![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আষাঢ় গেল শ্রাবণ গেল আসলো আবার শীত
তোমায় নিয়ে নতুন করে লিখবো আবার গীত।।
প্রাণের পরশী ফাগুন মাসে দিলা মনে আগুন
জ্বল জ্বলাইয়া জ্বলে জ্বলে পুড়ায় আমায় দ্বিগুন।।
বৈশাখেরই ঝড়ের মতো ছিলাম আমি চঞ্চল
সেই আমারে বাঁধলে তুমি দিয়ে প্রেমের ছিকল।।
জ্যৈষ্ঠ মাসের কাষ্ঠ পোড়া রোদে পুড়ে এখন
তোমার বাড়ি সামনে থাকি আমি সারাক্ষণ।।
চৈত্র মাসের মাঠের মতো ফাটে আমার বুক
ঘরের ভিতর থাকো তুমি তোমার বড় সুখ।।
অগ্রহায়নের প্রথম দিকে তোমার নাকি বিয়ে
কার্তিকের অভাব তুমি গেলে আমায় দিয়ে।।
ভাদ্র মাসের বৃষ্টির মতো ঝরে চোখের পানি
আশ্বিনেরই বিরহ কেমন তা তো এখন জানি
ঘুম আসে না তোমায় ভেবে পৌষের বড় শীত
জেগে জেগে নিশি আমি লিখি মাঘের গীত।।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
রকিব লিখন বলেছেন: ধন্যবাদ অবিরত।।
২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩৪
রাসেলহাসান বলেছেন: চমৎকার লাগলো!
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
রকিব লিখন বলেছেন: প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা জানেবন।।
৩| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
বারোমাসি ভাল লাগা ৷
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
রকিব লিখন বলেছেন: অন্তর থেকে ভালোবাসা ও ধন্যবাদ।।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৬
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক ভাল লিখেছেন। ভাল লাগলো।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৪
রকিব লিখন বলেছেন: জেনে খুশি হলাম। । ধন্যবাদসহ শ্রদ্ধা।।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৮
অগ্নি সারথি বলেছেন: হুম! চ্রম বারমাসী কাব্য বাই। ফাডায়ালাইচেন এক্কেরে। কি সুন্দর করে লাইন বাই লাইন মিলাইচেন। কেমনে পারেন বাই। কেউ যদি বুইঝ্যা উঠে একবার তালি এই কবিতার প্রত্যেকটা লাইন (দুই লাইন) নিয়ে পি এইচ ডি করতে পারব। ভাল থাকবেন।