![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটু দেখলেই আমার মাথায় কবিতা করে বিচরণ
আমি কবি হয়ে যাই
আমার পেটে-ভাতে চলা জীবনের মাঝে তুমিই একটুকরো রোদ্দুরসুখ
তোমাকে দেখলেই আমি আনমনা হয়ে যাই;
স্বপ্নে থেকে আসে কবিতা।
তোমার একদিন হাসি দেখেছিলাম
যেন আকাশ থেকে খসে পড়া একখন্ড মেঘ
বর্ণিল রোদ্দুর ঝরে পড়ছিল দুপুরের বাগানে
বাতাসে সরব সুরে বেঁজেছিল বাতাসিয়া গান।
তোমাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকি
তোমার বাড়ীর অদূরে কড়ই তলে
শহুরে বিলাসবহুল দালানের পাশে
কেউ জিজ্ঞাসা কররে বলি;
কাজ নেই; পেটে ভাত নেই;
তাই বসে আকাশের মেঘ খসে পড়া দেখি।
আমি তোমাকে দেখার অপেক্ষায় থাকি;
কবিতার বনে বেড়ানোর অপেক্ষায় থাকি
তোমার চুলের ভাঁজে ভাঁজে আমি ক্ষুধা ভোলার ছন্দ খুঁজি
খুঁজি সাগর ঢেউ।
আমি কবিতা লিখি তোমার জন্য;
তোমার জন্য শহর ছেড়ে দূরে যাই না
মন খোলে গান গাই না
নিঃস্বগতার কুরুণ রোগে আমি কুঁড়ে কুঁড়ে ভোগছি
তোমার জন্য আমি কবি---------
তোমার জন্য আমার কবিতার পথে হাঁটা
অথচ; তুমি নির্বাক; তুমি কবিতা পড়ো না...
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৩
রকিব লিখন বলেছেন: আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ নিবেন।।
২| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭
মো: আশিকুজ্জামান বলেছেন: ভাললাগা রেখে গেলাম।
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪
রকিব লিখন বলেছেন: ভালবাসা ও অন্তর থেকে ধন্যবাদ জানবেন।।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২০
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: undefined hoqaynalaavai.blogspot.in/?m=1 ভালো লাগলো