্যবাদ ।
গুড রিডার্সে ব্রাউজ করে আজ কোন তথ্য পাই নি ।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বইটির সাফল্য ও বহুল বিপণন কামনা করছি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন সুজন ,ধন্যবাদ ।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুভকামনা রইলো নতুন বইয়ের জন্য।
১২| ১৩ ই মে, ২০১৯ রাত ৮:১১
মেঘ প্রিয় বালক বলেছেন: সাফল্য কামনা করছি।
১৩| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৩
রানার ব্লগ বলেছেন: অনেকদিন হলো আপনার কোন লেখা পাচ্ছি না , আপনি ভালো আছেন তো ?
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: আপনার এ বইটি আমার সংগ্রহে রয়েছে।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০
মা.হাসান বলেছেন: বইটির সাফল্য কামনা করছি।