![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি থেকে গেছে; মেঘজানের নেই অভিকর্ষজ ত্বরণ
হৃদয়ে বিভোব তরঙ্গ বহমান উত্তাল নদীর প্রবাহে
তখন জীবন স্নিগ্ধ স্পর্শের ছোঁয়ায় অভিনব দ্বীপ
প্রোথিত প্রবর আকর্ষণের অন্বেষণে ভাব কাতর
কৃষ্ণগহ্বরের আশায় ব্যাকুল হয় বুকের জমিন
প্রশান্তির গহীনে খোঁজে মন আদি প্রেমের বীজ
পরাগায়নের বিশ্বায়নে স্তুতি করি একক প্রেম
বহুরূপী মনের খাদ্য কী জোটে একক রসনায়
কাব্যিক রূপ খেলে আদিম প্রেমের মত্ততায়
বিলাশবহুল জীবন ছাড়ে আতুর ঘরের টানে
সিক্ত মনে নিষিক্ত হয় পরিব্রাজক কাপালিক
নাব্যতার ঘন ঘোরে উত্তাল জীবন হয় তরঙ্গিত
বৃষ্টির বন্ধন চায় জীবন; ছুটে চলা দুরন্ত মেঘজানে।।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
রকিব লিখন বলেছেন: প্রীতি, ভালোবাসা ও ধন্যবাদ জানবেন।।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৬
মো: আশিকুজ্জামান বলেছেন: 'প্রশান্তির গহীনে খোঁজে মন আদি প্রেমের বীজ
পরাগায়নের বিশ্বায়নে স্তুতি করি একক প্রেম'
------ভাললাগল। ভাল থাকেবন রকিব ভাই।